ঝরঝর definitions

Bangla-Tangla Dictionary
ঝরঝর – steady stream of drops such as tears or a waterfall (+ করে বৃষ্টি = steady rain)
Samsad Bengali-English Dictionary
ঝরঝর [ jharajhara ] int expressing the state or sound of rapid and continuous falling in small drops of minute particles (ঝরঝর করে বৃষ্টি বা বালি পড়া, ঝরঝর করে কাঁদা). ☐ adv. in incessant flow or falling ('ঝরঝর বরিষে বারিধারা). ঝরঝরে a. neat and clean (ঝরেঝরে ঘর); neat (ঝরঝরে কাজ); neat. and legible (ঝরঝরে ছাপা, ঝরঝরে লেখা); refreshed or freed from morbidity (দেহটা ঝরঝরে লাগছে); freed from moisture (ঝরঝরে ভাত); dilapidated (বাড়িখানার ঝরঝরে অবস্থা); in utter ruin. পরকাল ঝরঝরে করা v. to spoil one's life, to spoil one's future; to deprave utterly. ঝুরঝুর [ jhurajhura ] int expressing the state or sound (milder than ঝরঝর) of rapid and pro fuse falling in drizzles or in minute particles (ঝুরঝুর করে বৃষ্টি বা বালি পড়া); the state or sound of blowing gently (ঝুরঝুর করে বাতাস বওয়া). ঝুরঝুরে a. drizzling (ঝুরঝুরে বৃষ্টি); freed from moisture (ঝুরঝুরে বালি, ঝুরঝুরে ভাত); gently blowing (ঝুরঝুরে বাতাস).
Samsad Bangla Abhidhan
ঝরঝর [ jharajhara ] বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ☐ ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্থ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। ঝুর-ঝুর [ jhura-jhura ] বি. মৃদু ঝরঝর শব্দ (চূন-বালি ঝুরঝুর করে পড়ছে)। ঝুর-ঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)। [ঝরঝর দ্র]। ঝুরু-ঝুরু [ jhuru-jhuru ] ক্রি-বিণ. ঝুরঝুর শব্দে, ঝুরঝুর করে ('ঝুরুঝুরু বায়ু বহে যায়': রবীন্দ্র; ঝুরুঝুরু বালি ঝরছে)। [ঝরঝর দ্র]।

Processing time: 2.59 s