Off by 2 letters:
জনগণ definitions

Bangla-Tangla Dictionary
জনগণ – the common people
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন
জনগণনা definitions

Bangla-Tangla Dictionary
জনগণনা – census
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন।
Off by 3 letters:
গজগমন definitions

Samsad Bengali-English Dictionary
গজ4 [ gaja4 ] n the elephant; (in chess) the bishop; a very small variety of worm (গজভুক্ত কপিত্থ). ~কচ্ছপ n. (myth.) two brothers, who contended with each other for the possession of their paternal wealth, were turned into a huge elephant and a huge tortoise, in their new shapes too they went on fighting frightfully and relentlessly; (fig.) two terrible contestants; (hum.) a man of elephantine build. গজকচ্ছপের যুদ্ধ (fig.) a relentless encounter between equals; Greek meeting Greek. ~কুম্ভ n. a globular appendage on the forehead of the elephant ~গতি, ~গমন n. slow and majestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majestically like an elephant. ~গামিনী a. fem. mounted on an elephant; moving majestically like an elephant. ☐ n. such a woman or girl. masc. (a. & n.). ~গামী । ~ঘন্টা n. a bell tied round an elephant's neck to warn the passers-by from a distance. ~চক্ষু n. a very small and squint eye. ☐ a. one with such an eye. ~দন্ত1 n. ivory. ~দন্ত2 n. an extra tooth (of a man) growing in front of another. ~ন্দর a. very big; fat; pot-bellied. ~পতি n. a leader amongst the wild elephants. ~বীথি n. an orderly line of elephants. ~ভুক্ত a. eaten by an elephant; eaten by a small worm called গজ (see above). ~ভুক্তকপিত্থবৎ a. & adv. like a sour wood-apple eaten up by worms (a গজ worm enters unnoticeably into a sour wood-apple and eats up the whole of its kernel); (fig.) utterly hollow though looking full. ~মোতি , (inc.) ~মতি, ~মুক্তা n. any of the costly pearls which, according to fables, are shed from an elephant's head. ~যূথ n. a herd of elephants. ~রাজ same as গজপতি ।
গণন definitions

Samsad Bengali-English Dictionary
গণন, গণনা [ gaṇana, gaṇanā ] n act of reckoning or counting, enumeration (সংখ্যাগণনা); act of doing a mathematical sum; act of deciding or judging (as); decision, judgment (দোষী বলে গণনা করা); act of considering or regarding (as), consideration (মানুষ বলে গণনা); act of pointing out (as), mention (শত্রু বলে গণনা); (astrol.) prediction, foretelling, divination. গণনা করা v. to reckon, to count, to enumerate; to calculate, to compute; to do (a mathematical sum), to work out; to judge; to consider, to regard (as); to point out, to mention; (astrol.) to predict, to foretell, to divine. গণনাকারী n. an enumerator. ~যন্ত্র a counting instrument, a calculator. গণনার্থ a. worthy of being reckoned or counted; worth considering or counting. গণনীয় a. count able; calculable; worth considering or mentioning.
Samsad Bangla Abhidhan
গণন, গণনা [ gaṇana, gaṇanā ] বি. 1 সংখ্যা করা, অঙ্ক কষা; 2 বিবেচনা (দোষী বলে গণনা করা হল); 3 হিসাব (লাভ-লোকসান গণনা); 4 স্বীকার করা (মানুষ বলে গণনা করা); 5 উল্লেখ ; 6 নির্দেশ (শত্রু বলে গণনা); 7 (জ্যোতিষ.) রাশি-নক্ষত্রের দ্বারা ভবিষ্যৎ শুভাশুভ নিরূপণ (ভবিষ্যৎ গণনা)। [সং. √গণ্ + অন, আ]। গণনীয় বিণ. স্বীকার্য; গণনা করার যোগ্য; গণনা করতে হবে এমন।
গমন definitions

Samsad Bengali-English Dictionary
গমন [ gamana ] n act of going, departure; movement; motion; gait; sexual intercourse, coition (পরদারগমন). গমন করা v. to go; to depart, to leave; to move. ~পথ n. a route; a way. ~শীল a. going, moving. গমনাগমন n. going and coming; departure and arrival; frequentation. গমনাগমন করা v. to go and come; to depart and arrive; to frequent. গমনার্থ, গমনীয় a. where one may go to; that which can be traversed, passable, accessible; where one is to go, destined. গমনোদ্যত a. about to go or depart or move. গমনোন্মুখ a. eager or about to go or depart or move.
Samsad Bangla Abhidhan
গমন [ gamana ] বি. 1 যাওয়া, প্রস্থান; 2 চলন, গতি; 3 স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)। [সং. √গম্ + অন]। গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা। গমনার্থ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য। গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন। গমিত বিণ. 1 অতিবাহিত; 2 জ্ঞাপিত, জানানো হয়েছে এমন ; 3 প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন।
জনন definitions

