Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 2 letters:
-টে definitions
Samsad Bangla Abhidhan
-টিয়া2, -টে [ -ṭiẏā2, -ṭē ] বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে।
3rd person ordinary present simple tense of ঘটা:ঘটা – to happen (eg, an event)perfective participle of ঘটা:ঘটা – to happen (eg, an event)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of ঘটা:ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করেadv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানোv. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.perfective participle of ঘটা:ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করেadv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানোv. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of ঘটা:ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।perfective participle of ঘটা:ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।
চটে definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of চটা:চটা – to breakperfective participle of চটা:চটা – to break3rd person ordinary present simple tense of চটা:চটা – to feel miffedperfective participle of চটা:চটা – to feel miffed
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of চটা:চটা2 [ caṭā2 ] v to break into a chink or chinks, to crack, to split; to be broken or spoiled (ঘুম চটা, বন্ধুত্ব চটা). চটানোv. to cause to break into a chink or chinks, to crack, to split; to cause to break or be spoiled, to break or spoil.3rd person ordinary present simple tense of চটা:চটা3 [ caṭā3 ] v to get angry; to be offended. চটানোv. to make angry; to offend.perfective participle of চটা:চটা2 [ caṭā2 ] v to break into a chink or chinks, to crack, to split; to be broken or spoiled (ঘুম চটা, বন্ধুত্ব চটা). চটানোv. to cause to break into a chink or chinks, to crack, to split; to cause to break or be spoiled, to break or spoil.perfective participle of চটা:চটা3 [ caṭā3 ] v to get angry; to be offended. চটানোv. to make angry; to offend.3rd person ordinary present simple tense of চটা:চটা2 [ caṭā2 ] v to break into a chink or chinks, to crack, to split; to be broken or spoiled (ঘুম চটা, বন্ধুত্ব চটা). চটানোv. to cause to break into a chink or chinks, to crack, to split; to cause to break or be spoiled, to break or spoil.3rd person ordinary present simple tense of চটা:চটা3 [ caṭā3 ] v to get angry; to be offended. চটানোv. to make angry; to offend.perfective participle of চটা:চটা2 [ caṭā2 ] v to break into a chink or chinks, to crack, to split; to be broken or spoiled (ঘুম চটা, বন্ধুত্ব চটা). চটানোv. to cause to break into a chink or chinks, to crack, to split; to cause to break or be spoiled, to break or spoil.perfective participle of চটা:চটা3 [ caṭā3 ] v to get angry; to be offended. চটানোv. to make angry; to offend.
ট [ ṭ ] n the eleventh consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
ট [ ṭ ] বাংলা বর্ণমালার একাদশ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ট্-ধ্বনির দ্যোতক।
টলে definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of টলা:টলা – [verb]perfective participle of টলা:টলা – [verb]
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of টলা:টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানোv. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect.perfective participle of টলা:টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানোv. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of টলা:টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।perfective participle of টলা:টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
টেক definitions
Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of টেকনো:টেকনো – to make something last2nd person ordinary present simple tense of টেকা:টেকা – to last, to continue
Samsad Bangla Abhidhan
টেক [ ṭēka ] দ্র ট্যাঁক।
টেপ definitions
Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of টেপা:টেপা – to press (eg, a button)
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present simple tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] v to press; to massage; to pinch; to squeeze; to wink (চোখ টিপছে); to caution or warn furtively (তাকে টিপে দিয়ো যেন টাকা না দেয়); to place or put noiselessly or cautiously (পা টিপে চলা). ☐ a. that which is to be opened and shut or operated by means of pressing (টেপা কল). কল টেপাv. (fig.) to direct others from behind the curtain. চোখ টেপাv. to wink; to give a hint or warn by winking. নাড়ি টেপাv. to feel (one's) pulse. টিপে চলাv. (fig.) to spend cautiously.
Samsad Bangla Abhidhan
টেপ [ ṭēpa ] বি. 1 ফিতা; 2 টেপরেকর্ডার (খুব জোরে টেপ চলিয়েছে); 3 ছোট মেয়েদের জামাবিশেষ, tape-frock. [ইং. tape]।2nd person ordinary present simple tense of টেপা:টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্থাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ~টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ~নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
টের definitions
Bangla-Tangla Dictionary
টের – feeling, perception (+ পাওয়া = to feel, to perceive)
Samsad Bengali-English Dictionary
টের1 [ ṭēra1 ] n feeling, sensation; awareness; intimation. টের পাওয়াv. to feel (ব্যথা টের পাওয়া, মনে টের পাওয়া); to sense; to be aware of (বিপদ টের পাওয়া).টের2 [ ṭēra2 ] n a bend; a side, an extremity; a corner; a position removed from company (একটেরে পড়ে থাকা).
