Off by 2 letters:
গাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of গাওয়া: গাওয়া – to sing

1st person present imperative tense of গাওয়া:
গাওয়া – to sing

Samsad Bengali-English Dictionary
গাই, গাইগোরু [ gāi, gāigōru ] n the cow. 1st person present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing. 1st person present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
গাই, গাইগোরু [ gāi, gāigōru ] বি. গাভী। [সং. গবী]। 1st person present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। 1st person present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
জাগাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of জাগানো: জাগানো – to awaken someone or something

1st person present imperative tense of জাগানো:
জাগানো – to awaken someone or something

Samsad Bangla Abhidhan
1st person present simple tense of জাগানো: জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ~নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of জাগানো: জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ~নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
জিতাই definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person present simple tense of জেতানো: জেতানো – to cause to win

shadhu 1st person present imperative tense of জেতানো:
জেতানো – to cause to win

জিয়াই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of জিয়ানো: জিয়ানো – to preserve the life of something

1st person present imperative tense of জিয়ানো:
জিয়ানো – to preserve the life of something

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of জিয়ানো: জিয়া [ jiẏā ] v same as জিয়ানো । 1st person present simple tense of জিয়ানো: জিয়ানো [ jiẏānō ] v to keep (fish etc.) alive by preserving in a vessel full of water (কইমাছ জিয়ানো); to bring back to life (লক্ষীন্দরকে জিয়ানো). ☐ a. preserved in a vessel full of water in order to keep (fish etc.) alive; brought back to life. জিইয়ে রাখা v. to keep alive, to preserve; (fig.) to keep in force; to nurse. 1st person present imperative tense of জিয়ানো: জিয়া [ jiẏā ] v same as জিয়ানো । 1st person present imperative tense of জিয়ানো: জিয়ানো [ jiẏānō ] v to keep (fish etc.) alive by preserving in a vessel full of water (কইমাছ জিয়ানো); to bring back to life (লক্ষীন্দরকে জিয়ানো). ☐ a. preserved in a vessel full of water in order to keep (fish etc.) alive; brought back to life. জিইয়ে রাখা v. to keep alive, to preserve; (fig.) to keep in force; to nurse.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of জিয়ানো: জিয়ানো [ jiẏānō ] ক্রি. 1 বাঁচিয়ে রাখা (কই মাছ জিয়ানো); 2 (বিরল) পুনর্জীবিত করা (লক্ষ্মীন্দরকে জিয়ানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জিয়া দ্র]। 1st person present imperative tense of জিয়ানো: জিয়ানো [ jiẏānō ] ক্রি. 1 বাঁচিয়ে রাখা (কই মাছ জিয়ানো); 2 (বিরল) পুনর্জীবিত করা (লক্ষ্মীন্দরকে জিয়ানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জিয়া দ্র]।
জুগাই definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person present simple tense of জোগানো: জোগানো – to supply

shadhu 1st person present imperative tense of জোগানো:
জোগানো – to supply

Samsad Bengali-English Dictionary
shadhu 1st person present simple tense of জোগানো: জোগান [ jōgāna ] n supply, purveyance; finding, supply (কথার জোগান); assistance, help (কাজে জোগান). ~দার n. a supplier, a purveyor; an assistant, a helper; a hodman or hodcarrier. জোগানো v. to supply, to purvey; to be found, to be supplied with (কথা জোগানো); to adulate, to flatter, to humour (মন জোগানো). shadhu 1st person present imperative tense of জোগানো: জোগান [ jōgāna ] n supply, purveyance; finding, supply (কথার জোগান); assistance, help (কাজে জোগান). ~দার n. a supplier, a purveyor; an assistant, a helper; a hodman or hodcarrier. জোগানো v. to supply, to purvey; to be found, to be supplied with (কথা জোগানো); to adulate, to flatter, to humour (মন জোগানো).
Samsad Bangla Abhidhan
shadhu 1st person present simple tense of জোগানো: জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ~দার, জোগানে বিণ. সরবরাহকারী। shadhu 1st person present imperative tense of জোগানো: জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ~দার, জোগানে বিণ. সরবরাহকারী।
জোগাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of জোগানো: জোগানো – to supply

