তাপমান definitions

Bangla-Tangla Dictionary
তাপমান – thermometer (+ যন্ত্র is the same)
Samsad Bengali-English Dictionary
তাপ [ tāpa ] n heat, warmth; anger; sorrow, grief, affliction, suffering. ~ a. that which or one who heats or excites or grieves or afflicts. ~ক্লিষ্ট a. afflicted with heat; aggrieved. ~গতিবিদ্যা n. thermodynamics. ~গ্রহণ n. (phys.) absorption of heat. ~গ্রাহিতা n. thermal capacity. ~জনক a. producing heat; (sc.) calorific; causing sorrow, afflicting. ~ক্রয় n. the three kinds of affliction: spiritual, supernatural and material. ~ধারকত্ব n. thermal capacity. ~ n. generation or application of heat; the sun. ☐ a. producing heat; calorific (তাপন মূল্য); causing affliction. ~নীয় a. that to which heat is to be applied. ~প্রবাহ n. a period of very hot weather; heat wave. ~বীক্ষণ n. a thermoscope. ~মাত্রা n. temperature. ~মান, ~মান-যন্ত্র n. a thermometer. ~রোধিত্ব n. heat-resistance; athermancy. ~সহ a. heat resistant, heat-proof. ~সেক n. fomentation. ~স্থাপক n. thermostat.
Samsad Bangla Abhidhan
তাপ [ tāpa ] বি. 1 উষ্ণতা ('প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে': রবীন্দ্র); 2 জ্বর (গায়ের তাপ কমছে না); 3 ক্রোধ, রাগ; 4 দুঃখ, পীড়া ('পাপে তাপে জীর্ণ' এ প্রাণ': রবীন্দ্র)। [সং. √ তপ্ + অ]। ~ বিণ. 1 তাপদায়ক; 2 দুঃখদায়ক। ~ত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ। ~প্রবাহ বিণ. 1 উষ্ণতার স্রোত; 2 প্রখর তাপ। ~মান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার। ~হর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. ~হরা। ~হরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। ☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ। ~হারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী। তাপমান [ tāpamāna ] দ্র তাপ

Processing time: 0.39 s