Samsad Bangla Abhidhan
টের1 [ ṭēra1 ] বি. 1 অনুভূতি, বোধ (ব্যথা টের পাওয়া); 2 জ্ঞান, সংবাদ (বিপদ টের পাওয়া); 3 সন্ধান, হদিশ (সে কোথায় গেল কেউ টের পেল না)। [হি. টের=আহ্বান, আওয়াজ]।টের2 [ ṭēra2 ] বি. 1 বাঁক; 2 প্রান্ত, কোণ, অন্যের কাছ থেকে দূরে একান্ত স্থান (একটেরে পড়ে আছি)। [সং. তির্যক্]।
দেখ definitions
Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of দেখা:দেখা – to see, to look
Samsad Bengali-English Dictionary
দেখ [ dēkha ] v. int I say, mind, take care.2nd person ordinary present simple tense of দেখা:দেখা [ dēkhā ] v to see, to behold, to view, to notice, to espy; to look (at); to visit (চিড়িয়াখানা দেখতে যাব); to experience directly (দেখে শেখা); to judge or consider (অবস্থা দেখা); to examine (পরীক্ষার খাতা দেখা); to observe (যুদ্ধের গতি দেখা); to inspect (অডিটর হিসাব দেখবেন); to feel (নাড়ি দেখা); to attend on or nurse (অসুস্থ লোকটিকে দেখা); to attend to, to look after (জমিজমা দেখা); to treat (এ রোগীকে কোন ডাক্তার দেখছে); to witness (থিয়েটার দেখা, খেলা দেখা); to search (চাকরি দেখা); to come across, to meet (পথে একটা পাগল দেখলাম); to read through (বইয়ের শেষ পাতা দেখো); to think (ছেলেটা বকে গেছে দেখছি); to endeavour, to try (আর দেখে লাভ কি-এ রোগী বাঁচবে না); to think over (ভেবে দেখা); to take to or follow (নিজের পথ দেখো); to wait (আর খানিকক্ষণ দেখি হয়তো সে আসবে). ☐ a. seen, beheld, viewed, noticed, espied; visited; experienced; examined; inspected; read. দেখতে কুৎসিত ugly to look at, ugly-looking. দেখতে ভাল, দেখতে সুন্দর good or beautiful to look at, good-looking; beautiful, handsome. দেখতে-দেখতেadv. very soon; within a short while; in an instant; gradually. দেখা করাv. to call on, to see. দেখা যাক let me or let us try; let us wait. দেখাদেখিn. mutual seeing or meeting ord visits (তাদের দেখাদেখি নেই, মুখ দেখাদেখি); an act of copying from another's paper by adoption of unfair means (as by ex aminees). ☐ adv. in imitation of (বাপের দেখাদেখি ছেলেও মদ ধরল). দেখানোv. to cause to see; to show; to point out; to demonstrate; to exhibit; to display; to cause to experience directly (মজা দেখানো); to cause to examine or inspect; to cause to feel; to cause to treat; to take (to) for enjoyment; to bear the expenses of (থিয়েটার দেখানো). দেখানিয়া, দেখানেa. (chiefly used as a sfx.) ostentatiously formal; showy, ostentatious; pretended, affected. ~শোনা, ~শুনাn. act of looking after; attendance; supervision; direct experience (এ জীবনে অনেক দেখাশুনা হল); examination or inspection (অনেক দেখা-শোনার পর সে মালটা কিনল); a visit esp. for examination or negotiation (পাত্রপক্ষ দেখাশোনা করে গেছে); meeting (দুজনে দেখাশোনা নেই). দেখাশোনা করাv. to look after; to attend to or on; to super vise; to examine or inspect; to visit esp. for examination or negotiation; to meet or visit mutually. ~সাক্ষাৎn. meeting or visits; continuous or repeated visits; a visit for negotiation of a marriage. দেখে শুনেadv. from what one has seen or experienced. দেখে শেখাv. to learn from experience; to learn from example; to learn in imitation of.
Samsad Bangla Abhidhan
দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।2nd person ordinary present simple tense of দেখা:দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।2nd person ordinary present simple tense of দেখা:দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্থাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ~দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাৎকার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ~নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ~শুনা, ~শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ~সাক্ষাৎ বি. পরস্পর সাক্ষাৎ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।
নটে definitions
Samsad Bengali-English Dictionary
নটে [ naṭē ] n a kind of pot-herb or spinach having different species.