1st person present imperative tense of জোগানো:
জোগানো – to supply

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of জোগানো: জোগান [ jōgāna ] n supply, purveyance; finding, supply (কথার জোগান); assistance, help (কাজে জোগান). ~দার n. a supplier, a purveyor; an assistant, a helper; a hodman or hodcarrier. জোগানো v. to supply, to purvey; to be found, to be supplied with (কথা জোগানো); to adulate, to flatter, to humour (মন জোগানো). 1st person present imperative tense of জোগানো: জোগান [ jōgāna ] n supply, purveyance; finding, supply (কথার জোগান); assistance, help (কাজে জোগান). ~দার n. a supplier, a purveyor; an assistant, a helper; a hodman or hodcarrier. জোগানো v. to supply, to purvey; to be found, to be supplied with (কথা জোগানো); to adulate, to flatter, to humour (মন জোগানো).
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of জোগানো: জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ~দার, জোগানে বিণ. সরবরাহকারী। 1st person present imperative tense of জোগানো: জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ~দার, জোগানে বিণ. সরবরাহকারী।
Off by 3 letters:
উজাই definitions

Bangla-Tangla Dictionary
shadhu 1st person present simple tense of ওজানো: ওজানো – to move against the flow

shadhu 1st person present imperative tense of ওজানো:
ওজানো – to move against the flow

ওজাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of ওজানো: ওজানো – to move against the flow

1st person present imperative tense of ওজানো:
ওজানো – to move against the flow

গজাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of গজানো: গজানো – to grow

1st person present imperative tense of গজানো:
গজানো – to grow

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of গজানো: গজানো [ gajānō ] v to sprout; to originate; to evolve; to grow. ☐ a. sprouted; originated; evolved, grown. 1st person present imperative tense of গজানো: গজানো [ gajānō ] v to sprout; to originate; to evolve; to grow. ☐ a. sprouted; originated; evolved, grown.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of গজানো: গজা2 [ gajā2 ] ক্রি. 1 অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ; 2 বৃদ্ধি পাওয়া। [বাং. √গজা]। ~নো ক্রি. গজা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of গজানো: গজা2 [ gajā2 ] ক্রি. 1 অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ; 2 বৃদ্ধি পাওয়া। [বাং. √গজা]। ~নো ক্রি. গজা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গলাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of গলানো: গলানো – to cause to melt, to cause to pass through

1st person present imperative tense of গলানো:
গলানো – to cause to melt, to cause to pass through

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of গলানো: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present imperative tense of গলানো: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত).
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of গলানো: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of গলানো: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গা definitions

Bangla-Tangla Dictionary
গা – body (+ করা = to heed)