Samsad Bengali-English Dictionary
জনন [ janana ] n the act of begetting, progenition, procreation; birth; origination; production; reproduction. ~কোষ n. a reproductive cell, a gamete, a germ-cell. ~কোষাধার n. gametangium. ~যন্ত্র n. the reproductive organ. ~শক্তি n. generative or procreative power. ~শক্তিহীন a. sterile, barren; impotent; unproductive.
Samsad Bangla Abhidhan
জনন [ janana ] বি. 1 জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়); 2 উৎপাদন; 3 জন্ম, উৎপত্তি। [সং. √ জন্ + অন]। জননান্তর বি. জন্মান্তর। জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।
নমন definitions

Samsad Bengali-English Dictionary
নমন [ namana ] n act of bending, flexion; act of bowing down; genuflection; a bow or obeisance; submission, yielding; subdual. নমম বল (phys.) bending force. নমনাঙ্ক n. (phys.) bending moment. নমনীয় a. capable of being bent; flexible, pliable; capable of being bent in obeisance; sub missive, yielding; subduable. নমনীয়তা n. flexibility, pliability, pliancy; submis siveness.
Samsad Bangla Abhidhan
নমন [ namana ] বি. 1 নত হওয়া; নতি; 2 প্রণাম; 3 নামানো; 4 নোয়ানো; 5 বাঁকানো। [সং. √ নম্ + অন, √ নম্ + ণিচ্ + অন]। ~শীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন।
নিগমন definitions

Samsad Bengali-English Dictionary
নিগমন [ nigamana ] n going out, exit, outflow; issue.
Samsad Bangla Abhidhan
নিগমন [ nigamana ] বি. নির্গমন, বাইরের যাওয়া, বেরিয়ে যাওয়া (নিগমন পথ)। তু. বিপ. আগমন। [সং. নি + √ গম্ + অন]।
Off by 4 letters:
অগণন definitions

Samsad Bengali-English Dictionary
অগণন, অগণনীয় [ agaṇana, agaṇanīẏa ] a uncountable; countless, innumerable.
Samsad Bangla Abhidhan
অগণন, অগণনীয়, অগণিত, অগণ্য [ agaṇana, agaṇanīẏa, agaṇita, agaṇya ] বিণ. গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। [সং. ন+গণন, গণনীয়, গণিত, গণ্য]।
অনুগমন definitions

Samsad Bengali-English Dictionary
অনুগমন [ anugamana ] n going or coming after, following or pursuing.
Samsad Bangla Abhidhan
অনু-গমন [ anu-gamana ] বি. 1 অনুসরণ; পরে যাওয়া; 2 একত্রে যাএয়া; 3 সহমরণ। [সং. অনু + গমন]। অনু-গামী (-মিন্) বিণ. অনুগমন করে এমন। স্ত্রী. অনু-গামিনী
আগমন definitions

Bangla-Tangla Dictionary
আগমন – arrival
Samsad Bengali-English Dictionary
আগমন [ āgamana ] n coming; arrival. আগমনী n. any of the songs about the coming of Uma (উমা), Shiva's (শিব) wife, to her father's house as told in the Hindu legend. ☐ a. relating to coming or arrival.
Samsad Bangla Abhidhan
আগমন [ āgamana ] বি. এসে উপস্থিত হওয়া, আসা। [সং. আ + √ গম্ + অন]। আগমনি বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়। ☐ বিণ. আগমনসংক্রান্ত। [সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]। নিগমন [ nigamana ] বি. নির্গমন, বাইরের যাওয়া, বেরিয়ে যাওয়া (নিগমন পথ)। তু. বিপ. আগমন। [সং. নি + √ গম্ + অন]।
আনমন definitions

