জীর্ণ definitions

Bangla-Tangla Dictionary
জীর্ণ – dilapidated, ragged
Samsad Bengali-English Dictionary
জীর্ণ [ jīrṇa ] a worn out, decayed, dilapidated (জীর্ণ গ্রন্থ, জীর্ণ অট্টালিকা); impoverished (জীর্ণ দশা); emaciated (জীর্ণ দেহ); eaten away, corroded (জীর্ণ লোহা); digested (জীর্ণ অন্ন); ragged (জীর্ণ বস্ত্র). জীর্ণ করা v. to digest. ~জ্বর chronic fever. ~তা n. worn-out state; dilapidated or impoverished or emaciated state; eaten-away or corroded state; digested state; raggedness. ~শীর্ণ a. emaciated and shrivelled, lean and thin; haggard. ~সংস্কার n. repair. জীর্ণসংস্কার করা v. to repair. জীর্ণা [ jīrṇā ] fem of জীর্ণ ।
Samsad Bangla Abhidhan
জীর্ণ [ jīrṇa ] বিণ. 1 সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); 2 শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); 3 জারিত (জীর্ণ লৌহ); 4 হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. ~তা। ~দশা বি. ভগ্ন অবস্থা। ~সংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।

Processing time: 0.39 s