ডুকরানো definitions

Bangla-Tangla Dictionary
ডুকরানো – to wail
Samsad Bengali-English Dictionary
ডুকরানো [ ḍukarānō ] v to weep or wail aloud. ডুকরে ওঠা, ডুকরে কাঁদা same as ডুকরানো । ফুকরানো [ phukarānō ] v to call or proclaim aloud ('নকীব ফুকরায়') ; to shout; to weep or lament aloud, to wail. ফুকরে কাঁদা v. to cry in a loud voice, to wail, to lament. see also ডুকরানো ।
Samsad Bangla Abhidhan
ডুকরা [ ḍukarā ] ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ~নো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠা। ☐ বি. উক্ত অর্থে।

Processing time: 0.39 s