Off by 2 letters:
কিনাই definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person present simple tense of কেনানো: কেনানো – to cause to buy

shadhu 1st person present imperative tense of কেনানো:
কেনানো – to cause to buy

ছিনাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of ছিনানো: ছিনানো – to snatch

1st person present imperative tense of ছিনানো:
ছিনানো – to snatch

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure. 1st person present imperative tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)। 1st person present imperative tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ডিঙাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of ডিঙানো: ডিঙানো – to jump across

1st person present imperative tense of ডিঙানো:
ডিঙানো – to jump across

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of ডিঙানো: ডিঙানো [ ḍiṅānō ] v to cross by leaping, to leap over (সাগর ডিঙানো); to cover by leaping (সাত মিটার ডিঙানো). 1st person present imperative tense of ডিঙানো: ডিঙানো [ ḍiṅānō ] v to cross by leaping, to leap over (সাগর ডিঙানো); to cover by leaping (সাত মিটার ডিঙানো).
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of ডিঙানো: ডিঙা2 [ ḍiṅā2 ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ~নো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে। 1st person present imperative tense of ডিঙানো: ডিঙা2 [ ḍiṅā2 ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ~নো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে।
ডিন definitions

Samsad Bangla Abhidhan
ডিন [ ḍina ] বি. বিশ্ববিদ্যালয়রে কলা বিজ্ঞান আইন প্রভৃতি ফ্যাকালটি বা অনুষদের অধিকর্তা।[ইং. dean]।
ডিনার definitions

Samsad Bangla Abhidhan
ডিনার [ ḍināra ] বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির ভোজ; 2 দিনের প্রধান ভোজ। [ইং. dinner]।
ডিমাই definitions

Samsad Bengali-English Dictionary
ডিমাই [ ḍimāi ] n demy, a size of paper (56.4 × 44.4 cm.).
Samsad Bangla Abhidhan
ডিমাই [ ḍimāi ] বি. কাগজের মাপবিশেষ, বাইশ ইঞ্চি লম্বা ও আঠারো ইঞ্চি চওড়া-এই মাপ। ☐ বিণ. কাগজের এই মাপবিশিষ্ট। [ইং. demy]।
নাই definitions

Bangla-Tangla Dictionary
নাই – Variant of নেই and নি

1st person present simple tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

1st person present imperative tense of নাওয়া:
নাওয়া – to bathe [archaic]

Samsad Bengali-English Dictionary
নাই2 [ nāi2 ] n (rare) a barber. নাই3 [ nāi3 ] n the navel; (of a wheel) a nave, a hub; a wedge; an anvil. নাই4 [ nāi4 ] n indulgence, pampering. কুকুর নাই পেলে মাথায় চড়ে (lit.) fondle a mongrel and it will jump up on your head, (fig.) a saucy scamp scandalizes his patron. নাই5 [ nāi5 ] adv not (যাই নাই, আসে নাই). 1st person present simple tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water. 1st person present imperative tense of নাওয়া: নাওয়া [ nāōẏā ] v to bathe, to have a bath or washing. ☐ n. bathing, washing, bath, ablution. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
Samsad Bangla Abhidhan
নাই1 [ nāi1 ] অব্য. 1 ক্রিয়ার অসমাপ্তি বা অভাবসূচক (যার নাই, ঘরে ফেরে নাই); 2 প্রশ্নসূচক (এখনও আসে নাই?)। [তু. বাং. নাহি < সং. নাস্তি]। নাই2 [ nāi2 ] বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)। [নাই < নেই < নেহ < সং. স্নেহ]। নাই3 [ nāi3 ] বি. 1 নাভি (নাইয়ের চারিদিকে ব্যথা); 2 চক্র ইত্যাদির কেন্দ্রস্থল; 3 কীলক; 4 কামারের নেহাই। [সং. নাভি]। নাই4 [ nāi4 ] বি. নাপিত। [সং. নাপিত]। নাই5 [ nāi5 ] ক্রি. স্নান করি।[বাং. √ নাহ ধাতুর উত্তম পুরুষের রূপ]। নাই6 [ nāi6 ] ক্রি. 1 অভাবার্থক নেই অর্থে বর্তমান কালে (আমার টাকা নাই, সে এখানে নাই, 'নাই নাই ভয়': রবীন্দ্র); 2 অনুচিত (অমন কথা বলিতে নাই)। ☐ বিণ. 1 অবিদ্যমান (নাই মামার চেয়ে কানা মামা ভালো) 2 অভাবে পীড়িত (নাইঘরে খাঁই)। [সং. নাস্তি > প্রাকৃ. নাত্থি > হি. নাহি]। 1st person present simple tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। 1st person present imperative tense of নাওয়া: নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ~নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
Off by 3 letters:
আনাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of আনানো: আনানো – to have brought

