ঠোকাঠুকি definitions

Bangla-Tangla Dictionary
ঠোকাঠুকি – repeated hitting on the head, banter
Samsad Bengali-English Dictionary
ঠুকা, ঠোক [ ṭhukā, ṭhōka ] v to hit esp. on the head (হাতুড়ি ঠোকা); to hammer; to drive in by hit ting on the head (পেরেক ঠুকছে); to strike against, to knock, to rap (মাথা ঠোকা, গোড়ালি ঠোকা, লাঠি ঠোকা); to slap noisily (তাল ঠোকা); to beat or thrash, to scold or reprimand (লোকটাকে ঠুকে দিয়ো). ☐ n. a knock or impact; beating or thrashing, scolding or reprimanding. ঠুকাঠুকি, ঠোকাঠুকি n. repeated striking (on the head); repeated (slight) collision or quarrel; mutual bantering.
Samsad Bangla Abhidhan
ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক < ঠক]। ~ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। ঠোকর, ঠোকরা, ঠোকরানো, ঠোকা, ঠোকাঠুকি [ ṭhōkara, ṭhōkarā, ṭhōkarānō, ṭhōkā, ṭhōkāṭhuki ] যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ।

Processing time: 0.41 s