তেড়ে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of তাড়া: তাড়া – to chase, urgency (+ খাওয়া = to be chased)
Samsad Bengali-English Dictionary
তেড়ে [ tēṛē ] adv chasing offensively (তেড়ে যাওয়া); threatening loudly (তেড়ে মারতে যাওয়া); forcefully (তেড়ে বল মারা). ~ফুঁড়ে, ~মেড়ে adv. chasing speedily; chasing and threatening; quickly or headstrongly and forcefully. perfective participle of তাড়া: তাড়া2 [ tāṛā2 ] v to chase (তাড়া করা). ☐ n. chase (পুলিশের তাড়া); rebuke, reproof, chastisement (গুরুজনদের তাড়া); act of scaring away (তাড়া পেয়ে বাঘটা সরেছে). তাড়া খাওয়া v. to be chased; to be rebuked or chided; to be snubbed. তাড়া দেওয়া v. to give one a talking-to, to snub.
Samsad Bangla Abhidhan
তেড়ে [ tēṛē ] অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া > এ]। ~ফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। ~মেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে ('তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা': সু. রা)। [তাড়া2 দ্র]। locative of তেড়: তেউড়, তেড় [ tēuṛa, tēṛa ] বি. 1 কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; 2 চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]। perfective participle of তাড়া: তাড়া2 [ tāṛā2 ] ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উৎখাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। ☐ বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2 তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। perfective participle of তাড়া: তাড়ানো [ tāṛānō ] ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্থা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। perfective participle of তাড়া: তেড়ে [ tēṛē ] অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া > এ]। ~ফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। ~মেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে ('তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা': সু. রা)। [তাড়া2 দ্র]।

Processing time: 0.45 s