তথা definitions

Bangla-Tangla Dictionary
তথা – as well as, and
Samsad Bengali-English Dictionary
তথা [ tathā ] n that place. ☐ adv. at or in or to that place, there. ☐ adv. & con. so, like (যথা আয় তথা ব্যয়); and, and also or for the matter of that (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ); moreover, further; even. ~কথিত a. so-called. ~কার a. of that place. ~গত a. come or gone in that way. ☐ n. one who has attained Nirvana (নির্বাণ); an appellation of Gautama Buddha. ~চ, ~পি same as তত্রাচ । ~বিধ a. of that kind or nature; such; similar. ~ভূত a. of or in that state; passed into that state; produced or born or grown or evolved in that way. ~ adv. at or in or to that place. there. ~স্তু int. so be it, amen.
Samsad Bangla Abhidhan
তথা [ tathā ] অব্য. 1 সেই স্থান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্থানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ~কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ~কার বিণ. সেখানকার। ~গত বি. যিনি তথা অর্থাৎ সেইরূপ নির্বাণগত অর্থাৎ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। ☐ বিণ. সেই প্রকারে আগত বা গত। ~গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ~, ~পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ~বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ~ভূত বিণ. 1 সেই অবস্থাপ্রাপ্ত, তদবস্থ; 2 সেইভাবে উৎপন্ন বা জাত। ~ অব্য. বি. সেখানে, সেই স্থানে ('সত্বর তথায় গমন কর')। ~স্তু অব্য. তাই হোক।

Processing time: 1.21 s