Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 1 letter:
তা definitions
Bangla-Tangla Dictionary
তা – that, filler
Samsad Bengali-English Dictionary
-তা1 [ -tā1 ] sfx denoting: -ness, -ship, -ity, -y etc. (মূর্খতা, কুটিলতা, নির্জনতা).তা3 [ tā3 ] n a sheet (as of paper).তা4 [ tā4 ] n twist, twirl, trimming (গোঁপে তা). তা দেওয়া v. to twist, to twirl, to trim.তা5 [ tā5 ] n act of sitting upon eggs (as by mother-birds), hatch, incubation. তা দেওয়াv. to sit upon eggs, to hatch, to incubate.তা6 [ tā6 ] int an expletive inserted chiefly as a breather in a speech (তা কখন আমি যাব ? ); let it go, well (তা তোমার কী মত ? ). ☐ con. but, still (রোজ যাব ভাবি, তা যাওয়া আর হয়ে ওঠে না).
Samsad Bangla Abhidhan
অমন্থর [ amanhara ] বিণ. মন্থর বা ধীর নয় এমন, ক্ষিপ্র, দ্রুত (অমন্থর পায়ে প্রস্থান, অমন্থর গতি)। [সং. ন + মন্থর]। &tilde তা বি. দ্রুততা; দ্রুত গতি।কিংকর্তব্য-বিমূঢ় [ kiṅkartabya-bimūṛha ] বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্থির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি.~তা।তা2 [ tā2 ] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উৎসাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]।তা3 [ tā3 ] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]।তা4 [ tā4 ] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]।তা5 [ tā5 ] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]।তা6 [ tā6 ] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)।দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। ☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। ~ণ বি. তরলীভবন, গলন, solution. ~ণীয় বিণ. গলানো যায় এমন।~তা, ~ত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবী-করণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবী-কৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবী-ভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবী-ভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত।পরুষ [ paruṣa ] বিণ. 1 কর্কশ (পরুষ কণ্ঠস্বর); 2 কঠোর, নিষ্ঠুর (পরুষ বচন); 3 উদ্ধত। [সং. √ পৃ + উষ]। বি.~তা, ~ত্ব, পারুষ্য।বালক [ bālaka ] বি. 1 অল্পবয়স্ক পুরুষ, বিশেষত ষোলো বৎসরের অনূর্ধ্ব পুরুষ (বালক-বালিকা); 2 শিশু (বালক বয়সের ঘটনা); 3 (আল.) অর্বাচীন বা অনভিজ্ঞ ব্যক্তি। [সং. বাল + ক (স্বার্থে)]। স্ত্রী. বালিকা।~তা, ~ত্ব বি. বালকের ভাব। ~সুলভ, বালকোচিত বিণ. বালকের পক্ষে স্বাভাবিক বা মানানসই এমন।রসিক [ rasika ] বিণ. 1 রসজ্ঞ, তাৎপর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস।
Off by 2 letters:
-তা definitions
Bangla-Tangla Dictionary
-তা – suffix for -tion or -ity to turn an adjective into a noun
ডাঃ – [variant of ডঃ]; Dr (abbreviation of "doctor")
ডাক definitions
Bangla-Tangla Dictionary
ডাক –
1. call (+ ছেড়ে কাঁদা = to cry out loud)
2. the postal system, postal
2nd person ordinary present simple tense of ডাকা: ডাকা – to call
Samsad Bengali-English Dictionary
ডাক1 [ ḍāka1 ] n the gallinule; the waterfowl.ডাক2 [ ḍāka2 ] n ornaments of sola, tinsel etc. used to decorate an idol (ডাকের সাজ).ডাক3 [ ḍāka3 ] n an ancient milkman famous for his wisdom (ডাকের বচন).ডাক4 [ ḍāka4 ] n a goblin attending upon Shiva (শিব). ~সাইটেa. famous and formidable (ডাকসাইটে জমিদার); (often hum.) widely famous (ডাকসাইটে কবি). ~সিদ্ধa. one who has brought 'Dak' (ডাক) the goblin under one's control.ডাক5 [ ḍāka5 ] n the call or invitation or summons (মায়ের ডাক, ভোজনের ডাক, যুদ্ধের ডাক); a note, a call, chirping, a cry, a roar (পাখির ডাক, পশুর ডাক); a shout, a scream (ডাক পাড়া); a rumbling noise (মেঘের ডাক); a professional invitation to attend a patient etc., a call (ডাক্তার ডাকে গেছেন); an offer of price at a sale, a bid (নিলামের ডাক); fame, celebrity (নামডাক). ডাক-নামn. a nickname; a pet name. ডাকের সুন্দরী a woman widely famous for her beauty. এক-ডাকে চেনা to recognize one at the first mention (as one's name is known to all). ইদুরের ডাক squeak. কাকের ডাক caw. কুকুরের ডাক bark; howl. গাঘার ডাক bray. গরুর ডাক low. ঘুঘুর ডাক coo. ঘোড়ার ডাক neigh. নেকড়ের ডাক bark, howl. পাতিহাঁসের ডাক cackle. পায়রার ডাক coo. প্যাঁচার ডাক hoot, screech. বাঘের ডাক growl. বাঁদরের ডাক chatter. বিড়ালের ডাক mew. ব্যাঙের ডাক croak. ভালুকের ডাক growl. ভেড়ার ডাক bleat. মৌমাছির ডাক hum, buzz. মেঘের ডাক roar, rumble. মোরগের ডাক crow, cluck, cackle. রাজহাঁসের ডাক hiss, cackle. শকুনের ডাক scream. শিয়ালের ডাক yelp, howl. শুয়োরের ডাক grunt. ষাঁড়ের ডাক bellow. সিংহের ডাক roar. হাতির ডাক trumpet.