জড়ানো definitions

Bangla-Tangla Dictionary
জড়ানো – to hug, to wrap, to implicate
Samsad Bengali-English Dictionary
জড়ানো [ jaṛānō ] v to embrace; to hug; to grasp or grapple (as in a scuffle); to wrap (কাগজ দিয়ে জড়ানো); to surround; to roll up (লাটাইয়ে সুতো জড়ানো); to intertwine; to form into a tangle; to entangle; to mess up or be messed up; to become con fused (কথা জড়ানো); to involve or to be involved, to implicate or be implicated. ☐ a. embraced; hugged; grasped; grappled; wrapped; surrounded; rolled up; intertwined; formed into a tangle; messed up; confused; involved or implicated in.
Samsad Bangla Abhidhan
জড়ানো [ jaṛānō ] ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]।

Processing time: 0.39 s