বটে [ baṭē ] int just so (তাই বটে) ; exactly (বটেই তো) ; is it (বটে, এমন কথা?) ; well (কী বলছ বটে) ; (sarcas.) no doubt (বীরেরাই পালায় বটে ; take care (বটে রে). বটে বটে oh yes, just so, there you are.
Samsad Bangla Abhidhan
বটে [ baṭē ] অব্য. 1 (অবধারণার্থক) সত্যই, প্রকৃতই (ঠিক বটে, তাই বটে); 2 (সন্দেহসূচক বা বিস্ময়সূচক প্রশ্নে) তাই নাকি ? (বটে?); 3 পক্ষান্তরে, যদিও ('রমণীর প্রাণ অনেক সহিতে পারে বটে, তবু/তারো সীমা আছে': দ্বি. রা.); 4 ব্যঙ্গে (বীর বটে?); 5 শাসনে বা ভয় প্রদর্শনে (বটে রে, এক আস্পর্ধা)। [বটা দ্রা]।
ভেখ definitions
Samsad Bengali-English Dictionary
ভেখ [ bhēkha ] n asceticism, ascesis; Vaishnava asceticism; the garb of an ascetic esp. of a Vaishnava ascetic; disguise; simulation. ভেখ ধরাv. to take to asceticism esp. Vaishnava asceticism; to put on the garb of an ascetic esp. of a Vaishnava ascetic (also ভেখ নেওয়া); to assume a disguise; to simulate. ~ধারীn. an ascetic; a Vaishnava ascetic; a disguised person; a hypocrite.
রটে definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of রটা:রটা – to be spread (eg, a rumor, news)perfective participle of রটা:রটা – to be spread (eg, a rumor, news)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of রটা:রটা [ raṭā ] v to be in circulation, to circulate; to be made public. রটানোv. to circulate; to make public. যা রটে তার কিছু বটে (fig.) there is some truth in a rumour. রটিতa. circulated, made public, noised abroad, reported.perfective participle of রটা:রটা [ raṭā ] v to be in circulation, to circulate; to be made public. রটানোv. to circulate; to make public. যা রটে তার কিছু বটে (fig.) there is some truth in a rumour. রটিতa. circulated, made public, noised abroad, reported.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of রটা:রটা [ raṭā ] বি. ক্রি. 1 প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); 2 বলা ('রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে': রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 প্রচার করা ('মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে': রবীন্দ্র); 2 (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।perfective participle of রটা:রটা [ raṭā ] বি. ক্রি. 1 প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); 2 বলা ('রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে': রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 প্রচার করা ('মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে': রবীন্দ্র); 2 (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।
রেখ definitions
Samsad Bangla Abhidhan
রেক1, রেখ2 [ rēka1, rēkha2 ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ। [দেশি]।
লেখ definitions
Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of লেখা:লেখা – to write
Samsad Bengali-English Dictionary
লেখ [ lēkha ] n a piece of writing; an epistle, a letter; a graph.
Samsad Bangla Abhidhan
লেখ [ lēkha ] বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। ~মালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।2nd person ordinary present simple tense of লেখা:লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্থাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।
শেখ definitions
Bangla-Tangla Dictionary
শেখ – Sheikh [surname]2nd person ordinary present simple tense of শেখা:শেখা – to learn
Samsad Bengali-English Dictionary
শেখ [ śēkha ] n (Mus.) a Sheik(h).
Samsad Bangla Abhidhan
শেখ [ śēkha ] বি. 1 স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; 2 সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]।
হটে definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of হটা:হটা – [verb]perfective participle of হটা:হটা – [verb]
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of হটা:হটা [ haṭā ] v to move backwards or aside; to re treat; to evade an obligation or under taking, to back out; to withdraw; to be defeated. হটানোv. to cause to move backwards or aside; to repel; to cause to retreat or back out or withdraw; to defeat.perfective participle of হটা:হটা [ haṭā ] v to move backwards or aside; to re treat; to evade an obligation or under taking, to back out; to withdraw; to be defeated. হটানোv. to cause to move backwards or aside; to repel; to cause to retreat or back out or withdraw; to defeat.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of হটা:হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাৎপদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ~নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাৎপদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।perfective participle of হটা:হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাৎপদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ~নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাৎপদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।