জেগে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of জাগা: জাগা – to wake up
Samsad Bengali-English Dictionary
perfective participle of জাগা: জাগা [ jāgā ] v to rise from sleep, to wake (ভোরে জাগা); to rise (ঘুম ভেঙে জাগা); to be without sleep (সারারাত জেগেছে); to be inspired ('জাগিয়া উঠেছে প্রাণ'); to occur to, to strike (মনে জাগা). ☐ a. awake. জাগানো v. to rouse from sleep, to awake; to rouse; to keep awake; to in spire; to cause to wake; to remind.
Samsad Bangla Abhidhan
perfective participle of জাগা: জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ~নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.42 s