Off by 1 letter:
হতাশা definitions

Bangla-Tangla Dictionary
হতাশা – disappointment
Samsad Bengali-English Dictionary
হতাশ [ hatāśa ] a disappointed, crestfallen; dejected, down in the mouth, despondent. হতাশ করা v. to disappoint; to deject. হতাশা n. disappointment; dejection, de spondence, despondency.
Samsad Bangla Abhidhan
হতাশ [ hatāśa ] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।
Off by 2 letters:
কাশা definitions

Bangla-Tangla Dictionary
কাশা – to cough
Samsad Bengali-English Dictionary
কাশা [ kāśā ] v to cough. কেশে তোলা v. to expectorate by coughing, to expectorate.
Samsad Bangla Abhidhan
কাশ2 [ kāśa2 ] বি. ব্যাধিবিশেষ, কাশিরোগ। [সং. √ কাশ্ + অ]। কাশা ক্রি. খকখক শব্দ করে গলা থেকে শ্লেষ্মা তুলে ফেলার চেষ্টা করা ('বুড়ো মরে কেশে')। ☐ বি. উক্ত অর্থে। কাশি বি. 1 কাশার শব্দ; 2 গয়ার, শ্লেষ্মা (কাশি উঠছে না); 3 কাশরোগ (কাশিতে ভুগছে)।
তা definitions

Bangla-Tangla Dictionary
তা – that, filler
Samsad Bengali-English Dictionary
-তা1 [ -tā1 ] sfx denoting: -ness, -ship, -ity, -y etc. (মূর্খতা, কুটিলতা, নির্জনতা). তা3 [ tā3 ] n a sheet (as of paper). তা4 [ tā4 ] n twist, twirl, trimming (গোঁপে তা). তা দেওয়া v. to twist, to twirl, to trim. তা5 [ tā5 ] n act of sitting upon eggs (as by mother-birds), hatch, incubation. তা দেওয়া v. to sit upon eggs, to hatch, to incubate. তা6 [ tā6 ] int an expletive inserted chiefly as a breather in a speech (তা কখন আমি যাব ? ); let it go, well (তা তোমার কী মত ? ). ☐ con. but, still (রোজ যাব ভাবি, তা যাওয়া আর হয়ে ওঠে না).
Samsad Bangla Abhidhan
অমন্থর [ amanhara ] বিণ. মন্থর বা ধীর নয় এমন, ক্ষিপ্র, দ্রুত (অমন্থর পায়ে প্রস্থান, অমন্থর গতি)। [সং. ন + মন্থর]। &tilde তা বি. দ্রুততা; দ্রুত গতি। কিংকর্তব্য-বিমূঢ় [ kiṅkartabya-bimūṛha ] বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্থির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি.~তা তা2 [ tā2 ] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উৎসাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। তা3 [ tā3 ] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]। তা4 [ tā4 ] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]। তা5 [ tā5 ] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]। তা6 [ tā6 ] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। ☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। ~ বি. তরলীভবন, গলন, solution. ~ণীয় বিণ. গলানো যায় এমন।~তা, ~ত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবী-করণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবী-কৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবী-ভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবী-ভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত। পরুষ [ paruṣa ] বিণ. 1 কর্কশ (পরুষ কণ্ঠস্বর); 2 কঠোর, নিষ্ঠুর (পরুষ বচন); 3 উদ্ধত। [সং. √ পৃ + উষ]। বি.~তা, ~ত্ব, পারুষ্য বালক [ bālaka ] বি. 1 অল্পবয়স্ক পুরুষ, বিশেষত ষোলো বৎসরের অনূর্ধ্ব পুরুষ (বালক-বালিকা); 2 শিশু (বালক বয়সের ঘটনা); 3 (আল.) অর্বাচীন বা অনভিজ্ঞ ব্যক্তি। [সং. বাল + ক (স্বার্থে)]। স্ত্রী. বালিকা।~তা, ~ত্ব বি. বালকের ভাব। ~সুলভ, বালকোচিত বিণ. বালকের পক্ষে স্বাভাবিক বা মানানসই এমন। রসিক [ rasika ] বিণ. 1 রসজ্ঞ, তাৎপর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস।
তাকা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of তাকানো: তাকানো – to look, to look at
Samsad Bengali-English Dictionary
তাকা1 [ tākā1 ] v to imprecate (esp. something evil), to aim at; to guess, to anticipate. তাকা2 [ tākā2 ] v to look (at), to gaze (at). 2nd person intimate present imperative tense of তাকানো: তাকানো [ tākānō ] v to look (at).
Samsad Bangla Abhidhan
তাকা [ tākā ] ক্রি. 1 (অন্যের অমঙ্গল) কামনা করা; 2 প্রতীক্ষা করা, টাঁক বা তাক করা; 3 অনুমান করা। [সং. √ তর্ক্ + বাং. আ]। তাকানো [ tākānō ] ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। ☐ বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]। 2nd person intimate present imperative tense of তাকানো: তাকানো [ tākānō ] ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। ☐ বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]।
তাগা definitions