Samsad Bengali-English Dictionary
আনমন1 [ ānamana1 ] n bending down; bending down or curving slightly. আনমন2 [ ānamana2 ] a unmindful, absentminded.
Samsad Bangla Abhidhan
আনমন1 [ ānamana1 ] বি. অবনমন, নত করা, ঈষৎ নত করা। [সং. আ + √ নম্ + অন]। আনমনীয়, আনম্য বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। আনমিত বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন। আন-মন, আন-মনা [ āna-mana, āna-manā ] বিণ. 1 অন্যমনস্ক (বড়ই আনমনা ছেলে); 2 অমনোযোগী; 3 উদাসীন। [সং. অন্যমনস্]।
গণ definitions

Bangla-Tangla Dictionary
গণ
1. an astrological category that is assigned to each person: দেব, নর or রাক্ষশ
2. [adjective] public, people's, [noun] the people, multitudes
Samsad Bengali-English Dictionary
গণ [ gaṇa ] n a collection, a multitude; a number more than one (used as a sfx. to indicate plurality, e.g. বালকগণ = boys, পুরুষগণ = men); a community, a class; a group; a genus; a species; the common people, the masses; the attendants of Shiva (শিব); a clan, a race, a family; a classification of persons according to the stars predominant at their birth (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); (in Sanskrit gr.) a classification of verbs (ভ্বাদিগণ). ~অভ্যুত্থান n. mass rising, mass upheaval, mass revolt. ~আদালত n. people's court. ~আন্দোলন n. mass movement. ~চেতনা n. popular awareness; awakening of the people. ~তন্ত্র n. a form of government in which the supreme power is vested in the elected representatives of the people; democracy; a republic. ~তন্ত্রী, ~তান্ত্রিক a. re publican; democratic. ~দেব n. an appellation of Ganesha (গণেশ). ~দেবতা n. one of a class of subordinate deities; the people conceived as a deity. ~নাট্য n. people's theatre. ~নায়ক n. a leader of the people. ~নাথ, ~পতি n. the lord of the host; an appellation of Ganesha (গণেশ) and also Shiva (শিব). ~পরিষদ n. a constituent assembly. ~বিক্ষোভ n. popular unrest, people's agitation. ~ভোট n. plebiscite. ~মাধ্যম n. mass media. ~যুদ্ধ n. people's war. ~শক্তি n. power of the people, the united strength of the people; the people collectively; the sovereignty of the people. ~সংগীত n. folk song; group music; song of the masses. ~সংগ্রাম n. mass struggle. ~হত্যা n. genocide. গণাধিপ [ gaṇādhipa ] n same as গণনাথ (see গণ).
Samsad Bangla Abhidhan
গণ [ gaṇa ] বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ~ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ~তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ~তন্ত্রী (ন্ত্রিন্), ~তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ~দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ~দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ~নায়ক বি. জনসাধারণের নেতা। ~পতি, ~নাথ বি. 1 গণেশ; 2 শিব। ~পিটুনি, ~প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ~শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি গণপতি -র অনুরূপ। গণনাথ, গণনায়ক, গণপতি, গণশক্তি [ gaṇanātha, gaṇanāẏaka, gaṇapati, gaṇaśakti ] দ্র গণ
গণনা definitions

Samsad Bengali-English Dictionary
গণন, গণনা [ gaṇana, gaṇanā ] n act of reckoning or counting, enumeration (সংখ্যাগণনা); act of doing a mathematical sum; act of deciding or judging (as); decision, judgment (দোষী বলে গণনা করা); act of considering or regarding (as), consideration (মানুষ বলে গণনা); act of pointing out (as), mention (শত্রু বলে গণনা); (astrol.) prediction, foretelling, divination. গণনা করা v. to reckon, to count, to enumerate; to calculate, to compute; to do (a mathematical sum), to work out; to judge; to consider, to regard (as); to point out, to mention; (astrol.) to predict, to foretell, to divine. গণনাকারী n. an enumerator. ~যন্ত্র a counting instrument, a calculator. গণনার্থ a. worthy of being reckoned or counted; worth considering or counting. গণনীয় a. count able; calculable; worth considering or mentioning.
Samsad Bangla Abhidhan
গণন, গণনা [ gaṇana, gaṇanā ] বি. 1 সংখ্যা করা, অঙ্ক কষা; 2 বিবেচনা (দোষী বলে গণনা করা হল); 3 হিসাব (লাভ-লোকসান গণনা); 4 স্বীকার করা (মানুষ বলে গণনা করা); 5 উল্লেখ ; 6 নির্দেশ (শত্রু বলে গণনা); 7 (জ্যোতিষ.) রাশি-নক্ষত্রের দ্বারা ভবিষ্যৎ শুভাশুভ নিরূপণ (ভবিষ্যৎ গণনা)। [সং. √গণ্ + অন, আ]। গণনীয় বিণ. স্বীকার্য; গণনা করার যোগ্য; গণনা করতে হবে এমন।
গন definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of গনা: গনা [variant of গোনা]; to count
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present simple tense of গনা: গনা [ ganā ] v to count, to enumerate; to calculate, to compute; to consider; to regard as (মানুষ বলে গনা); to anticipate, to apprehend (বিপদ গনা); to foretell, to divine; to read as a palmist. ☐ a. counted, enumerated; calculated; considered, reckoned; anticipated; exactly just (গনা দশ বৎসর). ~গনতি, ~গুনতি a. neither more nor less, exact, just.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present simple tense of গনা: গণইতে [ gaṇitē ] অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 2nd person ordinary present simple tense of গনা: গনা, গণা [ ganā, gaṇā ] ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। ☐ বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। ☐ বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ~গনতি, ~গুনতি, ~গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গনগন definitions

