তলানো definitions

Bangla-Tangla Dictionary
তলানো – to sink
Samsad Bengali-English Dictionary
তলানো [ talānō ] v to sink (down), to be drowned (জাহাজখানা সমুদ্রে তলিয়ে গেল); to go to the bottom (তলিয়ে বোঝা, তলিয়ে দেখা); to be engrossed or absorbed in (চিন্তায় তলানো); to go down into, to be digested (পেটে তলানো). তলিয়ে দেখা v. to see or judge thoroughly. তলিয়ে বোঝা v. to realize or understand thoroughly. পেটে না তলানো v. not to be accepted in the stomach; not to be digested; to be vomited out; (fig.) not to be able to keep a secret.
Samsad Bangla Abhidhan
তলানো [ talānō ] ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।

Processing time: 0.4 s