Off by 2 letters:
জীবন definitions

Bangla-Tangla Dictionary
জীবন – life
Samsad Bengali-English Dictionary
জীবন [ jībana ] n life; existence; lifetime (আ জীবন); duration of life (জীবন ফুরানো); a living or livelihood (চাষই তার জীবন); a person or thing as dear or valuable as (one's) life (ছেলেটি তার জীবন); water. জীবন দেওয়া v. to sacrifice or lay down one's life, to die for; to give life to. জীবন পাওয়া v. to come to life; to come back to life. জীবন যাওয়া, জীবন হারানো v. to lose one's life, to die. জীবন নেওয়া v. to take one's life, to kill. ~কথা, ~কাহিনি, ~চরিত n. biography. ~চরিতকার n. a biographer. ~জিজ্ঞাসা n. quest or inquiry into life's meaning. ~দর্শন n. philosophy of life. ~দান n. act of giving life to. জীবনদান করা same as জীবন দেওয়া । ~দায়ক a. life-giving, life-saving. ~ধারণ n. act of living; existence; act of leading one's life. জীবনধারণ করা v. to live; to exist; to lead one's life. ~নাশ n. destruction of life; death. জীবননাশ করা v. to destroy the life (of); to kill. জীবননাশ হওয়া v. to have one's life destroyed; to lose one's life; to die. ~প্রবাহ n. the cycle or flow of life. ~বল্লভ n. husband; a lover. ~বিমা n. life insurance, life assurance. জীবনবিমা করা v. to insure one's life. ~বিহীন same as ~শূন্য । ~বৃত্তান্ত n. biography. ~বেদ n. the view of life, philosophy of life, Weltans-chauung. ~ভোর, ~ভর adv. throughout one's life. ~মরণ n. life and death ☐ a. life-and-death (জীবনমরণ সমস্যা) ~যাত্রা n. livelihood. ~যাপন n. leading one's life; living. জীবনযাপন করা v. to lead one's life; to live. ~শূন্য a. lifeless; dead; inanimate. ~সংগ্রাম n. the stru-ggle for existence. ~সংশয় n. a critical or precarious condition. ~সঙ্গিনী n. a wife; a female life-companion. masc. ~সঙ্গী a male life-companion; a husband. ~সঞ্চার n. infusion of life, resuscitation. ~সর্বস্ব n. everything in or of one's life; all that one lives for. ~হীন same as ~শূন্য । ~স্মৃতি n. an autobiographical memoir.
Samsad Bangla Abhidhan
জীবন [ jībana ] বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ~কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ~চরিত, ~বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ~জিজ্ঞাসা বি. জীবন বা জগৎ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ~দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ~প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ~বিজ্ঞান জীববিজ্ঞান -এর অনুরূপ। ~বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ~বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ~যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ~যাপন বি. জীবন কাটানো। ~যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ~সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ~সঙ্গিনী। ~স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।
Off by 3 letters:
আজীবন definitions

Samsad Bengali-English Dictionary
আজীবন [ ājībana ] adv & a. throughout the whole of one's life; for life; till death.
Samsad Bangla Abhidhan
আজীবন [ ājībana ] ক্রি-বিণ. বিণ. সারা জীবন ধরে (আজীবন একথা মনে রাখব, আজীবন শত্রু)। [বাং. আ + সং. জীবন]।
জনা definitions

Bangla-Tangla Dictionary
জনা – person, used when indicating an approximate number of people (eg, জনা দশেক, জনা বারো) [note: numbers that end in a vowel don't get the -এক applied]
Samsad Bengali-English Dictionary
জনা [ janā ] n (chiefly coll. & poet.) a person, a head (দশজনা). ~জাত adv. individually.
Samsad Bangla Abhidhan
জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন ('শূলের উপর মরিবে সে জনা': রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)। [সং. জন + বাং. আ স্বার্থে]।
জবা definitions

Samsad Bengali-English Dictionary
জবা [ jabā ] n a red species of the Chinarose, hibiscus rosa sinensis.
Samsad Bangla Abhidhan
জবা [ jabā ] বি. (সচ.) লাল রঙের পাঁচটি পাপড়িযুক্ত গন্ধহীন ফুলবিশেষ। [সং. জপা > প্রাকৃ. জবা]।
জাবনা definitions

