জোড়া definitions

Bangla-Tangla Dictionary
জোড়া – to join, to pervade, a pair, dual
Samsad Bengali-English Dictionary
জুড়া, জোড়া [ juṛā, jōṛā ] v to join; to add; to affix, to attach; to cement or plaster (ফাটল জোড়া); to yoke or harness (লাঙ্গলে বলদ জোড়া, গাড়িতে ঘোড়া জুড়ল); to begin, to commence (গল্প জোড়া); to spread over, to pervade, to cover (দেশ জোড়া). জোড়া2 [ jōṛā2 ] a two (জোড়া পাঁঠা). ☐ n. a pair, a couple; one of a pair or couple; an equal; a joint or joining (জোড়া খুলে গেছে). জোড়া দেওয়া v. to join.
Samsad Bangla Abhidhan
জুড়া2, জোড়া [ juṛā2, jōṛā ] ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় < সং. √ যোজি]। ~নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]। জোড়া1 [ jōṛā1 ] বিণ. যুগল, দুটি (জোড়া ইলিশ, জোড়া পায়ে লাথি)। ☐ বি. 1 যুগ্ম বস্তু (কাপড়ের জোড়া, একজোড়া কাপড়); 2 জুড়ি, সমকক্ষ বস্তু বা ব্যক্তি (তার জোড়া নেই, সাপের জোড়া); 3 জোড়, সংযোগ (জোড়া লেগে গেছে)। [বাং. জোড় + আ (সং. যুগ্ম)]। জোড়া2 [ jōṛā2 ] বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]।

Processing time: 1.27 s