Samsad Bengali-English Dictionary
তাগা [ tāgā ] n an armlet; an amulet to be tied round one's arm or waist or any other part of the body; a ligature put on to stop blood circulation (as in the case of snakebites).
Samsad Bangla Abhidhan
তাগা [ tāgā ] বি. 1 বাহুতে পরবার অলংকারবিশেষ; 2 হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; 3 সরু দড়ি; 4 সর্পাঘাতে ক্ষত স্থানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা < প্রাকৃ. তগ্গ]।
তাজা definitions

Bangla-Tangla Dictionary
তাজা – reinvigorated
Samsad Bengali-English Dictionary
তাজা [ tājā ] a fresh (তাজা আনাজ); new; alive, living; lively, spirited (তাজা প্রাণ, তাজা মন); refreshed, reinvigorated (শরীর তাজা হওয়া). তাজা কার্তুজ a live cartridge.
Samsad Bangla Abhidhan
তাজা [ tājā ] বিণ. 1 টাটকা (তাজা সবজি); 2 নতুন (তাজা খবর); 3 জীবন্ত, জ্যান্ত (তাজা মাছ); 4 চাঙ্গা, সতেজ, স্ফূর্তিযুক্ত (তাজা শরীর, তাজা মন)। [ফা. তাজহ্]।
তাতা definitions

Bangla-Tangla Dictionary
তাতা – to get hot

2nd person intimate present imperative tense of তাতানো:
তাতানো – to heat something up

Samsad Bengali-English Dictionary
তাতা [ tātā ] v to be heated; to warm up; (fig.) to get angry or excited. 2nd person intimate present imperative tense of তাতানো: তাতানো [ tātānō ] v to make hot, to heat; to warm up; (fig.) to make angry or to excite. ☐ a. heated, warmed up; (fig.) angered or excited.
Samsad Bangla Abhidhan
তাতা [ tātā ] ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]। 2nd person intimate present imperative tense of তাতানো: তাতানো [ tātānō ] বি. ক্রি. 1 গরম করা (কড়াইয়ের তেলটা একটু তাতিয়ে নাও); 2 (আল.) উত্তেজিত করা বা খ্যাপানো (ওকে আর তাতিয়ো না)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [তাত2 দ্র]।
তাপা definitions

Samsad Bengali-English Dictionary
তাপা [ tāpā ] v to get heated; to warm up; to bask; to be afflicted. ~নো v. to heat; to warm up; to afflict. ~য়ল v. (poet. & obs.) to afflict; to heat; to warm up.
Samsad Bangla Abhidhan
তাপা [ tāpā ] ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। ☐ বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ~নো ক্রি. তপ্ত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ~য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল।
তামা definitions

Samsad Bengali-English Dictionary
তামা [ tāmā ] n copper. ~তুলসী n. copper and basil (these two are considered very holy by Hindus, and whilst taking an oath, one holds them in one's hand).
Samsad Bangla Abhidhan
তামা [ tāmā ] বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [< পা. তম্ব < সং. তাম্র]। ~টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন।
তামাশা definitions

Bangla-Tangla Dictionary
তামাশা – joke (+ করা = to joke)
Samsad Bengali-English Dictionary
তামাশা [ tāmāśā ] n an entertaining or amusing performance, a show, an exhibition; a fun, a joke, a jest. তামাশা করা v. to make fun (of); to make a song (of); to poke fun (at); to crack a joke (with); to jest. তামাশা দেখা v. to enjoy a show; to find fun in. তামাশা দেখানো v. to give a show.
Samsad Bangla Abhidhan
তামাশা [ tāmāśā ] বি. 1 পরিহাস, ঠাট্টা, কৌতুক, মজা (তার সঙ্গে একটু তামাশা করেছি); 2 খেলা, বাজি। [আ. তমাশা]।
তারা definitions

