ঝলসাচ্ছে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present continuous tense of ঝলসানো: ঝলসানো – to roast, to scorch
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present continuous tense of ঝলসানো: ঝলসানো [ jhalasānō ] v to daze or be dazed (চোখ ঝলসানো); to dazzle (হীরেখানা ঝলসাচ্ছে); to scorch or be scorched, to singe or become singed (আগুনে ঝলসানো); to brown (রোদে গাছপালা ঝলসানো). ☐ a. dazed; dazzling; scorched, singed; browned. ঝলসানি n. daze or dazing; dazzle or dazzling; scorched or singed state; act of scorching or singeing; browned state or browning.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present continuous tense of ঝলসানো: ঝলসা [ jhalasā ] ক্রি. ঝলসানো। [সং. √ জ্বল। হি ঝল্সানা-তু. হি. জলুস]। ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্থা। ~নো ক্রি. 1 ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো); 2 অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। [বাং. √ ঝলসা + নো]। ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।

Processing time: 0.4 s