Samsad Bengali-English Dictionary
জাব, জাবনা [ jāba, jābanā ] n a mixture of chopped straw, oil-cake, water etc. given to cattle as their food, fodder. জাবনাভান্ড, জাবপাত্র n. a manger. ভিজে জাব thoroughly wet or drenched or soaked (like জাব).
জীব definitions

Bangla-Tangla Dictionary
জীব – living creature
Samsad Bengali-English Dictionary
জীব2 [ jība2 ] n an animal, a creature, an organ ism; life; a corporeal or embodied soul; a living being; the soul of a living or dead being; (sc. & phil.) anything animate. কৃষ্ণের জীব (hum.) an extremely harmless or pitiable person. ~জগৎ n. the animal kingdom, the animal world; the animate world. ~জনি n. biogenesis. ~জন্তু n. animals or creatures. ~তত্ত্ব n. biology, life science. ~তত্ত্বীয় a. biological. ~তাত্ত্বিক a. biological. ☐ n. a biologist. ~বলি n. animal sacrifice. ~বিদ্যা same as ~তত্ত্ব । ~লোক n. the animate world; the world, the earth. ~সংক্রমণ n. metempsychosis, transmigration. ~হত্যা n. killing of animals, killing a living being, animal slaughter. ~হিংসা n. animal slaughter.
Samsad Bangla Abhidhan
জীব1 [ jība1 ] ক্রি. (আশীর্বাদকালে বা কল্যাণকামনায় উক্ত) বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। [সং. √ জীব্]। জীব2 [ jība2 ] বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ~জগৎ বি. সমগ্র প্রাণীজগৎ, চেতনজগৎ। ~জন্তু বি. নানা জন্তু। ~তারা বি. জীবনরূপ তারা, জীবন। ~ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ~ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ~বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ~বিজ্ঞান, ~বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ~লোক বি. সংসার, মর্তলোক। ~হিংসা, ~হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। জীবতারা [ jībatārā ] দ্র জীব2 জীববিজ্ঞান, জীবলোক, জীবহত্যা, জীবহিংসা [ jībabijñāna, jībalōka, jībahatyā, jībahiṃsā ] দ্র জীব2
জীবনকথা definitions

Samsad Bengali-English Dictionary
জীবন [ jībana ] n life; existence; lifetime (আ জীবন); duration of life (জীবন ফুরানো); a living or livelihood (চাষই তার জীবন); a person or thing as dear or valuable as (one's) life (ছেলেটি তার জীবন); water. জীবন দেওয়া v. to sacrifice or lay down one's life, to die for; to give life to. জীবন পাওয়া v. to come to life; to come back to life. জীবন যাওয়া, জীবন হারানো v. to lose one's life, to die. জীবন নেওয়া v. to take one's life, to kill. ~কথা, ~কাহিনি, ~চরিত n. biography. ~চরিতকার n. a biographer. ~জিজ্ঞাসা n. quest or inquiry into life's meaning. ~দর্শন n. philosophy of life. ~দান n. act of giving life to. জীবনদান করা same as জীবন দেওয়া । ~দায়ক a. life-giving, life-saving. ~ধারণ n. act of living; existence; act of leading one's life. জীবনধারণ করা v. to live; to exist; to lead one's life. ~নাশ n. destruction of life; death. জীবননাশ করা v. to destroy the life (of); to kill. জীবননাশ হওয়া v. to have one's life destroyed; to lose one's life; to die. ~প্রবাহ n. the cycle or flow of life. ~বল্লভ n. husband; a lover. ~বিমা n. life insurance, life assurance. জীবনবিমা করা v. to insure one's life. ~বিহীন same as ~শূন্য । ~বৃত্তান্ত n. biography. ~বেদ n. the view of life, philosophy of life, Weltans-chauung. ~ভোর, ~ভর adv. throughout one's life. ~মরণ n. life and death ☐ a. life-and-death (জীবনমরণ সমস্যা) ~যাত্রা n. livelihood. ~যাপন n. leading one's life; living. জীবনযাপন করা v. to lead one's life; to live. ~শূন্য a. lifeless; dead; inanimate. ~সংগ্রাম n. the stru-ggle for existence. ~সংশয় n. a critical or precarious condition. ~সঙ্গিনী n. a wife; a female life-companion. masc. ~সঙ্গী a male life-companion; a husband. ~সঞ্চার n. infusion of life, resuscitation. ~সর্বস্ব n. everything in or of one's life; all that one lives for. ~হীন same as ~শূন্য । ~স্মৃতি n. an autobiographical memoir.
জীবনকাল definitions