ডাক6 [ ḍāka6 ] n an established system of conveying letters, post (ডাক বিভাগ); a batch of letters, mail, dak (বিলাতের ডাক). ☐ in comp. postal, post-mail (ডাকবাক্স, ডাকগা়ড়ি). ডাকেadv. by post. ~খরচাn. postal charge, postage. ডাকের ঘোড়া a horse employed to carry mails. ডাকের থলি a mailbag. ~খানা, ~ঘরn. a post-office. ~গাড়িn. a mailcoach; a mail van; a mail train. ~টিকিটn. a postal stamp. ~পিওন, ~পিয়নn. a post man (fem. a postwoman). ~বাংলা, ~বাংলোn. a house for travellers, a dak bungalow. ~বাক্সn. a pillar-box, a letter-box. ~বিভাগn. the postal department. ~মাশুলn. postage. ~হরকরাn. a postman; a mail-runner. ~যোগেadv. by post. ফেরত ডাক next return mail. ফেরত ডাকে by return of post, by return mail.2nd person ordinary present simple tense of ডাকা:ডাকা [ ḍākā ] v to call (পাখি ডাকে); to summon, to ask to come (দরবারে ডাকা); to invite (খেতে ডাকা); to address (নাম ধরে ডাকা); to pray to or invoke (ভগবানকে ডাকা); to offer a price at a sale, to bid (নিলাম ডাকা); to bid or call in card games; to roar or rumble (মেঘ ডাকে); to attract (পথ আমাকে ডাকে); to make undesirable or morbid noise (নাক ডাকা, পেট ডাকা); to apprehend (বিপদ ডাকা). ডেকে বলাv. to call one by name and then announce; to announce loudly.
Samsad Bangla Abhidhan
ডাক1 [ ḍāka1 ] বি. ডাহুক পাখি। [সং. ডাহুক]।ডাক2 [ ḍāka2 ] বি. প্রতিমা সাজাবার জন্য শোলা রাংতা জরি ইত্যাদির অলংকার (ডাকের সাজ)। [হি. ডাঁক]।ডাক3 [ ḍāka3 ] বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিৎকার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। ☐ বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা।ডাক4 [ ḍāka4 ] বি. শিবের অনুচরবিশেষ। [সং.]। ~সিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন। তু. প্রেতসিদ্ধ।ডাক5 [ ḍāka5 ] বি. গোপজাতীয় জনৈক জ্ঞানী ব্যক্তি যাঁর অনেক উক্তি খনার বচনের মতো প্রবাদে পরিণত (ডাকের কথা)। ~পুরুষ বি. জ্ঞানী ব্যক্তি। [< তিব্বতি ব্দগ্=জ্ঞান]।ডাক6 [ ḍāka6 ] বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্থা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্থা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ~গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ~খানা, ~ঘর বি. পোস্ট অফিস। ~টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ~পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ~বাক্স বি. ডাকঘর কর্তৃক স্থাপিত চিঠি ফেলার বাক্স। ~হরকরা বি. ডাকের থলি এক স্থান থেকে অন্য স্থানে বহনকারী কর্মচারী।2nd person ordinary present simple tense of ডাকা:ডাকা [ ḍākā ] ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ~ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ~নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)।
ডাল1 [ ḍāla1 ] n pigeon-pea, dal; soup of pigeon pea. ~পুরিn. a thin round cakelike food of flour and pasted dal or pigeon-pea.ডাল2 [ ḍāla2 ] n a bough, a branch; a twig.
ত – [variant of তো]; emphatic, expression of doubt; you [intimate] (usually used with an objective or genitive marker)
Samsad Bengali-English Dictionary
ত1 [ ta1 ] n the sixteenth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
ত1 [ ta1 ] বাংলা ভাষার ষো়ড়শ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের প্রথম বর্ণ; অঘোষ দন্ত ৎ ধ্বনির দ্যোতক।ত2, তো [ ta2, tō ] অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবৎ]।ত4, (বর্জি.) তঃ [ ta4, (barji.) tḥ ] (তস্) হতে, থেকে, তে প্রভৃতি 5মী ও 7মী বিভক্তির স্থানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]।তঃ (তস্) [ tḥ (tas) ] দ্র ত4।তো2 [ tō2 ] দ্র ত2।
তথা definitions
Bangla-Tangla Dictionary
তথা – as well as, and
Samsad Bengali-English Dictionary
তথা [ tathā ] n that place. ☐ adv. at or in or to that place, there. ☐ adv. & con. so, like (যথা আয় তথা ব্যয়); and, and also or for the matter of that (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ); moreover, further; even. ~কথিতa. so-called. ~কারa. of that place. ~গতa. come or gone in that way. ☐ n. one who has attained Nirvana (নির্বাণ); an appellation of Gautama Buddha. ~চ, ~পি same as তত্রাচ । ~বিধa. of that kind or nature; such; similar. ~ভূতa. of or in that state; passed into that state; produced or born or grown or evolved in that way. ~য়adv. at or in or to that place. there. ~স্তুint. so be it, amen.
