ঠিকাদার definitions

Bangla-Tangla Dictionary
ঠিকাদার – contractor
Samsad Bengali-English Dictionary
ঠিকাদার [ ṭhikādāra ] n a contractor. ঠিকাদারি n. contrac torship. ☐ a. relating to contract work. genitive of older brother ঠিকা: ঠিকা [ ṭhikā ] a employed for part-time or casual service, hired, part-time (ঠিকা ঝি); temporary (ঠিকা চাকরি); holding possession temporarily for a fixed period (ঠিকা প্রজা); hired, hackney (ঠিকা গাড়ি); that which is done on contract or on piece-system (ঠিকা কাজ). ☐ n. a work done by contract, a contract (ঠিকা পাওয়া); a sub-contract; lease (জমি ঠিকা নেওয়া). ঠিকা কাজ a piece-work; a temporary job; a part-time job. ঠিকা গাড়ি a hackney-coach, a hackney-carriage. ঠিকা চাকর a hired servant; a hireling. ঠিকা ঝি a hired maidservant, a char woman. ঠিকা প্রজা a temporary tenant. ঠিকা মজুর a hired or casual labour or a hireling.
Samsad Bangla Abhidhan
ঠিকা, (কথ্য) ঠিকে [ ṭhikā, (kathya) ṭhikē ] বিণ. 1 নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); 3 নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। ☐ বি. 1 কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ~দার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ~দারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। ☐ বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)। genitive of older brother ঠিকা: ঠিকা, (কথ্য) ঠিকে [ ṭhikā, (kathya) ṭhikē ] বিণ. 1 নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); 3 নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। ☐ বি. 1 কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ~দার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ~দারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। ☐ বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)।

Processing time: 0.4 s