Samsad Bangla Abhidhan
জীবন [ jībana ] বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ~কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ~চরিত, ~বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ~জিজ্ঞাসা বি. জীবন বা জগৎ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ~দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ~প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ~বিজ্ঞান জীববিজ্ঞান -এর অনুরূপ। ~বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ~বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ~যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ~যাপন বি. জীবন কাটানো। ~যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ~সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ~সঙ্গিনী। ~স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।
জীবনদান definitions

Samsad Bengali-English Dictionary
জীবন [ jībana ] n life; existence; lifetime (আ জীবন); duration of life (জীবন ফুরানো); a living or livelihood (চাষই তার জীবন); a person or thing as dear or valuable as (one's) life (ছেলেটি তার জীবন); water. জীবন দেওয়া v. to sacrifice or lay down one's life, to die for; to give life to. জীবন পাওয়া v. to come to life; to come back to life. জীবন যাওয়া, জীবন হারানো v. to lose one's life, to die. জীবন নেওয়া v. to take one's life, to kill. ~কথা, ~কাহিনি, ~চরিত n. biography. ~চরিতকার n. a biographer. ~জিজ্ঞাসা n. quest or inquiry into life's meaning. ~দর্শন n. philosophy of life. ~দান n. act of giving life to. জীবনদান করা same as জীবন দেওয়া । ~দায়ক a. life-giving, life-saving. ~ধারণ n. act of living; existence; act of leading one's life. জীবনধারণ করা v. to live; to exist; to lead one's life. ~নাশ n. destruction of life; death. জীবননাশ করা v. to destroy the life (of); to kill. জীবননাশ হওয়া v. to have one's life destroyed; to lose one's life; to die. ~প্রবাহ n. the cycle or flow of life. ~বল্লভ n. husband; a lover. ~বিমা n. life insurance, life assurance. জীবনবিমা করা v. to insure one's life. ~বিহীন same as ~শূন্য । ~বৃত্তান্ত n. biography. ~বেদ n. the view of life, philosophy of life, Weltans-chauung. ~ভোর, ~ভর adv. throughout one's life. ~মরণ n. life and death ☐ a. life-and-death (জীবনমরণ সমস্যা) ~যাত্রা n. livelihood. ~যাপন n. leading one's life; living. জীবনযাপন করা v. to lead one's life; to live. ~শূন্য a. lifeless; dead; inanimate. ~সংগ্রাম n. the stru-ggle for existence. ~সংশয় n. a critical or precarious condition. ~সঙ্গিনী n. a wife; a female life-companion. masc. ~সঙ্গী a male life-companion; a husband. ~সঞ্চার n. infusion of life, resuscitation. ~সর্বস্ব n. everything in or of one's life; all that one lives for. ~হীন same as ~শূন্য । ~স্মৃতি n. an autobiographical memoir.
জীবননাশ definitions

