Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of ঠেলা:
ঠেলা – [verb] to push, [noun] push
perfective participle of ঠেলা:
ঠেলা
– [verb] to push, [noun] push
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of ঠেলা:
ঠেলা [ ṭhēlā ] n a shove, a push (ঠেলা দেওয়া); a difficulty or a difficult task (ঠেলা সামলানো); a hand-cart or a hand-bar row. ☐ a. that which is driven by pushing with hands (ঠেলাগাড়ি). ☐ v. to push, to shove; to ignore or disobey (কথা ঠেলা); to avoid or desert ('না ঠেলহ ছলে অবলা অখলে'); to expel (জাতে ঠেলা). জাতে ঠেলা, সমাজে ঠেলা v. to outcaste, to excommunicate, to boycott socially. ঠেলার নাম বাবাজি (fig.) a cat in a mesh calls the mouse its brother. ~গাড়ি n. a push-cart, a hand-barrow. ~ঠেলি n. mutual or repeated shoving or pushing.
perfective participle of ঠেলা:
ঠেলা [ ṭhēlā ] n a shove, a push (ঠেলা দেওয়া); a difficulty or a difficult task (ঠেলা সামলানো); a hand-cart or a hand-bar row. ☐ a. that which is driven by pushing with hands (ঠেলাগাড়ি). ☐ v. to push, to shove; to ignore or disobey (কথা ঠেলা); to avoid or desert ('না ঠেলহ ছলে অবলা অখলে'); to expel (জাতে ঠেলা). জাতে ঠেলা, সমাজে ঠেলা v. to outcaste, to excommunicate, to boycott socially. ঠেলার নাম বাবাজি (fig.) a cat in a mesh calls the mouse its brother. ~গাড়ি n. a push-cart, a hand-barrow. ~ঠেলি n. mutual or repeated shoving or pushing.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of ঠেলা:
ঠেলা [ ṭhēlā ] বি. 1 ধাক্কা (ঠেলা দেওয়া); 2 বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); 3 সংকট, দায় (ঠেলা সামলানো); 4 হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ☐ ক্রি. 1 ধাক্কা দেওয়া; 2 জোরে আঘাত করে অগ্রসর করানো; 3 অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); 4 বর্জন করা ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.); 5 একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ~গাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ~ঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।
perfective participle of ঠেলা:
ঠেলা [ ṭhēlā ] বি. 1 ধাক্কা (ঠেলা দেওয়া); 2 বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); 3 সংকট, দায় (ঠেলা সামলানো); 4 হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ☐ ক্রি. 1 ধাক্কা দেওয়া; 2 জোরে আঘাত করে অগ্রসর করানো; 3 অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); 4 বর্জন করা ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.); 5 একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ~গাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ~ঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।