জীববিদ্যা definitions

Bangla-Tangla Dictionary
জীববিদ্যা – biology
Samsad Bengali-English Dictionary
জীব2 [ jība2 ] n an animal, a creature, an organ ism; life; a corporeal or embodied soul; a living being; the soul of a living or dead being; (sc. & phil.) anything animate. কৃষ্ণের জীব (hum.) an extremely harmless or pitiable person. ~জগৎ n. the animal kingdom, the animal world; the animate world. ~জনি n. biogenesis. ~জন্তু n. animals or creatures. ~তত্ত্ব n. biology, life science. ~তত্ত্বীয় a. biological. ~তাত্ত্বিক a. biological. ☐ n. a biologist. ~বলি n. animal sacrifice. ~বিদ্যা same as ~তত্ত্ব । ~লোক n. the animate world; the world, the earth. ~সংক্রমণ n. metempsychosis, transmigration. ~হত্যা n. killing of animals, killing a living being, animal slaughter. ~হিংসা n. animal slaughter.
Samsad Bangla Abhidhan
জীব2 [ jība2 ] বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ~জগৎ বি. সমগ্র প্রাণীজগৎ, চেতনজগৎ। ~জন্তু বি. নানা জন্তু। ~তারা বি. জীবনরূপ তারা, জীবন। ~ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ~ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ~বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ~বিজ্ঞান, ~বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ~লোক বি. সংসার, মর্তলোক। ~হিংসা, ~হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র।

Processing time: 0.38 s