জেরে definitions

Bangla-Tangla Dictionary
জেরে – because of [postposition]

locative of জের:
জের – effect, result

Samsad Bengali-English Dictionary
locative of জের: জের [ jēra ] n (book-keeping) the balance; (fig.) the smouldering continuity (ঝগড়ার জের). জের টানা v. (book-keeping) to carry over, to bring forward; (fig.) to keep up or drag on. জের মেটানো v. (book-keeping) to balance (account); to pay up arrears; to complete arrears of work; to put out the smouldering embers; to suffer the consequences.
Samsad Bangla Abhidhan
locative of জের: জের [ jēra ] বি. 1 আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); 2 রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. 1 হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; 2 পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। ☐ বি. উক্ত অর্থে।

Processing time: 1.24 s