ঝর্না definitions

Bangla-Tangla Dictionary
ঝর্না[variant of ঝরনা]; waterfall, fountain

negative of 2nd person intimate present imperative tense of ঝরা:
ঝরা – to shed, to shed in drops (eg, sweat)

Samsad Bengali-English Dictionary
negative of 2nd person intimate present imperative tense of ঝরা: ঝরা [ jharā ] v to fall in drops; to ooze, to exude; to fall; to be shed (গাছের পাতা ঝরা); to cast off or moult (পাখির পালক ঝরা); to run (সর্দিতে নাক ঝরা). ঝরানো v. to cause to fall in drops; to cause to ooze or exude; to cause to fall; to shed; to cast off, to moult; to cause to run.
Samsad Bangla Abhidhan
negative of 2nd person intimate present imperative tense of ঝরা: ঝরা [ jharā ] ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ~নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

Processing time: 0.39 s