1st person present imperative tense of আনানো:
আনানো – to have brought

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of আনানো: আনানো [ ānānō ] v to cause to be brought or fetched. 1st person present imperative tense of আনানো: আনানো [ ānānō ] v to cause to be brought or fetched.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of আনানো: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত। 1st person present imperative tense of আনানো: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
কিনা definitions

Bangla-Tangla Dictionary
কিনা – or not?

shadhu verbal noun of কেনা:
কেনা – to buy

shadhu 2nd person intimate present imperative tense of কেনানো:
কেনানো – to cause to buy

Samsad Bengali-English Dictionary
কিনা2, কি না [ kinā2, kinā ] adv whether or not, if (সে যাবে কি না ঠিক নেই); a meaningless word, used to emphasize or sweeten one's speech (বুঝলে কিনা).
Samsad Bangla Abhidhan
কিনা1 [ kinā1 ] অব্য. যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে) [কি না দ্র]। কেনাবেচা [ kēnābēcā ] দ্র কিনা2
কিনাইও definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary future imperative tense of কেনানো: কেনানো – to cause to buy
কিনাইত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of কেনানো: কেনানো – to cause to buy
কিনাইব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person future tense of কেনানো: কেনানো – to cause to buy
কিনাইল definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past simple tense of কেনানো: কেনানো – to cause to buy
চিকনাই definitions

Samsad Bengali-English Dictionary
চিকনাই, চেকনাই [ cikanāi, cēkanāi ] n brightness; glow; glaze, gloss, lustre.
চিনা definitions

Bangla-Tangla Dictionary
shadhu verbal noun of চেনা: চেনা – to know (a person), to recognize
Samsad Bengali-English Dictionary
চিনা1, চেনা [ cinā1, cēnā ] v to recognize; to be acquainted with; to know; to identify (লাশ চেনা); to choose or differentiate (ভালমন্দ চেনা); to learn (অক্ষর চেনা). ☐ a. acquainted; known; learnt; familiar. ~নো, ~নো v. to make one acquainted with, to introduce; to cause to know; to enable to chose or differentiate; to teach. চেনাচিনি act of being acquainted. চেনাপরিচয়, চেনাশুনা n. acquaintance.
Samsad Bangla Abhidhan
চিনা, চেনা [ cinā, cēnā ] বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। ☐ বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন > বাং. চিন + আ]। ~চিনি বি. পরস্পর পরিচয়। ~নো ক্রি. বি. পরিচিত করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~পরিচয়, ~শুনা, (কথ্য) ~শোনা বি. আলাপপরিচয়। চীনা1, চিনা1 [ cīnā1, cinā1 ] বি. ক্ষুদ্র ধানবিশেষ। ~বাদাম চিনাবাদাম -এর বানানভেদ। [তা. তেলু. চিন্না (=ক্ষুদ্র)]। চীনা2, চিনা2 [ cīnā2, cinā2 ] বি. চীনদেশের অধিবাসী। ☐ বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ~মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. চেনা, চেনাচিনি, চেনানো, চেনা পরিচয় [ cēnā, cēnācini, cēnānō, cēnā paricaẏa ] দ্র চিনা shadhu verbal noun of চেনা: চিনা, চেনা [ cinā, cēnā ] বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। ☐ বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন > বাং. চিন + আ]। ~চিনি বি. পরস্পর পরিচয়। ~নো ক্রি. বি. পরিচিত করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~পরিচয়, ~শুনা, (কথ্য) ~শোনা বি. আলাপপরিচয়।
ছিনতাই definitions

Bangla-Tangla Dictionary
ছিনতাই – snatching theft (+ করা = to steal by snatching)
Samsad Bengali-English Dictionary
ছিনতাই [ chinatāi ] n theft or appropriation by snatching.
Samsad Bangla Abhidhan
ছিনতাই [ chinatāi ] দ্র ছিনা3 ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
ছিনতাই [ chinatāi ] দ্র ছিনা3 ছিনা1 [ chinā1 ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ~জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক। ছিনা2 [ chinā2 ] বি. 1 বুক, বক্ষঃস্থল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]। ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)। 2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনাইও definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary future imperative tense of ছিনানো: ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
shadhu 2nd person ordinary future imperative tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person ordinary future imperative tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনাইত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of ছিনানো: ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনাইব definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person future tense of ছিনানো: ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
shadhu 1st person future tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
shadhu 1st person future tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।

Processing time: 0.82 s