জোয়ান definitions

Bangla-Tangla Dictionary
জোয়ান – carom
Samsad Bengali-English Dictionary
জোয়ান1 [ jōẏāna1 ] n caraway, ptychotis. জোয়ান2 [ jōẏāna2 ] n a young man, a strong or stout man, (pol.) a soldier. ☐ a. young; strong, stout.
Samsad Bangla Abhidhan
জওয়ান [ jōẏāna ] বি. 1 হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); 2 সেনাবাহিনীর যোদ্ধা। ☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান। [ফা. জবান]। জোয়ান দ্র। জোয়ান1 [ jōẏāna1 ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ক্ষুদ্র শস্যবিশেষ। [< সং. যমানী]। জোয়ান2 [ jōẏāna2 ] বি. 1 যুবক; 2 বলবান ব্যক্তি; 3 যোদ্ধা (জোয়ানরা দেশের জন্য লড়ছে)। ☐ বিণ. হৃষ্টপৃষ্ট; বলিষ্ঠ (জোয়ানমর্দ)। [ফা. জবান-তু. সং. যুবন্]।

Processing time: 0.39 s