জ্যোতিকে definitions

Bangla-Tangla Dictionary
objective of জ্যোতি: জ্যোতি – Jyoti [name]
Samsad Bengali-English Dictionary
objective of জ্যোতি: জ্যোতি [ jyōti ] n light; lustre, glow; a star or planet; the sun; sight (চোখের জ্যোতি হারানো). জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান n. astronomy; astrology. জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা a. versed in astronomy or astrology. ☐ n. an astronomer; an astrologer. জ্যোতির্মণ্ডল n. the luminous or celestial sphere, the (astronomical) zodiac; stars and planets collectively. জ্যোতির্ময় a. luminous, radiant, bright. fem. জ্যোতির্ময়ী । জ্যোতিঃশাস্ত্র n. astronomy. জ্যোতিশ্চক্র n. the (astronomical or astrological) zodiac; a halo. জ্যোতিঃস্রোত n. a stream of (heavenly or divine) light.
Samsad Bangla Abhidhan
objective of জ্যোতি: জ্যোতি [ jyōti ] (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুৎ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্থিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ীজ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল।

Processing time: 0.44 s