Off by 2 letters:
জরজর definitions

Samsad Bengali-English Dictionary
জরজর [ jarajara ] a very much oppressed or stricken with (দুঃখে জরজর); worn out; saturated with (নুনে জরজর); beside oneself.
Samsad Bangla Abhidhan
জর-জর [ jara-jara ] বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]।
জারি definitions

Bangla-Tangla Dictionary
জারি – introduction into use, issuance (eg, of an order), to serve (eg, a notice) (+ করা = to introduce into use, to issue, to serve)
Samsad Bengali-English Dictionary
জারি1, জারিগান [ jāri1, jārigāna ] n a kind of folk-song of Bengal (composed in memory of the martyrs at Karbala and sung usually in East Bengal, now Bangladesh, on the occasion of Mohurrum). জারি2 [ jāri2 ] a instituted, introduced, enforced, passed (নিয়ম বা আইন জারি); served (সমন জারি). ☐ n. institution, introduction, enforcement, enactment; act of serving, service. জারি করা v. to institute, to introduce, to enforce, to enact, to pass; to serve. ~জোরি, ~জুরি n. tactics and pressure (জারিজুরি খাটানো).
Samsad Bangla Abhidhan
জারি1 [ jāri1 ] বি. বাংলার মুসলমানি পল্লিসংগীতবিশেষ। [ফা. যারী]। জারি2 [ jāri2 ] বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। ☐ বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]।
জোরাজুরি definitions

Samsad Bengali-English Dictionary
জোরাজুরি, জোরাজোরি [ jōrājuri, jōrājōri ] n display or use of force, violence; insistence.
Samsad Bangla Abhidhan
জোর [ jōra ] বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। ☐ বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ~কপাল, ~বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ~জবর-দস্তি, ~জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ~জার বি. জবরদস্তি। ~তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ~দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)।
জোরাজোরি definitions

Samsad Bengali-English Dictionary
জোরাজুরি, জোরাজোরি [ jōrājuri, jōrājōri ] n display or use of force, violence; insistence.
রাজি definitions

Bangla-Tangla Dictionary
রাজি [adjective] willing (+ হওয়া = to be willing)
Samsad Bengali-English Dictionary
রাজি1 [ rāji1 ] a agreed, consenting; agreeing, ready. রাজি করা v. to make one agree. রাজি হওয়া v. to agree, to consent. রাজি2 [ rāji2 ] n (used as a sfx.) a row, a line, a range (তরুরাজি, রোমরাজি, গিরিরাজি); a collection (পত্ররাজি).
Samsad Bangla Abhidhan
রাজি1 [ rāji1 ] বি. 1 শ্রেণী, সারি (বৃক্ষরাজি); 2 সমূহ (পত্ররাজি); 3 রেখা (রোমরাজি)। [সং. √ রাজ্ + ই]। রাজি2 [ rāji2 ] বিণ. সম্মত, স্বীকৃত। [আ. রাজী]। ~নামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র। রাজী-রাজি1 [ rājī-rāji1 ] ও রাজি2 -এর বর্জি. বানানভেদ।
Off by 3 letters:
আজারি definitions

Samsad Bangla Abhidhan
আজার [ ājāra ] বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্থ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)।
কাজরি definitions

Samsad Bengali-English Dictionary
কাজরি [ kājari ] n an Indian folk-dance or its accompanying music.
Samsad Bangla Abhidhan
কাজরি, (বর্জি.) কাজরী [ kājari, (barji.) kājarī ] বি. ভারতীয় পল্লিসংগীতবিশেষ বা তার সুর। [হি. কাজরী]।
গজরাজ definitions

Samsad Bengali-English Dictionary
গজ4 [ gaja4 ] n the elephant; (in chess) the bishop; a very small variety of worm (গজভুক্ত কপিত্থ). ~কচ্ছপ n. (myth.) two brothers, who contended with each other for the possession of their paternal wealth, were turned into a huge elephant and a huge tortoise, in their new shapes too they went on fighting frightfully and relentlessly; (fig.) two terrible contestants; (hum.) a man of elephantine build. গজকচ্ছপের যুদ্ধ (fig.) a relentless encounter between equals; Greek meeting Greek. ~কুম্ভ n. a globular appendage on the forehead of the elephant ~গতি, ~গমন n. slow and majestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majestically like an elephant. ~গামিনী a. fem. mounted on an elephant; moving majestically like an elephant. ☐ n. such a woman or girl. masc. (a. & n.). ~গামী । ~ঘন্টা n. a bell tied round an elephant's neck to warn the passers-by from a distance. ~চক্ষু n. a very small and squint eye. ☐ a. one with such an eye. ~দন্ত1 n. ivory. ~দন্ত2 n. an extra tooth (of a man) growing in front of another. ~ন্দর a. very big; fat; pot-bellied. ~পতি n. a leader amongst the wild elephants. ~বীথি n. an orderly line of elephants. ~ভুক্ত a. eaten by an elephant; eaten by a small worm called গজ (see above). ~ভুক্তকপিত্থবৎ a. & adv. like a sour wood-apple eaten up by worms (a গজ worm enters unnoticeably into a sour wood-apple and eats up the whole of its kernel); (fig.) utterly hollow though looking full. ~মোতি , (inc.) ~মতি, ~মুক্তা n. any of the costly pearls which, according to fables, are shed from an elephant's head. ~যূথ n. a herd of elephants. ~রাজ same as গজপতি ।
গজারি definitions

