ঝমঝম definitions

Bangla-Tangla Dictionary
ঝমঝম – (+ করে বৃষ্টি, + এ + বৃষ্টি = downpour)
Samsad Bengali-English Dictionary
ঝমঝম [ jhamajhama ] int expressing a loud jingling sound as of anklets; a loud pattering sound as of rain falling in torrents. ঝমঝম করা v. to jingle. ঝমরঝমর int. ex pressing a very loud jingling noise as of anklets. ঝমাঝম adv. with a loud jingling noise (ঝমাঝম মল বাজে); noisily in torrents (ঝমঝম বৃষ্টি পড়ছে).
Samsad Bangla Abhidhan
ঝম-ঝম [ jhama-jhama ] বি. 1 বৃষ্টি পড়ার শব্দ; 2 মল নূপুর প্রভৃতি পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]। ঝমর-ঝমর বি. মল নূপুর ইত্যাদির জোর এবং ক্রমাগত শব্দ। ঝম-ঝমিয়ে ক্রি-বিণ. ক্রমাগত প্রবল ভাবে ঝমঝম শব্দে (ঝমঝমিয়ে বৃষ্টি পড়া)। ঝমাঝম ক্রি-বিণ. ক্রমাগত প্রবলভাবে ঝমঝম শব্দে (ঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমাঝম বাজনা বাজে)।

Processing time: 0.39 s