জামিন definitions

Bangla-Tangla Dictionary
জামিন – bail
Samsad Bengali-English Dictionary
জামিন [ jāmina ] n one who becomes or stands a security or surety for another or the thing given as security, a bail. জামিন দেওয়া v. to grant bail. ~দার n. a bails man; a surety. ~নামা n. a bail-bond. জামিনের যোগ্য bailable. জামিনের অযোগ্য non-bailable.
Samsad Bangla Abhidhan
জামিন [ jāmina ] বি. 1 প্রতিভূ; 2 কারও কার্যকলাপের জন্য দায়িত্বগ্রহণকারী ব্যক্তি; 3 জমানত। [আ. জামিন]। ~দার বি. যে ব্যক্তি আদালতে অভিযুক্ত ব্যক্তির বা অন্য কারও জামিন হয়। জামিনে খালাস বি. অন্য ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির দায়িত্ব স্বীকার করায় খালাস।

Processing time: 0.46 s