2nd person intimate present imperative tense of গাওয়া:
গাওয়া – to sing

Samsad Bengali-English Dictionary
-গা1 [ -gā1 ] fem of গ2 (নিম্নগা). গা2 [ gā2 ] int a meaningless term or expletive used in conversation (হ্যাঁ গা মেয়ে, বল কি গা). গা3 [ gā3 ] n (mus.) the third note in the natural scale, E. গা4 [ gā4 ] n the body (গায়ের জোর); the surface of the body, the skin (খসখসে গা); sensibility, sensitiveness (অপমান গায়ে না লাগা); attention, heed, interest, willingness (কাজে গা নেই). গা করা v. to set one's mind (to); to pay heed (to); to take interest (in). গা কাঁপা v. to shudder in fear; to shiver. গা কেমন করা, গা কেমন-কেমন করা v. to be stricken with nausea, to feel uneasy or have nausea; to feel indisposed; to be stricken with fear. ~-গতর n. the whole body. ~-গরম n. state of having or running a temperature. গা গরম হওয়া v. to have one's body warmed up; to have a temperature, to run a temperature; to become feverish. গা গুলানো v. to be stricken with nausea, to have nausea, to feel queasy. গা ঘামানো v. to toil (esp. earnestly); (of an athlete, performer, etc.) prepare for a contest, performance, etc. by practising, warm up. গা ঘেঁষা v. to get very close to; to try to be intimate with. গা জুড়ানো v. to soothe, to gratify, to please; to refresh. -জুড়ানো a. soothing; pleasant; refreshing (গা-জুড়ানো বাতাস). ~-জোরি n. application or showing of undue force. গা জ্বালা করা v. to have burning sensation in the body; (fig.) to be malicious or spiteful; to be jealous; to grudge; to be displeased; to get angry. গা ঝাড়া দেওয়া v. to shake one's body. গা ঝাড়া দিয়ে ওঠা v. (lit.) to get up after shaking one's body; (fig.) to become active again with an effort, to shake off inertia. গা ঝিমঝিম করা v. to feel dizzy. গা ঢাকা দেওয়া v. to go into hiding, to abscond. গা ঢেলে দেওয়া v. to lie down; to relax one's efforts and let things have their own course; to join (in a work) wholeheartedly. গা তোলা v. to get up. গা দেওয়া same as গা করা । গা পেতে নেওয়া v. to invite (punishment, insult etc.) upon oneself. গা বমি-বমি করা same as গা গুলানো । গা মাটি-মাটি করা v. to feel like lying down in idleness. গা ম্যাজম্যাজ করা v. to feel uneasy, to feel out of sorts; to feel sluggish. গায়ে কাঁটা দেওয়া v. to have horripilation; to have one's hair stand on end, to have goose flesh. গায়ে গায়ে very close, closely situated, standing very close; side by side; clinging together. গায়ে থুতু দেওয়া v. to spit upon one's face; (fig.) to detest extremely, to abhor, to abominate. গায়ে দেওয়া v. to wear, to put on. গায়ে পড়ে officiously; uninvitedly. গায়ে ফুঁ দিয়ে বেড়ানো v. (fig.) to move about avoiding toil and responsibility. গায়ে ফোসকা পড়া v. (fig.) to fret with pain or malice or jealousy; to be over-sensitive. গায়ে মাংস (বা মাস) লাগা v. to grow fat, to gain flesh, to put on flesh or weight. গায়ে পড়া a. officious; talking or doing something unsolicitedly. গায়ে মাখা v. (fig.) to pay heed to, to care for. গায়ে হলুদ n. the Hindu ceremony of be smearing the bridegroom and the bride with a paste of turmeric and then bathing them on the eve of their wedding. গায়ে হাত তোলা v. to beat, to lay hands on. গায়ের জোরে by brute force, by physical force. গায়ের জ্বালা burning sensation of the body; (fig.) malice, spite, jealousy, hatred, anger, displeasure. গায়ের ঝাল ঝাড়া বা মেটানো v. to vent one's grudge (against another), to vent one's spleen. গা জ্বালা same as গায়ের জ্বালা । গা-সওয়া, গা-সহা a. accustomed (to an evil) by repeated suffering (from it). 2nd person intimate present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
[ g ] বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবৎ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। গা1 [ gā1 ] অব্য. (গ্রা.) সম্বোধনসূচক শব্দবিশেষ (ওখানে কে গা, হ্যাঁ গা)। গা2 [ gā2 ] বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। গা3 [ gā3 ] বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্থা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উৎসাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্থিরতা বা অসুস্থতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্থ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উৎসাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্থ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। ☐ বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ☐ ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 2nd person intimate present imperative tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাঁই definitions

Samsad Bengali-English Dictionary
গাঁই [ gām̐i ] n a classification of Brahmins according to their original village home.
Samsad Bangla Abhidhan
গাঁই [ gām̐i ] বি. আদি বাসস্থান অনুযায়ী ব্রাহ্মণদের শ্রেণি। [সং. গ্রামীণ বা গ্রামিণ্ (=গ্রামী)]।
গাইছ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present continuous tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present continuous tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present continuous tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাইত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past habitual tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাইব definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
1st person future tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
1st person future tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গাইল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গড়াই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of গড়ানো: গড়ানো – to roll, to cause to roll, to cause to build