Bangla-Tangla Dictionary
তারা
1. star [colloquial]
2. they (ordinary, elsewhere)
Samsad Bengali-English Dictionary
তারা [ tārā ] v to rescue, to deliver. ☐ n. fem. one who rescues or delivers from worldly sufferings; a manifestation or name of goddess Durga (দুর্গা); (mus.) the major E-scale, (cp.) tenor; a star; an asterisk; the pupil of the eye. ~কার a. stellate. ~চন্দ্র, ~নাথ, ~পতি n. the lord or husband of stars; an appellation of the moon. ~পতন, ~পাত n. the fall of a meteor. ~পথ n. the stellar course; the sky, the welkin. ~বাতি n. a firework that emits starlike sparks. ~মণ্ডল n. the stellar region or orbit; a constellation. ~মাছ n. the starfish. ~সম্বন্ধীয় a. stellar.
Samsad Bangla Abhidhan
তারা1 [ tārā1 ] বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ~নাথ, ~পতি বি. চন্দ্র, চাঁদ। ~পথ বি. আকাশ। ~বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ~মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। তারা2 [ tārā2 ] ক্রি. (কাব্যে) রক্ষা করা, উদ্ধার করা ('তারো তারো হরি দীনজনে': রবীন্দ্র)। [< সং. ত্রৈ (√ তৃ + ণিচ্) + বাং. আ]। তারানাথ, তারাপতি [ tārānātha, tārāpati ] দ্র তারা1
তালা definitions

Bangla-Tangla Dictionary
তালা – lock (+ পড়া = to get locked )
Samsad Bengali-English Dictionary
তালা1 [ tālā1 ] n a padlock, a lock. তালা দেওয়া v. to lock. তালা লাগানো v. to lock; to fit with a lock. তালা2 [ tālā2 ] n a storey or floor (of a building); a deck or tier (of a ship, an omnibus etc.). তালা3 [ tālā3 ] n act of deafening temporarily. তালা লাগা v. to be deafened temporarily. তালা লাগানো v. to deafen temporarily.
Samsad Bangla Abhidhan
তালা1 [ tālā1 ] বি. দরজা-জানালা-বাক্স ইত্যাদি আটকাবার যন্ত্রবিশেষ, কুলুপ (তালাচাবি)। [< সং. তালক]। তালা2 [ tālā2 ] বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্থিত তল, তলা (দোতালা বাড়ি)। [সং. তল]। তালা3 [ tālā3 ] বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)। [দেশি]।
তাসা definitions

Samsad Bengali-English Dictionary
তাসা1, তাসানো [ tāsā1, tāsānō ] v to shuffle cards. ☐ a. shuffled. তাসা2 [ tāsā2 ] n a kind of small drum or tabor.
Samsad Bangla Abhidhan
তাসা1 [ tāsā1 ] বি. 1 আনন্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 আনন্ধ বাদ্যযন্ত্রীদের দল (তাসাপার্টি)। [আ. তাসহ্]। তাসা2 [ tāsā2 ] বি. তাসের মতো মোটা কাগজের খণ্ড যাতে সুতো জ়ড়ানো থাকে (তাসার সুতো)। [হি. তাস + বাং. আ]।
তাহা definitions

Bangla-Tangla Dictionary
তাহা – that
Samsad Bangla Abhidhan
তাহা [ tāhā ] সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ~ সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ~কে, (পদ্যে) ~রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ~তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। ☐ সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্থ)। ~দিগকে, ~দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ~ বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের।
তাড়া definitions

Bangla-Tangla Dictionary
তাড়া – to chase, urgency (+ খাওয়া = to be chased)

2nd person intimate present imperative tense of তাড়ানো:
তাড়ানো – to shoo away

Samsad Bengali-English Dictionary
তাড়া1 [ tāṛā1 ] n a bundle (চিঠির তাড়া), a sheaf. তাড়া2 [ tāṛā2 ] v to chase (তাড়া করা). ☐ n. chase (পুলিশের তাড়া); rebuke, reproof, chastisement (গুরুজনদের তাড়া); act of scaring away (তাড়া পেয়ে বাঘটা সরেছে). তাড়া খাওয়া v. to be chased; to be rebuked or chided; to be snubbed. তাড়া দেওয়া v. to give one a talking-to, to snub. তাড়া3 [ tāṛā3 ] n urgent pressure or call, urgency (কাজের তাড়া); hurry (আমার তাড়া নেই); pressure for hurrying (তাড়া দেওয়া). 2nd person intimate present imperative tense of তাড়ানো: তাড়ানো [ tāṛānō ] v to chase away; to drive away; to shoo away; to expel or banish (বাড়ি বা দেশ থেকে তাড়ানো); to ward off, to guard against; to cause to graze, to tend (গোরু তাড়ানো); (sarcas. & dero.) to teach and discipline (ছেলে তাড়ানো). □ a. chased or driven away; expelled or banished; warded off.
Samsad Bangla Abhidhan
তাড়া1 [ tāṛā1 ] বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)। [সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]। তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)। তাড়া2 [ tāṛā2 ] ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উৎখাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। ☐ বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2 তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। তাড়া3 [ tāṛā3 ] বি. 1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে); 2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই); 3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ কেন?)। [সং. ত্বরা]। তাড়ানো [ tāṛānō ] ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্থা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। তেড়ে [ tēṛē ] অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া > এ]। ~ফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। ~মেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে ('তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা': সু. রা)। [তাড়া2 দ্র]। 2nd person intimate present imperative tense of তাড়ানো: তাড়ানো [ tāṛānō ] ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্থা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]।
তোশা definitions

