ত্রাণ definitions

Bangla-Tangla Dictionary
ত্রাণ – rescue, relief
Samsad Bengali-English Dictionary
ত্রাণ [ trāṇa ] n salvation, deliverance, rescue, succour, relief; protection; a protective covering or an armour (অঙ্গুলিত্রাণ, বাহুত্রাণ, উরস্ত্রাণ, শিরস্ত্রাণ). ত্রাণ করা v. to administer salvation, to save, to deliver, to rescue, to succour, to relieve. ~কর্তা n. a saviour, a deliverer, ares cuer. ☐ a. one who administers salvation or saves or delivers or rescues or succours or relieves. fem. ~কর্ত্রী ।
Samsad Bangla Abhidhan
ত্রাণ [ trāṇa ] বি. 1 (বিপদ, পাপ প্রভৃতি থেকে) উদ্ধার, রক্ষা, নিষ্কৃতি, মুক্তি ('মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ': রবীন্দ্র); 2 (বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্যোগে) সাহায্য, relief (দুর্গতদের ত্রাণ পাঠানো হচ্ছে)। [সং. √ ত্রৈ + অন়]। ত্রাত বিণ. ত্রাণপ্রাপ্ত, যাকে ত্রাণ করা হয়েছে এমন। ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী ('জনগণদুঃখ-ত্রায়ক')। ত্রায়.মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন।

Processing time: 0.4 s