ঝোলে definitions

Bangla-Tangla Dictionary
locative of ঝোল: ঝোল – light stew or the liquid part of a light stew

3rd person ordinary present simple tense of ঝোলা:
ঝোলা – to hang

Samsad Bengali-English Dictionary
locative of ঝোল: ঝোল [ jhōla ] n broth, juice, soup. 3rd person ordinary present simple tense of ঝোলা: ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] v to be hung, to hang, to be suspended in the air; (hum.) to be hanged; to swing; to incline towards, to lean to, to tend to; to be still in action, still hanging fire (মামলা ঝুলছে). ঝুলা-ঝুলি, ঝুলোঝুলি n. (rare) repeated or continuous swinging; earnest solicitation (for some length of time). ঝুলানো v. to hang, to suspend in the air; (hum.) to hang by the neck; to suspend or adjourn; to keep in suspense.
Samsad Bangla Abhidhan
locative of ঝোল: ঝোল [ jhōla ] বি. তরল ব্যঞ্জনবিশেষ; জুল, সুপ। [দেশি]। 3rd person ordinary present simple tense of ঝোলা: ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] ক্রি. বি. 1 লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); 2 দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); 3 পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ~ঝুলি বি. 1 বারবার বা ক্রমাগত ঝোলা; 2 ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ~নো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 0.42 s