Samsad Bangla Abhidhan
তথা [ tathā ] অব্য. 1 সেই স্থান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্থানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ~কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ~কার বিণ. সেখানকার। ~গত বি. যিনি তথা অর্থাৎ সেইরূপ নির্বাণগত অর্থাৎ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। ☐ বিণ. সেই প্রকারে আগত বা গত। ~গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ~চ, ~পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ~বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ~ভূত বিণ. 1 সেই অবস্থাপ্রাপ্ত, তদবস্থ; 2 সেইভাবে উৎপন্ন বা জাত। ~য় অব্য. বি. সেখানে, সেই স্থানে ('সত্বর তথায় গমন কর')। ~স্তু অব্য. তাই হোক।
তদা definitions
Samsad Bengali-English Dictionary
তদা [ tadā ] adv. & con at that time, in that age, then.
Samsad Bangla Abhidhan
তদা [ tadā ] (বর্ত. অপ্র.) অব্য. 1 সেইসময়, সে কালে; 2 তা হলে। [সং. তদ্ + দা]।
তমা definitions
Samsad Bengali-English Dictionary
-তমা [ -tamā ] fem of তম1 and তম2
Samsad Bangla Abhidhan
তম3 [ tama3 ] তিন বা ততোধিক বস্তু বা ব্যক্তির মধ্যে একটির উল্লেখ বা সর্বাধিক উৎকর্ষ ও অপকর্ষসূচক প্রত্যয় (একতম, অন্যতম, বৃহত্তম, ক্ষুদ্রতম)। [সং. তমপ্-তু. তর]। স্ত্রী. তমা (বৃহত্তমা, প্রিয়তমা)।
তরা definitions
Samsad Bengali-English Dictionary
-তরা1 [ -tarā1 ] fem of -তর1তরা2 [ tarā2 ] v to cross, to go across; to get over, to escape from. তরে যাওয়াv. to get over; to escape.
তলা –
1. area (often the suffix of the name of a neighborhood or place)
2. base, underside, story of a building
2nd person intimate present imperative tense of তলানো: তলানো – to sink
Samsad Bengali-English Dictionary
তলা [ talā ] n the underneath (আকাশের তলা, পায়ের তলা); base, foot (টোড়ি); bottom, bed (সমুদ্রের তলা); a region or locality (ফুল তলা, নিমতলা, রথতলা); (of a building etc.) a storey, a floor; (of a ship, omnibus etc.) a deck.2nd person intimate present imperative tense of তলানো:তলানো [ talānō ] v to sink (down), to be drowned (জাহাজখানা সমুদ্রে তলিয়ে গেল); to go to the bottom (তলিয়ে বোঝা, তলিয়ে দেখা); to be engrossed or absorbed in (চিন্তায় তলানো); to go down into, to be digested (পেটে তলানো). তলিয়ে দেখা v. to see or judge thoroughly. তলিয়ে বোঝাv. to realize or understand thoroughly. পেটে না তলানোv. not to be accepted in the stomach; not to be digested; to be vomited out; (fig.) not to be able to keep a secret.
Samsad Bangla Abhidhan
তলা [ talā ] বি. 1 নিম্নদেশ, তলদেশ (পায়ের তলা); 2 মূলদেশ (গাছতলা); 3 কাছের পূজার জায়গা (কালীতলা, মনসাতলা); 4 অঞ্চল (নিমতলা, রথতলা); 5 দালানবাড়ির পরিচ্ছেদ বা উচ্চতার ভাগ (চারতলা)। [সং. তল + বাং. আ]।2nd person intimate present imperative tense of তলানো:তলানো [ talānō ] ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।
তাই definitions
Bangla-Tangla Dictionary
তাই – therefore, for that, expression of amazement
Samsad Bengali-English Dictionary
তাই2 [ tāi2 ] n clap of hands. তাই দেওয়াv. to clap one's hands, to clap.তাই3 [ tāi3 ] adv. & con for that, so. ~তোadv. & con. and so, because. □ int. expressing: certainty, amazement, bewilderment etc. ~তেadv. & con. for that, be cause of that, on account of that, so; and in reply to that. তাই নাকি is it so? তাই বলে adv. & con. for that, because of that, on account of that, so.
Samsad Bangla Abhidhan
তাই1 [ tāi1 ] বি. করতালি, হাততালি ('তাই তাই তাই, মামার বাড়ি যাই': ছড়া)। [সং. তালি]।তাই3 [ tāi3 ] অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। ~তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।