Samsad Bengali-English Dictionary
তোশা [ tōśā ] n valuable things or belongings, valuables. ~খানা n. a room in which the valuables of a house are stored.
Samsad Bangla Abhidhan
তোশা [ tōśā ] বি. মূল্যবান জিনিসপত্র; [ফা. তোশা]। ~খানা বি. মূল্যবান জিনিসপত্রের ভাণ্ডার; মূল্যবান আসবাব বা পোশাকপরিচ্ছদ রাখার ভাণ্ডার।
নাশা definitions

Samsad Bengali-English Dictionary
নাশা [ nāśā ] v (poet.) same as নাশ করা (see নাশ). ☐ a. (used as a sfx.) same as নাশক (কর্মনাশা).
Samsad Bangla Abhidhan
নাশ [ nāśa ] বি. 1 ধ্বংস; 2 লোপ, ক্ষয়; 3 মৃত্যু। [সং. √ নশ্ + অ]। ~ বিণ. বিনাশকারী (তিমিরনাশক)। ~কতা বি. 1 নাশ, ধ্বংস; 2 সন্ত্রাস; 3 ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, অন্তর্ঘাত। ~কতা-মূলক বিণ. অন্তর্ঘাতী, ষড়যন্ত্রমূলক। ~ বি. নাশ করা। ☐ বিণ. নাশকারী। নাশা ক্রি. (কাব্যে) নাশ করা (নাশো দুঃখ, নাশো ক্লেশ)। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) নাশকারী, নাশক (সর্বনাশা)। নাশিত বিণ. বিনষ্ট, নাশপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে এমন। নাশী (-শিন্) বিণ. 1 বিনাশশীল (অবিনাশী); 2 বিনাশকারী (সর্বনাশী, দুঃখনাশী)। নাশিনী বিণ. (স্ত্রী.) নাশ করে এমন (দুর্গতিনাশিনী)। নাশা, নাশিত, নাশিনী, নাশী [ nāśā, nāśita, nāśinī, nāśī ] দ্র নাশ
পাশা definitions

Samsad Bengali-English Dictionary
পাশা1 [ pāśā1 ] n a Turkish title given to governors, officials, and men of importance; Pasha. পাশা2 [ pāśā2 ] n (playing) dice. ~খেলা n. dice-play. পাশা খেলা v. to play at dice, to cast or throw dice.
Samsad Bangla Abhidhan
পাশা1 [ pāśā1 ] বি. 1 অক্ষ; 2 অক্ষক্রীড়া; 3 কানের গহনাবিশেষ (কানপাশা)। [সং. পাশক]। পাশা2 [ pāśā2 ] বি. তুরস্কের শাসনকর্তা, সেনাপতি, উচ্চ সরকারি কর্মচারী বা সম্ভ্রান্ত ব্যক্তির উপাধি। [তুর.]।
হতাশ definitions

Bangla-Tangla Dictionary
হতাশ – disappointed (+ করা = to disappoint)
Samsad Bengali-English Dictionary
হতাশ [ hatāśa ] a disappointed, crestfallen; dejected, down in the mouth, despondent. হতাশ করা v. to disappoint; to deject. হতাশা n. disappointment; dejection, de spondence, despondency.
Samsad Bangla Abhidhan
হতাশ [ hatāśa ] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।
Off by 3 letters:
-তা definitions

Bangla-Tangla Dictionary
-তা – suffix for -tion or -ity to turn an adjective into a noun
Samsad Bengali-English Dictionary
-তা1 [ -tā1 ] sfx denoting: -ness, -ship, -ity, -y etc. (মূর্খতা, কুটিলতা, নির্জনতা).

Processing time: 1.68 s