Samsad Bengali-English Dictionary
জীবন [ jībana ] n life; existence; lifetime (আ জীবন); duration of life (জীবন ফুরানো); a living or livelihood (চাষই তার জীবন); a person or thing as dear or valuable as (one's) life (ছেলেটি তার জীবন); water. জীবন দেওয়া v. to sacrifice or lay down one's life, to die for; to give life to. জীবন পাওয়া v. to come to life; to come back to life. জীবন যাওয়া, জীবন হারানো v. to lose one's life, to die. জীবন নেওয়া v. to take one's life, to kill. ~কথা, ~কাহিনি, ~চরিত n. biography. ~চরিতকার n. a biographer. ~জিজ্ঞাসা n. quest or inquiry into life's meaning. ~দর্শন n. philosophy of life. ~দান n. act of giving life to. জীবনদান করা same as জীবন দেওয়া । ~দায়ক a. life-giving, life-saving. ~ধারণ n. act of living; existence; act of leading one's life. জীবনধারণ করা v. to live; to exist; to lead one's life. ~নাশ n. destruction of life; death. জীবননাশ করা v. to destroy the life (of); to kill. জীবননাশ হওয়া v. to have one's life destroyed; to lose one's life; to die. ~প্রবাহ n. the cycle or flow of life. ~বল্লভ n. husband; a lover. ~বিমা n. life insurance, life assurance. জীবনবিমা করা v. to insure one's life. ~বিহীন same as ~শূন্য । ~বৃত্তান্ত n. biography. ~বেদ n. the view of life, philosophy of life, Weltans-chauung. ~ভোর, ~ভর adv. throughout one's life. ~মরণ n. life and death ☐ a. life-and-death (জীবনমরণ সমস্যা) ~যাত্রা n. livelihood. ~যাপন n. leading one's life; living. জীবনযাপন করা v. to lead one's life; to live. ~শূন্য a. lifeless; dead; inanimate. ~সংগ্রাম n. the stru-ggle for existence. ~সংশয় n. a critical or precarious condition. ~সঙ্গিনী n. a wife; a female life-companion. masc. ~সঙ্গী a male life-companion; a husband. ~সঞ্চার n. infusion of life, resuscitation. ~সর্বস্ব n. everything in or of one's life; all that one lives for. ~হীন same as ~শূন্য । ~স্মৃতি n. an autobiographical memoir.
জীবনী definitions

Samsad Bengali-English Dictionary
জীবনী [ jībanī ] a life-giving. ☐ n. a biography. ~কার n. a biographer. ~শক্তি n. vitality.
Samsad Bangla Abhidhan
জীবনী [ jībanī ] বিণ. (স্ত্রী.) জীবন বা প্রাণ দান করে এমন, প্রাণদায়িনী; প্রাণের প্রাচুর্যদায়িনী (জীবনীশক্তি)। ☐ বি. জীবনচরিত, জীবনবৃত্তান্ত। [সং. জীবন + ঈ]। ~কার বি. জীবনচরিত রচয়িতা।
বনা definitions

Bangla-Tangla Dictionary
বনা – to become harmonious
Samsad Bangla Abhidhan
বনা [ banā ] ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]।
Off by 4 letters:
আজীব definitions

Samsad Bangla Abhidhan
আজীব [ ājība ] বি. 1 যার সাহায্যে জীবনধারণ করা যায়; জীবিকা; বৃত্তি; 2 ব্যবসায় (ব্যবহারাজীব)। [সং. আ + √ জীব্ + অ]।
ইহজীবন definitions

Samsad Bengali-English Dictionary
ইহ [ iha ] adv in this place or time; in this world. ☐ a. this ('ইহ বাত'); present (ইহজীবন). ~কাল, ~জন্ম, ~জীবন n. the earthly or mortal life; its duration. ~কালীন a. temporal. ~জগৎ, ~লোক, ~সংসার n. the world, the earth.
Samsad Bangla Abhidhan
ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্থানে বা সময়ে; এই জগতে। ☐ বিণ. এই, উপস্থিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ~কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ~জগৎ, ~লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ~জন্ম, ~জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।
গতজীবন definitions

Samsad Bengali-English Dictionary
গত [ gata ] a departed; finished; bygone, past; last (গত সোমবার); dead (তার পিতা গত হয়েছেন); obtained, held (হস্তগত); entered, lying (রন্ধ্রগত, মনোগত). গত হওয়া v. to go by, to depart; to be finished; to pass away; to die. গতস্য শোচনা নাস্তি let bygones be bygones, it's no use crying over past things, let the dead past bury its dead. ~কল্য, ~কাল n. & adv. yesterday. ~ক্লম a. refreshed. ~চেতন a. unconscious; fainted, swooned. ~জীব, ~জীবন a. dead. ~দিন, ~দিবস n. & adv. yesterday. ~নিদ্র a. sleepless; wakeful; awake. ~পরশু n. & adv. (the) day be fore yesterday. ~প্রাণ a. dead. ~প্রায় a. nearly gone. ~বৎসর n. & adv. (the) last year. ~ব্যথ a. relieved of pain. ~ভর্তৃকা a. fem. widowed. ~যৌবন a. past one's prime of life, past one's youth; middle aged; aged, old. fem. ~যৌবনা । ~রাত্রি adv. last night. ~শোক a. one who has conquered grief and sorrow. ~শোচনা n. grief for the past. ~সঙ্গ a. having no attachment to anything worldly. ~স্পৃহ a. disinterested; apathetic.
Samsad Bangla Abhidhan
গত [ gata ] বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্থিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ~কল্য, ~কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ~ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ~চেতন বিণ. চেতনাহীন। ~জীব, ~জীবন, ~প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ~নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ~প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ~ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ~যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ~যৌবনা। ~শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ~সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ~স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন।
চীনা definitions

