জাতি definitions

Bangla-Tangla Dictionary
জাতি – origin, birth, nation
Samsad Bengali-English Dictionary
জাতি1 [ jāti1 ] n birth, origin (জাতিতে হিন্দু); kind, sort, class (নানা জাতির ফুল); breed or pedigree (নানা জাতির কুকুর); a race, a tribe (নানা জাতির মানুষ); age nus or species (মানবজাতি, সর্পজাতি, স্ত্রীজাতি); caste (কায়স্থজাতি); a nation (হিন্দুজাতি, ইংরেজজাতি); a community; lineage (শ্রেষ্ঠ জাতির ব্রাহ্মণ). জাতি খোয়ানো . v. to lose one's claim to remain in the fold of one's caste, to be outcasted. জাতি দেওয়া v. to forgo one's claim to re main in the fold of one's caste. জাতি মারা same as জাতি খাওয়া । জাতি যাওয়া, জাতি হারানো same as জাতি খোয়ানো । জাতিতে ওঠা v. to be reclaimed into the fold of one's caste; to have one's status uplifted. জাতিতে তোলা v. to reclaim into the fold of one's caste; to uplift the status of. ~কর্ম n. a hereditary trade or occupation. ~গত a. pertaining to the race, nation, caste, class, community etc.; racial, national, generic; phyloge netic. ~চ্যুত a. expelled from one's caste, outcasted. ~জনি n. phylogenesis, phylogeny. ~তত্ত্ব n. ethnology. ~তত্ত্বীয় a. ethnological. ~তাত্ত্বিক a. ethnological. ☐ n. an ethnologist. একজাতিতত্ত্ব n. the one-nation theory. ~ধর্ম n. duties and practices pertaining to one's caste or race, racial duties and practices; racial character. ~ধর্মনির্বিশেষে adv. with out distinction of caste and creed. ~নাশ n. expulsion from one's caste. ~নাশা a. causing one to be outcasted; extremely disgraceful. ~বর্ণ-নির্বিশেষে adv. without distinction of caste and colour. ~বাচক a. generic; (gr.) denoting the class. ~বিচার n. act of distinguishing the castes, caste-distinction; distinction of class. ~বিদ্বেষ n. race-hatred. ~বিদ্যা n. ethnology. ~বিদ্যাগত a. ethnological. ~বিদ্যাবিৎ n. an ethnologist. ~বৈর n. racial enmity; vendetta, bloodfeud. ~ব্যবসায় same as ~কর্ম । ~ভেদ n. caste distinction. ~ভেদপ্রথা n. caste-system. ~ভ্রংশ n. loss of one's claim to remain in the fold of one's caste. ~ভ্রষ্ট same as ~চ্যুত । ~রূপ n. national or racial type. ~লক্ষণ n. distinctive mark of a caste or race, typical mark. ~সংঘ n. (the) League of Nations. ~স্বভাব n. the racial character. ~স্মর a. one who remembers the incidents of one's former lives. ~হীন a. outcasted; casteless; declassed. সম্মিলিত জাতিপুঞ্জ, রাষ্ট্রসংঘ the United Na tions Organization. জাতি2, জাতী [ jāti2, jātī ] n a variety of white flower.
Samsad Bangla Abhidhan
জাতি1 [ jāti1 ] বি. চামেলি বা মালতী ফুল। [সং. √ জন্ + তি]। ~কচু বি. মানকচু। ~কলা বি. কাঁটালি কলা। ~পত্র, ~পত্রী বি. জয়ত্রি। ~ফল বি. জায়ফল। জাতি2 [ jāti2 ] বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্থ জাতি)। [সং. √ জন্ + তি]। ~গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ~চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ~তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ~ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ~নাশ, ~পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ~বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ~বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ~বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ~বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ~ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ~ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ~ভ্রষ্ট জাতিচ্যুত -র অনুরূপ। ~সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্থাবিশেষ। ~সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ~স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন।

Processing time: 0.4 s