Samsad Bengali-English Dictionary
গজারি [ gajāri ] n an enemy of the elephant; the lion.
Samsad Bangla Abhidhan
গজ2 [ gaja2 ] বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ~কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্থূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্থায়ী যুদ্ধ। ~কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ~গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। ☐ বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ~গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ~গামিনী। ~ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ~চক্ষু বি. ঈষৎ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ~দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ~পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ~বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ~ভুক্ত-কপিত্থ-বৎ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ~মোতি, ~মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)।
জর-জর definitions

Samsad Bangla Abhidhan
জর-জর [ jara-jara ] বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]।
জরা definitions

Samsad Bengali-English Dictionary
জরা1 [ jarā1 ] n old age; decrepitude, infirmity; senility. ~রহিত a. not subject to old age or decay, not subject to senile decay; undecaying and immortal. জরা2 [ jarā2 ] v to be smeared with esp. for preservation (লবণে জরা); to be pickled. see also জরানো ।
Samsad Bangla Abhidhan
জরা1 [ jarā1 ] বি. বার্ধক্য, স্থবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ~জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ~জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ~রহিত, ~হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর। জরা2 [ jarā2 ] ক্রি. জীর্ণ হওয়া (নুনে জরা)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ জৃ + আ]। ~নো বি. ক্রি. জারিত করা। ☐ বিণ. উক্ত অর্থে। জরাজীর্ণ [ jarājīrṇa ] দ্র জরা1
জরাজনিত definitions

Samsad Bangla Abhidhan
জরা1 [ jarā1 ] বি. বার্ধক্য, স্থবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ~জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ~জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ~রহিত, ~হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর।
জরারহিত definitions

Samsad Bengali-English Dictionary
জরা1 [ jarā1 ] n old age; decrepitude, infirmity; senility. ~রহিত a. not subject to old age or decay, not subject to senile decay; undecaying and immortal.
Samsad Bangla Abhidhan
জরা1 [ jarā1 ] বি. বার্ধক্য, স্থবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ~জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ~জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ~রহিত, ~হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর।
জরি definitions

Samsad Bengali-English Dictionary
জরি [ jari ] n thread of gold or silver. ~দার a. woven or fringed or embroidered with thread of gold or silver.
Samsad Bangla Abhidhan
জরি [ jari ] বি. সোনালি বা রুপালি তার পাত; সোনালি বা রুপালি তার বা পাতে মোড়া সরু সুতো। [ফা. যরী, যরীন]। ~দার বিণ. জরিওয়ালা, জরিযুক্ত।
জরুরি definitions

Bangla-Tangla Dictionary
জরুরি – urgent, important
Samsad Bengali-English Dictionary
জরুর [ jarura ] adv surely, certainly; perforce; by all means. জরুরত n. necessity, need. জরুরি a. urgent; necessary; important. জরুরি তার an express or urgent telegram.
Samsad Bangla Abhidhan
জরুর [ jarura ] অব্য. ক্রি-বিণ. নিশ্চয়, অবশ্যই (জরুর হবে; কেন যাবে না, জরুর যাবে)। [আ. জরুর্]। ~ বি. প্রয়োজন, দরকার। জরুরি বিণ. 1 অত্যন্ত দরকারি; আশু প্রয়োজনীয় (জরুরি কথা, জরুরি কাজ); 2 এই মুহুর্তে করণীয়, urgent (জরুরি তলব)।
জর্জর definitions

Samsad Bengali-English Dictionary
জর্জর, জর্জরিত [ jarjara, jarjarita ] a very much oppressed or stricken with (দুঃখে জর্জর); worn out; deeply engrossed or involved in (ঋণে জর্জর).
Samsad Bangla Abhidhan
জর্জর [ jarjara ] বিণ. জীর্ণ, অতিশয় ক্লিষ্ট (রোগজর্জর, দুঃখে জর্জর)। [সং. √ জর্জ্ + অর]। জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।
জর্জরিত definitions

Samsad Bengali-English Dictionary
জর্জর, জর্জরিত [ jarjara, jarjarita ] a very much oppressed or stricken with (দুঃখে জর্জর); worn out; deeply engrossed or involved in (ঋণে জর্জর).
Samsad Bangla Abhidhan
জর্জর [ jarjara ] বিণ. জীর্ণ, অতিশয় ক্লিষ্ট (রোগজর্জর, দুঃখে জর্জর)। [সং. √ জর্জ্ + অর]। জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।
জাজিম definitions

Samsad Bengali-English Dictionary
জাজিম [ jājima ] n a cloth-sheet (esp. a richly decorated one) to cover a bed or a seat; (loos.) a mattress.
Samsad Bangla Abhidhan
জাজিম [ jājima ] বি. ফরাস; বিছানা, গালিচা, কার্পেট প্রভৃতির উপর বিছাবার মোটা নকশাদার চাদরবিশেষ। [ফা. জাজম্]।
জাফরি definitions

Samsad Bengali-English Dictionary
জাফরি [ jāphari ] n lattice, trellis. ~-কাটা a. latticed, trellised.
Samsad Bangla Abhidhan
জাফরি [ jāphari ] বি. 1 চৌকো ছিদ্রযুক্ত বেড়া; 2 জালতি। [আ. জাফ্রী]।
জার definitions

Samsad Bengali-English Dictionary
জার [ jāra ] n a secret and unlawful lover of a woman esp. of a married woman, a paramour.
Samsad Bangla Abhidhan
জার [ jāra ] বি. উপপতি; গুপ্ত বা অবৈধ প্রণয়ী (যবনীজার, জারজ সন্তান)। [সং. √ জৃ + অ]। ~জ দ্র জারজ

Processing time: 1.59 s