Samsad Bengali-English Dictionary
চীনা [ cīnā ] n a Chinaman, a Chinese. ☐ a. Chinese. চীনাংশুক n. Chinese silk. ~ঘাস China grass. ~বাদাম n. ground-nut, pea nut, monkey-nut. ~মাটি n. porcelain, chinaclay, kaolin. ~মাটির বাসন chinaware, china, porcelain. ~সিঁদুর n. the Chinese vermilion or red lead.
Samsad Bangla Abhidhan
চীনা1, চিনা1 [ cīnā1, cinā1 ] বি. ক্ষুদ্র ধানবিশেষ। ~বাদাম চিনাবাদাম -এর বানানভেদ। [তা. তেলু. চিন্না (=ক্ষুদ্র)]। চীনা2, চিনা2 [ cīnā2, cinā2 ] বি. চীনদেশের অধিবাসী। ☐ বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ~মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain.
জন definitions

Bangla-Tangla Dictionary
জন – a person
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন জননেতা [ jananētā ] দ্র জন জনপ্রবাদ, জনপ্রাণী, জনপ্রিয়, জনবহুল [ janaprabāda, janaprāṇī, janapriẏa, janabahula ] দ্র জন জনমজুর, জনমত, জনমানব [ janamajura, janamata, janamānaba ] দ্র জন জনশিক্ষা, জনসংখ্যা, জনসমুদ্র, জনসাধারণ, জনস্থান, জনস্রোত, জনহীন [ janaśikṣā, janasaṅkhyā, janasamudra, janasādhāraṇa, janashāna, janasrōta, janahīna ] দ্র জন পাঁচ [ pān̐ca ] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ]। ~ই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।~কথা বি. 1 অনেক কথা; নানা কথা; 2 কটু কথা। ~কান বিণ. নানা জনের কানে যায় এমন; প্রচারিত। ~চুলা, ~চুলো বি. বিশ্রী ও অসমানভাবে চুল ছাঁটা।~জন বি. (আল.) জনসাধারণ (পাঁচজনে কী বলবে?)। ~ফোড়ন বি. রান্নায় ব্যবহৃত পাঁচ রকমের মশলা-জিরে কালোজিরে মেথি মৌরি ও রাঁধুনি। ~মাথা বি. যেখানে পাঁচটি রাস্তা মিশেছে (পাঁচ মাথার মোড়)। ~মিশালি বিণ. বিবিধ দ্রব্যের মিশ্রণজাত; মিশ্রিত। কথ্য~মিশেলি। ~সালা বিণ. পাঁচ সাল বা বছর ধরে ঘটে বা চালু থাকে এমন; পাঁচ বছর মেয়াদি।
জনতা definitions

Bangla-Tangla Dictionary
জনতা – crowd, mob
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন
জনাব definitions

Bangla-Tangla Dictionary
জনাব – mister
Samsad Bengali-English Dictionary
জনাব [ janāba ] n (Mus.) sir, Mr.
Samsad Bangla Abhidhan
জনাব [ janāba ] বি. (সচ. মুসলমানদের মধ্যে প্রচলিত) সম্মানসূচক বা ভদ্রতামূলক সম্বোধন; মহাশয়। [আ.]।
জনার definitions

Samsad Bengali-English Dictionary
জনার [ janāra ] n an inferior variety of cereal, mealie.
Samsad Bangla Abhidhan
জনার [ janāra ] বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ। [হি.]।

Processing time: 1.64 s