ঝাড় definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of ঝাড়া: ঝাড়া – to dust, to empty (especially by shaking upside down), to offload
Samsad Bengali-English Dictionary
ঝাড় [ jhāṛa ] n a bush, a thicket (ঝোপঝাড়); a cluster, a clump (বাঁশঝাড়, গোলাপঝাড়); a race or family (শয়তানের ঝাড়); a chandelier (বেলোয়ারি ঝাড়). ~বাঁধা a. growing in clusters bunches or dumps. ঝাড়ে-বংশে adv. to the last member of the family, not excluding a single member of the family, one and all of the family. ঝাড়ে-মূলে adv. root and branch. 2nd person ordinary present simple tense of ঝাড়া: ঝাড়া [ jhāṛā ] v to thresh or beat out grain from (corn etc.) to separate chaff from grain, to winnow (চাল ঝাড়া); to dust, to brush, to remove dust or dirt by shaking or with a piece of cloth or some sort of duster; to empty or re move contents of (bags etc.), to shake out contents of vessels, bags etc. (ঝুলি ঝাড়া); to throw brickbats or other missiles (মাথার ইট ঝাড়া); to show ill-temper, to vent one's spleen (গায়ের ঝাল ঝাড়া); to exorcise (ভূত ঝাড়া). ☐ a. threshed or winnowed or cleaned (ঝাড়া চাল). ☐ n. threshing or winnowing; dusting and cleaning, brushing; emptying contents of. ঝাড়া দুই ঘন্টা for full two hours, for two hours at a stretch. ঝাড়পোঁছ n. sweeping and cleaning. ঝাড়াপোঁছা same as ঝাড়পোঁছ । ঝাড়ফুঁক n. exorcising of evil spirit by uttering charms and incantations. ঝাড়ানো v. to cause to thresh and winnow, to expel evil spirit etc., to exorcise.
Samsad Bangla Abhidhan
ঝাড়1 [ jhāṛa1 ] বি. 1 ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); 2 গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); 3 বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)। [সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]। ঝাড়2 [ jhāṛa2 ] বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]। রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্থ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। ☐ বিণ. 1 শোণিতবৎ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ~আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ~ বি. 1 রক্ত 2 লাল কাপড়। ~কমল বি. লালপদ্ম, কোকনদ। ~করবী বি. লাল রঙের করবীফুল। ~ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ~গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ~চক্ষু রক্তআঁখি -র অনুরূপ। ~চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ~জবা বি. লাল রঙের জবাফুল। ~জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। ☐ বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ~দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ~নিশান বি. লাল পতাকা। ~নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ~পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ~প, ~পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ~পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ~পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ~পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ~পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ~প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ~প্রবাল বি. লাল রঙের প্রবাল। ~বমন, ~বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ~বর্ণ বি. রক্তের মতো লাল রং। ☐ বিণ. ঘোর লাল রঙের। ~বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ~বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্থূল শরীর। ~মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ~রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ~শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাৎ করা। ~স্রোত বি. রক্তের প্রবাহ। ~হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ~হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। ☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্থা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোৎ-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 2nd person ordinary present simple tense of ঝাড়া: ঝাড়া [ jhāṛā ] ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবৎ, সম্পূর্ণ (ঝাড়া মুখস্থ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুৎকার প্রভৃতি। ~ বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ~ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ~নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই।

Processing time: 1.19 s