Samsad Bengali-English Dictionary
গনগন [ ganagana ] int expressing the blazing state. গনগন করা v. (of fire) to burn blazingly, to blaze. গনগনে a. blazing.
Samsad Bangla Abhidhan
গন-গন, গন্-গন্ [ gana-gana, gan-gan ] বি. অব্য. অগ্নিশিখার প্রজ্বলনের আওয়াজ বা তার প্রখরতার ভাবসূচক (গনগন করছে)। গন-গনে বিণ. তেজালো, লেলিহান ('গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে': শ. ঘো.)।
গম definitions

Bangla-Tangla Dictionary
গম – wheat
Samsad Bengali-English Dictionary
গম [ gama ] n wheat.
Samsad Bangla Abhidhan
গম [ gama ] বি. ভোজ্য শস্যবিশেষ, গোধূম। [সং. গোধূম]।
গুণন definitions

Samsad Bengali-English Dictionary
গুণ2 [ guṇa2 ] n a quality, a property, a characteristic (দ্রব্যগুণ); a good quality, a virtue, a merit, excellence (গুণমুগ্ধ); (ridi.) a bad or mischievous quality or practice, a vice, a demerit (গুণে ঘাট নেই); a good effect or action (শিক্ষার গুণ, ওষুধের গুণ); an effect or action; (ridi.) an evil result or action (মিথ্যার গুণ); an influence (সঙ্গগুণ); an evil influence; power, competency, efficacy (লোক বশ করার গুণ); (sc.) a natural quality or property; (phil.) any of the three primordial qualities in living beings (সত্ত্বগুণ = goodness; রজোগুণ = passion or spiritedness; তমোগুণ = darkness); occult power, charm, sorcery, exorcism (ওঝা গুণ জানে); (rhet.) any of the qualities constituting the excellence of a literary composition (ওজঃগুণ = vigour, মাধুর্যগুণ = elegance, প্রসাদগুণ = lucidity); (math.) multiplication; (math.) one of a number of multiplied instances, so many times (পাঁচ-দু-গুণে দশ); a bowstring; a string, a thread ('গাঁথে বিদ্যা গুণে'); a towline, a tow rope. গুণ করা v. to multiply; to allure or charm or influence or control by sorcery, to bewitch, to cast a spell over. গুণ গাওয়া v. to sing in praise of; to praise, to laud, to eulogize, to speak highly of. গুণ টানা v. to tow. গুণ পাওয়া v. to be benefited by the good action or influence (of); to find a virtue (in). ~ n. a multiplier, multiplicator; a factor. ☐ a. that which multiplies, multiplying, multiplicating. গুণকনির্ণয় n. factorization. ~কারক a. that which multiplies, multiplying, multiplicating; beneficial; productive of good, efficacious. ~কীর্তন, ~গান n. act of singing in praise of; act of praising, laudation; publicity of one's good qualities. গুণকীর্তন করা, গুণগান করা v. to sing in praise of; to praise, to laud; to circulate the good qualities of. ~গরিমা, ~গৌরব n. value or glory of one's good qualities or virtues. ~গ্রহণ n. appreciation of one's good qualities or virtues. গুণগ্রহণ করা v. to appreciate the good qualities or virtues of. ~গ্রাম n. pl. good qualities or virtues. ~গ্রাহিতা n. appreciation of others' good qualities or virtues. ~গ্রাহী a. one who appreciates the good qualities or virtues of others. fem. ~গ্রাহিণী । ~জ্ঞ a. conscious or appreciative of the good qualities or virtues of others. ~জ্ঞতা n. consciousness about or appreciation of the good qualities or virtues of others. ~ত্রয় n. pl. (phil.) the three primordial qualities in living beings (namely, সত্ত্বগুণ, রজোগুণ, তমোগুণ)~ধর a. full of good qualities or parts; (ridi.) full of vices or demerits. ~ধাম, ~নিধি n. a man richly endowed with good qualities or parts. ~ n. (math.) multiplication. ~নীয় a. (math.) that which is to be or may be multiplied (by). ☐ n. a multiplicand. ~নীয়ক n. (math.) a factor, a measure; (math.) a multiplicand. