Bangla-Tangla Dictionary
ঝাঁটা – broom
definitive of ঝাঁ:
ঝাঁ
– [interjection] indicates speediness (+ করে = speedily)
Samsad Bengali-English Dictionary
ঝাঁটা [ jhān̐ṭā ] n a broom; a besom. ~খেকো a. (in abuses) accustomed to be flogged with a broom; contemptible. ~নো v. to sweep. ~পেটা n. a flogging with a broom, a stroke with a broom. ঝাঁটা মারা v. to flog with a broom. ঝাঁটার বাড়ি n. a stroke with or of a broom.
definitive of ঝাঁ:
ঝাঁ [ jhā ] int expressing great swiftness. ঝাঁ করে very swiftly, in a jiffy, in a moment.
Samsad Bangla Abhidhan
ঝাঁট [ jhān̐ṭa ] বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সম্মার্জন ('সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট: য. সে.)। [ঝাঁটা দ্র]। ঝাঁট দেওয়া ক্রি. বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা।
ঝাঁটা [ jhān̐ṭā ] বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ☐ ক্রি. ঝাঁটানো। [দেশি]। ~খেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ~নো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে। ~পেটা বি. ঝাঁটার প্রহার।
definitive of ঝাঁ:
ঝাঁ [ jhā ] অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। ☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।