Bangla-Tangla Dictionary
ঢিলে – loose (+ করা = to loosen)
locative of ঢিল:
ঢিল
– [variant of ঢিলে]; loose (+ করা = to loosen)
Samsad Bengali-English Dictionary
locative of ঢিল:
ঢিল1 [ ḍhila1 ] n a hard roundish lump esp. of stone or brick or clay. ঢিল মারা v. to pelt with these lumps, to throw stones or brickbats.
Samsad Bangla Abhidhan
locative of ঢিল:
ঢিল1 [ ḍhila1 ] বি. মাটি পাথর ইট প্রভৃতির ছোট টুকরো বা ডেলা (ঢিল ছোড়া)। [দেশি]। অন্ধকারে (আন্দাজে) ঢিল ছোড়া ক্রি. বি. (আল.) কার্যসিদ্ধি হলেও হতে পারে এই আশায় অনিশ্চিয়তা সত্ত্বেও কিছু করা; সঠিক না জেনে না বুঝে কোনো কাজ করা বা কোনো কথা বলা। ঢিল মারলে পাটকেল খেতে হয়, ঢিলের বদলে পাটকেল আঘাতের উত্তরে আরও বড় প্রত্যাঘাত আসে। এক ঢিলে দুই পাখি মারা এক উদ্দেশ্য সিদ্ধ করতে গিয়ে অন্য উদ্দেশ্যও সিদ্ধ করা; এক চেষ্টায় দুই কাজ সম্পন্ন করা।
locative of ঢিল:
ঢিল2 [ ḍhila2 ] বিণ. শিথিল; আলগা (সুতো ঢিল দেওয়া)। ☐ বি. শৈথিল্য; আলস্য (পড়াশুনায় ঢিল পড়েছে)। [ঢিলা দ্র]। ঢিল দেওয়া বি. ক্রি. শৈথিল্য দেখানো; কড়াকড়ি না করা (শাসনে ঢিল দেওয়া)।