ঢাক definitions

Bangla-Tangla Dictionary
ঢাক – drum

2nd person ordinary present simple tense of ঢাকা:
ঢাকা – to cover

Samsad Bengali-English Dictionary
ঢাক1 [ ḍhāka1 ] n a drum. ঢাক পেটা, ঢাক বাজানো v. to beat a drum; (fig.) to make public or announce publicly. ঢাকের কাঠি a drum stick; (fig.) an instigator. ঢাকের বাঁয়া useless appurtenances or paraphernalia; something merely decorative. ঢাকের বাদ্যি drum-beat. ঢাকের দায়ে মনসা বিকানো (fig.) to run insolvent in attempting to keep up appearances, to sell one's homestead to grease one's car. 2nd person ordinary present simple tense of ঢাকা: ঢাকা [ ḍhākā ] v to cover; to veil; to screen; to envelop; to overcast (মেঘে ঢাকা); to conceal, to hide; to hush up; (usu. dero.) to countenance or to connive at. ☐ n. a lid; a cover; a veil; (usu. dero.) connivance. ☐ a. covered; veiled; screened; enveloped; overcast.
Samsad Bangla Abhidhan
ঢাক [ ḍhāka ] বি. 1 বৃহৎ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 2nd person ordinary present simple tense of ঢাকা: ঢাকা [ ḍhākā ] বি. 1 ঢাকনা; 2 আবরণ ('খুলে দিলে স্তব্ধতার ঢাকা': রবীন্দ্র)। ☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ☐ ক্রি. 1 আবৃত করা, আচ্ছাদিত করা; 2 ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); 3 চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]।

Processing time: 0.41 s