Off by 1 letter:
ড definitions

Samsad Bengali-English Dictionary
[ ḍ ] n the thirteenth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
[ ḍ ] বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক।
ডুব definitions

Bangla-Tangla Dictionary
ডুব – dip, plunge

shadhu 2nd person ordinary present simple tense of ডোবা:
ডোবা – to sink, a small pool/pit of water

shadhu 2nd person ordinary present imperative tense of ডোবা:
ডোবা – to sink, a small pool/pit of water

Samsad Bengali-English Dictionary
ডুব [ ḍuba ] n a plunge into water, liquid, air etc.; a dive, a dip; immersion; ablution. ডুব দেওয়া, ডুব মারা v. to dive, to dip, to plunge; to sink; to go in hiding (চোরটা ডুব দিয়েছে). ডুব পাড়া v. to dive or dip repeatedly. ডুবন n. act of diving or dip ping; immersion; ablution; submersion; act of sinking. ~জল n. a mass of water as will drown a person standing erect on his feet. ~ন্ত a. one who or that which is sinking or setting; drowning, sinking. ~রি var. of ডুবুরি
Samsad Bangla Abhidhan
ডুব [ ḍuba ] বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব < প্রাকৃ. √ বুড্ড]। ~জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ~স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ~রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ~সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। ডোবা2, ডোবানো [ ḍōbā2, ḍōbānō ] যথাক্রমে ডুবা ও ডুবানো -র চলিত রূপ (জলে ডোবা)। [ডুব দ্র]। হাবু-ডুবু [ hābu-ḍubu ] বি. অসহায়ভাবে বারবার জলে ডুবে যাওয়া ও ভেসে ওঠা (হাবুডুবু খাওয়া)। ☐ বিণ. নিমজ্জিতপ্রায়, হতাশ্বাস (দেনায় বা কাজের চাপে হাবুডুবু অবস্থা)। [তু. হাঁপ, ডুব]।
ডুম definitions

Samsad Bengali-English Dictionary
ডুম [ ḍuma ] n an electric bulb.
Off by 2 letters:
কডুই definitions

Samsad Bangla Abhidhan
কডুই1 [ kaḍui1 ] বি. ধানের গোলা। [বাং. কুঁড়া + ই]।
কু definitions

Samsad Bengali-English Dictionary
কু [ ku ] n a sin; a guilt; a fault; an evil; the earth; exposition of the scriptures ('কু কথায় পঞ্চমুখ'). ☐ a. (chiefly used as a pfx.) bad, evil, indecent (কুকথা); ill omened; wicked (কুমন্ত্রণা); unattainable (কু-আশা); southern (কুমেরু).
Samsad Bangla Abhidhan
কু1 [ ku1 ] বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। ☐ বিণ. 1 মন্দ, কুৎসিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। কু2, কূ [ ku2, kū ] বি. 1 সামরিক অভ্যুত্থান; 2 রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা। [ইং. coup < ফ. coup d'e'tat]।
খড definitions

Samsad Bangla Abhidhan
খড [ khaḍa ] দ্র খদ খদ, খড [ khada, khaḍa ] বি. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্থ গভীর নিম্নভূমি; 2 ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]।
গু definitions

Samsad Bengali-English Dictionary
গু [ gu ] n faeces, ordure, stool; dung, drop pings. ~খোরি, ~খুরি n. an abominable deed; an inexcusable folly; a glaring or gross mistake, a blunder.
Samsad Bangla Abhidhan
গু [ gu ] বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ~খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ~খুরি, ~খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উৎপন্ন (গুয়ে পোকা)।
জডুল definitions

Samsad Bangla Abhidhan
জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, (birala) jaṛura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।
টু definitions

Bangla-Tangla Dictionary
টু [English] two, to, too
ডঃ definitions

Bangla-Tangla Dictionary
ডঃ – Dr (abbreviation of "doctor")
ডক definitions

Samsad Bengali-English Dictionary
ডক [ ḍaka ] n a dock.
Samsad Bangla Abhidhan
ডক [ ḍaka ] বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]।
ডন definitions

Samsad Bengali-English Dictionary
ডন [ ḍana ] n a system of free-hand exercise by waving the diaphragm on fours.
Samsad Bangla Abhidhan
ডন [ ḍana ] বি. দণ্ডবৎ বা উপুড় হয়ে ব্যায়াম করার পদ্ধতিবিশেষ। [হি. ডাংড < সং. দণ়্ড]।
ডমরু definitions

Samsad Bengali-English Dictionary
ডমরু [ ḍamaru ] n a kind of small tabour shaped like an hour-glass and played by shaking it with one hand. ~মধ্য a. having a waist as slender as the middle of the aforesaid tabour.
Samsad Bangla Abhidhan
ডমরু [ ḍamaru ] বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ~মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। ডম্বরু, ডম্বুরু, ডম্বুর [ ḍambaru, ḍamburu, ḍambura ] বি. ডমরু, ডুগডুগি ('ডম্বরু বাজল গম্ভীর গরজনে')। [ডমরু দ্র]।
ডর definitions

Samsad Bengali-English Dictionary
ডর [ ḍara ] n (poet. & dial.) fear, fright, dread. ডর করা v. to fear; to be frightened. ডর লাগা . v. to be frightened.
Samsad Bangla Abhidhan
ডর [ ḍara ] বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ডাকু definitions

Bangla-Tangla Dictionary
ডাকু [variant of ডাকাত]; bandit
Samsad Bangla Abhidhan
ডাকু [ ḍāku ] বি. ডাকাত, দস্যু। [হি. ডাকু]।
ডাবু definitions

Samsad Bangla Abhidhan
ডাবু [ ḍābu ] বি. (সচ. পিতলের) বড় হাতা (ডাবু হাতা)। [সং. দর্বী]।
ডি definitions

Bangla-Tangla Dictionary
ডি – the letter D [English]
ডুগি definitions

Samsad Bengali-English Dictionary
ডুগি [ ḍugi ] n the smaller one of the pair of a musical instrument of percussion (see তবলা).
Samsad Bangla Abhidhan
ডুগি [ ḍugi ] বি. তবলার সহচর বাদ্যযন্ত্র, বাঁয়া (ডুগি-তবলা)। [তু. হি. ডুগ্গী]।
ডুবছ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present continuous tense of ডোবা: ডোবা – to sink, a small pool/pit of water
ডুবত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of ডোবা: ডোবা – to sink, a small pool/pit of water

Processing time: 1.68 s