টোকা definitions

Bangla-Tangla Dictionary
টোকা – tap (eg, with a finger) (+ মারা = to tap)
Samsad Bengali-English Dictionary
টোকা2 [ ṭōkā2 ] n a flip, a fillip; a tap. টোকা মারা, টোকা দেওয়া v. to flip, to fillip; to tap. টোকা3 [ ṭōkā3 ] n a farmer's field-hat, a large straw-made covering for the head to protect it from the sun and rain, a covering for the head made of palm leaves or straw and shaped like a slouch-hat.
Samsad Bangla Abhidhan
টুকা1, টোকা1 [ ṭukā1, ṭōkā1 ] ক্রি. 1 দোষের উল্লেখ করা; 2 তিরস্কার করা (কথায় কথায় লোককে টোকে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ টোক]। টুকা2, টোকা2 [ ṭukā2, ṭōkā2 ] ক্রি. 1 লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); 2 নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); 3 অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~টুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]। টোকা2 [ ṭōkā2 ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। টোকা3 [ ṭōkā3 ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।

Processing time: 0.41 s