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক see গরিষ্ঠ । ~পনা n. skill; good qualities; attainment, accomplishment. ~ফল n. (math.) a product (of multiplication). ~বত্তা n. possession of good qualities or parts or merits. ~বর্ণন, ~বর্ণনা n. description or account of one's good qualities or merits. গুণ বর্ণনা করা v. to describe the good qualities or merits (of), to give an account of one's good qualities or merits. ~বাচক a. expressing the good qualities or merits of; (fig.) adjectival, attributive; (log.) connotative. ~বাদ n. praise, lau dation. ~বাদ করা v. to praise, to laud. ~বান a. possessing good qualities or parts. fem. ~বতী । বান পুরুষ a man of qualities or parts. ~বৃক্ষ n. a mast. ~বৈষম্য n. dissimilarity or disparity of qualities or virtues or properties; combination or mixture of contrary qualities or virtues or properties. ~মণি n. a man possesed of the noblest qualities or the highest excellence. ~ময় same as ~বান fem. ~ময়ী । ~মুগ্ধ a. fascinated by one's good qualities or virtues or merits. fem. ~মুগ্ধা । ~মুগ্ধ ব্যক্তি n. (masc. & fem.) an admirer. ~যুক্ত a. having good qualities or virtues or merits; having a (particular) quality or property. ~শালী same as ~বান । fem. ~শালিনী । ~শালিতা same as ~বত্তা । ~শূন্য a. having no good quality or virtue or merit; lacking in a (particular) quality or property. ~সম্পন্ন same as ~যুক্ত fem. ~সম্পন্না । ~সাগর same as ~নিধি । ~হীন a. destitute of good qualities or merits or parts. fem. ~হীনা ।
Samsad Bangla Abhidhan
গুণ [ guṇa ] বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাৎ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উৎকর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাৎ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই > এ, উ > ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ~ বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। ☐ বিণ. গুণকারক। ~কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ~গরিমা, ~গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ~গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ~গ্রাম বি. গুণাবলি। ~গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ~গ্রাহিণী বি. ~গ্রাহিতা। ~চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ~জ্ঞ বিণ. গুণগ্রাহী। ~ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ~ধাম, ~নিধি বি. গুণী ব্যক্তি। ~ বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ~নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। ☐ বি. ওইরূপ রাশি, multiplicand. ~নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ~পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ~ফল বি. (গণি.) গুণনের দ্বারা উৎপন্ন রাশি, product. ~বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ~বাচক বিণ. গুণপ্রকাশক। ~বাদ বি. গুণবর্ণন। ~বান (-বৎ) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ~বতী। ~বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ~বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ~মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ~ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ~ময়ী। ~মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ~মুগ্ধা। ~শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ~শালিনী। বি. ~শালিতা। ~শূন্য, ~হীন বিণ. যার গুণ নেই। ~সম্পন্ন বিণ. গুণযুক্ত। ~সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি।
চনমন definitions

Samsad Bengali-English Dictionary
চনমন [ canamana ] int expressing vivacity or liveliness. চনমনে a. vivacious, lively, sprightly.
Samsad Bangla Abhidhan
চন-মন [ cana-mana ] অব্য. বি. সজীবতার ভাবপ্রকাশক। [দেশি]। চন-মনে বিণ. সতেজ, প্রাণবন্ত (প্রাতর্ভ্রমণে শরীর চনমনে থাকে)।
জগ definitions

Samsad Bengali-English Dictionary
জগ1 [ jaga1 ] in comp the world (জগজন, জগমোহন). জগ2 [ jaga2 ] n a jug.
Samsad Bangla Abhidhan
জগ1 [ jaga1 ] বি. বিশ্ব, জগৎ, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগৎ]। জগ2 [ jaga2 ] বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]।

Processing time: 0.67 s