1st person present imperative tense of গড়ানো:
গড়ানো – to roll, to cause to roll, to cause to build

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of গড়ানো: গড়ানো1 [ gaṛānō1 ] v to roll; to cause to roll, to send rolling; to pour (কলসি থেকে জল গড়ানো); to welter; to be beside oneself (আহ্লাদে গড়ানো); to flow (তেল গড়ানো); to go, to reach, to develop into (ব্যাপারটা বহুদুর গড়াল). ☐ n. act of rolling or pouring or weltering or being beside oneself or flowing or reaching. গড়িয়ে দেওয়া n. to send rolling; to pour for somebody (আমাকে একটু জল গড়িয়ে দাও). গড়িয়ে পড়া v. to roll down; to come out pouring; to lie down and roll; to fall down and welter; to flow down. গড়িয়ে যাওয়া v. to go rolling; to flow on; to reach, to roll down; to develop into. 1st person present imperative tense of গড়ানো: গড়ানো1 [ gaṛānō1 ] v to roll; to cause to roll, to send rolling; to pour (কলসি থেকে জল গড়ানো); to welter; to be beside oneself (আহ্লাদে গড়ানো); to flow (তেল গড়ানো); to go, to reach, to develop into (ব্যাপারটা বহুদুর গড়াল). ☐ n. act of rolling or pouring or weltering or being beside oneself or flowing or reaching. গড়িয়ে দেওয়া n. to send rolling; to pour for somebody (আমাকে একটু জল গড়িয়ে দাও). গড়িয়ে পড়া v. to roll down; to come out pouring; to lie down and roll; to fall down and welter; to flow down. গড়িয়ে যাওয়া v. to go rolling; to flow on; to reach, to roll down; to develop into.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of গড়ানো: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 1st person present simple tense of গড়ানো: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। 1st person present imperative tense of গড়ানো: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 1st person present imperative tense of গড়ানো: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।
জই definitions

Samsad Bengali-English Dictionary
জই [ ji ] n oat.
Samsad Bangla Abhidhan
জই [ ji ] বি. যবজাতীয় শস্যবিশেষ। [সং. যবিকা]।
জগ definitions

Samsad Bengali-English Dictionary
জগ1 [ jaga1 ] in comp the world (জগজন, জগমোহন). জগ2 [ jaga2 ] n a jug.
Samsad Bangla Abhidhan
জগ1 [ jaga1 ] বি. বিশ্ব, জগৎ, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগৎ]। জগ2 [ jaga2 ] বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]।
জপাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of জপানো: জপানো – to cajole

1st person present imperative tense of জপানো:
জপানো – to cajole

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of জপানো: জপা [ japā ] v to say one's prayers silently; to recite silently and repeatedly prayers or names esp. as enjoined by scriptures or by a guru; to tell one's beads; (fig.) to think of constantly or frequently. জপানো v. to cause to recite silently and repeatedly prayers or names esp. as enjoined by scriptures; to make one memorize; (coll. & pop.) to cajole, to win over by cajolery, to persuade by flattery, deceit etc., to coax (into doing something). 1st person present imperative tense of জপানো: জপা [ japā ] v to say one's prayers silently; to recite silently and repeatedly prayers or names esp. as enjoined by scriptures or by a guru; to tell one's beads; (fig.) to think of constantly or frequently. জপানো v. to cause to recite silently and repeatedly prayers or names esp. as enjoined by scriptures; to make one memorize; (coll. & pop.) to cajole, to win over by cajolery, to persuade by flattery, deceit etc., to coax (into doing something).
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of জপানো: জপ [ japa ] বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ~তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ~তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ~ বি. জপ করা। ~মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ~যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্থ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। ☐ বি. জপমালা। 1st person present imperative tense of জপানো: জপ [ japa ] বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ~তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ~তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ~ বি. জপ করা। ~মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ~যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্থ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। ☐ বি. জপমালা।

Processing time: 0.87 s