টেকা definitions

Bangla-Tangla Dictionary
টেকা – to last, to continue
Samsad Bengali-English Dictionary
টিকা4, টেকা [ ṭikā4, ṭēkā ] v to stay (ঘরে টেকা); to last (ঘড়িটা টিকবে); to endure or survive (ধোপে টেকা); to stand test or scrutiny (যুক্তি টেকা); to remain alive or continue to live (এ রোগী টিকবে না).
Samsad Bangla Abhidhan
টিকা4, টেকা [ ṭikā4, ṭēkā ] বি. ক্রি. 1 থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না); 2 স্থায়ী হওয়া (এ জুতো টিকবে?); 3 বজায় থাকা (ধোপে টিকবে না); 4 বাঁচা (রোগী কতক্ষণ টিকবে?)। [হি. √ টিক]। ~নো ক্রি. বি. স্থায়ী করা, বজায় রাখা; স্বীকৃত বা গৃহীত করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। টেকা [ ṭēkā ] দ্র টিকা4

Processing time: 0.4 s