জপ definitions

Bangla-Tangla Dictionary
জপ – quiet repetitive chanting (+ করা = to chant)
Samsad Bengali-English Dictionary
জপ [ japa ] n praying silently; silent and repeated recitation of prayers or names esp. as enjoined by scriptures or by a guru; act of telling one's beads; a rosary. জপ করা same as জপা । জপের মন্ত্র esoteric words to be recited silently in prayers. ~তপ n. (practice of) silent prayers and religious austerities. ~ n. praying silently; silent and repeated recitation of prayers or names esp. as enjoined by scriptures or by a guru; act of telling one's beads. ~নীয় a. that which is to be or should be recited silently and repeatedly esp. in prayers. ~মালা n. a rosary; (fig.) an object of constant or frequent thought.
Samsad Bangla Abhidhan
জপ [ japa ] বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ~তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ~তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ~ বি. জপ করা। ~মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ~যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্থ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। ☐ বি. জপমালা। জপানো [ japānō ] দ্র জপ জপ্য [ japya ] দ্র জপ

Processing time: 0.4 s