জ্ঞানে definitions

Bangla-Tangla Dictionary
locative of জ্ঞান: জ্ঞান – knowledge, consciousness
Samsad Bengali-English Dictionary
locative of জ্ঞান: জ্ঞান [ jñāna ] n wisdom; knowledge, enlightenment, light; intelligence, information; understanding, cognition; consciousness (জ্বরের ঘোরে জ্ঞান হারানো); feeling, sense, sensation (ক্ষুধাতৃষ্ণাজ্ঞান); consideration, judgement (তৃণসম জ্ঞান); discretion (ভালোমন্দ জ্ঞান); learning, experience; philosophical knowledge, realization; command of fundamentals (তত্বজ্ঞান); (theol. & phil.) gnosis. জ্ঞান করা v. to regard, to count; to consider; to feel; to conceive; to resuscitate. জ্ঞান দেওয়া v. to impart knowledge, to enlighten; to make wise; (fig.) to open one's eyes; (coll.) to put one wise, to wise up; to teach. জ্ঞান পাওয়া v. to earn knowledge, to be enlightened; to be come wise; (fig.) to have one's eyes opened; (coll.) to wise up, to be taught; to regain one's consciousness. জ্ঞান হওয়া v. to regain one's consciousness; to be wise; to grow in wisdom. জ্ঞান হারানো v. to swoon; to lose one's sense, to be beside oneself (ক্রোধে জ্ঞান হারানো). ~কাণ্ড n. the philosophical or epistemo logical portion of the Vedas; (coll.) intelligence and discretion, common sense. ~কৃত a. deliberate, wilful. ~গম্য a. cognizable, knowable. ~গম্যি n. (coll.) intelligence and discretion, common sense. ~গর্ভ a. full of knowledge and wisdom; imparting knowledge and wisdom, enlightening, instructive. ~গোচর a. lying within the range of knowledge, knowable. জ্ঞানগোচর হওয়া v. to come within the range of knowledge, to become know able or cognizable. ~চক্ষু n. knowledge conceived as sight, enlightened eyes; awareness; enlightenment. ~জগৎ n. the realm of knowledge. ~ adv. knowingly. ~তৃষ্ণা, ~তৃষা n. thirst for knowledge. ~তৃষ্ণার্ত a. thirsty for knowledge. ~ a. imparting knowledge, enlightening. ~পবন n. (coll.) intelligence and discretion, common sense. ~পাপী a. & n. one who commits sins wilfully or consciously. ~পিপাসা same as ~তৃষ্ণা । ~পিপাসু same as ~তৃষ্ণার্ত । ~বতী fem. of ~বান । ~বাদ n. the doctrine that knowledge is the (only) way to salvation, Gnosticism. ~বাদী a. & n. one who adheres to this doctrine, Gnostic. ~বান a. wise; knowing; learned. ~বিজ্ঞান a. knowledge and science, knowledge general and scientific, (cp.) arts and science; knowledge spiritual and temporal. ~বিরুদ্ধ a. contrary to (one's) knowledge or information. ~বৃদ্ধ a. as venerable as an old man because of one's profound wisdom or knowledge; wise and experienced. ~ব্রত n. ardent search for knowledge. ~ব্রতী a. & n. one who seeks knowledge ardently, deeply devoted to the pursuit of knowledge. fem. ~ব্রতিনী । ~ভাণ্ডার n. a repertory of knowledge and wisdom. ~ময় a. full of knowledge and wisdom. (জ্ঞানময় পুরুষ); imparting knowledge and wisdom, enlightening (জ্ঞানময় জগৎ). ~মার্গ n. knowledge considered as the way to salvation. ~যোগ n. austere search for knowledge in order to attain salvation. ~যোগী a. & n. one who searches for knowledge austerely in order to attain salvation. ~রহিত a. devoid of knowledge; ignorant; foolish; unconscious, swooned. ~লাভ n. attainment of knowledge; regaining of consciousness: (coll.) state of being wised up. জ্ঞানলাভ করা same as জ্ঞান পাওয়া । ~লিপ্সা n. ardent desire for attaining knowledge. ~লিপ্সু a. ardently desirous of attaining knowledge. ~শালী same as ~বান । fem. ~শালিনী । ~শূন্য same as ~রহিত । ~সঞ্চার n. act of bringing back to consciousness; act of regaining consciousness; infusion of knowledge, enlightenment, resuscitation. ~হারা same as ~রহিত । ~হীন same as ~রহিত ।
Samsad Bangla Abhidhan
locative of জ্ঞান: জ্ঞান [ jñāna ] বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ~কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ~কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ~কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্থ, encyclopaedia. ~গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ~গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ~গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ~গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ~চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ~ ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ~তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ~ বিণ. জ্ঞানদায়ক। ~দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ~পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ~পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ~পিপাসা জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ~বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ~বান (-বৎ) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ~বতী। ~বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ~ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। ☐ বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ~যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ~লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ~শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ~শূন্য, ~হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া।

Processing time: 0.4 s