Off by 4 letters:
খোকা definitions

Bangla-Tangla Dictionary
খোকা – kid
Samsad Bangla Abhidhan
খোকন [ khōkana ] বি. (আদরার্থে) খোকা। [খোকা দ্র]। খোকা [ khōkā ] বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]। ~পনা, ~মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ~ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।
খোদকার definitions

Samsad Bengali-English Dictionary
খোদকার [ khōdakāra ] n an engraver; a carver. খোদকারি n. engraving; carving; interference in other's work.
Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
ছোটখাট definitions

Bangla-Tangla Dictionary
ছোটখাট – very small, of very short duration
Samsad Bangla Abhidhan
ছোট, ছোটো [ chōṭa, chōṭō ] বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড < সং. ক্ষুদ্র]। ~খাট, ~খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ~বেলা ছেলেবেলা -র অনুরূপ। ~মোটো ছোটখাটো -র অনুরূপ। ~লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি হাজরি দ্র
ছোটবার definitions

Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of ছোটা: ছোটা – to run, to rapidly flow down
Samsad Bengali-English Dictionary
genitive of verbal noun of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] v to run; to flow speedily (স্রোত ছোটা); to flow out profusely or rapidly (ঘাম ছোটা); to come or go out (আগুন ছুটছে); to pour down profusely or rap idly ('বাদল ছুটেছে'); to fly, to go off (তির ছোটা); to come off flying (খিল ছোটা); to release from influence, to re lax influence (নেশা ছোটা); to come off, to fade (রং ছোটা); to break (ঘুম ছোটা). to stream out (মুখ ছোটা); ঘুম ছোটা v. to awake. নেশা ছোটা v. to get sober. মুখ ছোটা v. to vituperate; to be vociferous. ছুটাছুটি, ছোটাছুটি n. act or spell of running about; bustle. ছুটানো v. to cause to run or to flow speedily; to cause to flow out profusely or rapidly; to expel; to cause to come off flying; to remove the influence of; to break (ঘুম ছুটানো); to cause to stream out (মুখ ছুটানো).
Samsad Bangla Abhidhan
genitive of verbal noun of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ~ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ~নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছোটলোক definitions

Samsad Bengali-English Dictionary
ছোট [ chōṭa ] a small, little, tiny (ছোট ছেলেমেয়ে, ছোট কুকুর, ছোট গাছ, ছোট পুকুর); short (ছোট গল্প, ছোট দড়ি); trifling (ছোট ব্যপার); mean, base, low (ছোটমন, ছোট নজর, ছোটলোক); lower, subordinate, concerned with small causes (ছোট আদালত); junior (ছোট সাহেব); younger (ছোট ভাই); youngest (ছোট ছেলে, ছোট বউ); socially depressed (ছোট জাত); holding lesser amount of shares, junior (ছোট তরফ); belittled (লোকের চোখে ছোট হওয়া); modest ('বড় যদি হতে চাও, ছোট হও তবে ') ~খাটো a. (very) trifling (ছোট খাটো ব্যাপার); (very) small (ছোটখাটো ঘর বা গাছ); (very) short (ছোটখাটো গল্প). ~জজ a puisne judge. ~লোক n. a base or mean-minded person; a rude or uncivil person; a person belonging to a socially depressed class. ~হাজরি see হাজরি ।
Samsad Bangla Abhidhan
ছোট, ছোটো [ chōṭa, chōṭō ] বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড < সং. ক্ষুদ্র]। ~খাট, ~খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ~বেলা ছেলেবেলা -র অনুরূপ। ~মোটো ছোটখাটো -র অনুরূপ। ~লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি হাজরি দ্র
ছোটা definitions

Bangla-Tangla Dictionary
ছোটা – to run, to rapidly flow down
Samsad Bengali-English Dictionary
ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] v to run; to flow speedily (স্রোত ছোটা); to flow out profusely or rapidly (ঘাম ছোটা); to come or go out (আগুন ছুটছে); to pour down profusely or rap idly ('বাদল ছুটেছে'); to fly, to go off (তির ছোটা); to come off flying (খিল ছোটা); to release from influence, to re lax influence (নেশা ছোটা); to come off, to fade (রং ছোটা); to break (ঘুম ছোটা). to stream out (মুখ ছোটা); ঘুম ছোটা v. to awake. নেশা ছোটা v. to get sober. মুখ ছোটা v. to vituperate; to be vociferous. ছুটাছুটি, ছোটাছুটি n. act or spell of running about; bustle. ছুটানো v. to cause to run or to flow speedily; to cause to flow out profusely or rapidly; to expel; to cause to come off flying; to remove the influence of; to break (ঘুম ছুটানো); to cause to stream out (মুখ ছুটানো). ছোটা2 [ chōṭā2 ] n a piece of dried bark of banana or dried straw used as a string.
Samsad Bangla Abhidhan
ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ~ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ~নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ছোটা1, ছোটাছুটি, ছোটানো [ chōṭā1, chōṭāchuṭi, chōṭānō ] যথাক্রমে ছুটা, ছুটাছুটি ও ছুটানো -র চলিত রূপ। ছোটা2 [ chōṭā2 ] বি. শুকনো ঘাস, কলাগাছের খোসা ইত্যাদি দিয়ে তৈরি বোঝা বাঁধবার দড়ি (ছোটা দিয়ে বাঁধা)। [সং. সূত্র?]।
ছোটো definitions

Bangla-Tangla Dictionary
ছোটো[variant of ছোট]; small

2nd person ordinary present imperative tense of ছোটা:
ছোটা – to run, to rapidly flow down

Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] v to run; to flow speedily (স্রোত ছোটা); to flow out profusely or rapidly (ঘাম ছোটা); to come or go out (আগুন ছুটছে); to pour down profusely or rap idly ('বাদল ছুটেছে'); to fly, to go off (তির ছোটা); to come off flying (খিল ছোটা); to release from influence, to re lax influence (নেশা ছোটা); to come off, to fade (রং ছোটা); to break (ঘুম ছোটা). to stream out (মুখ ছোটা); ঘুম ছোটা v. to awake. নেশা ছোটা v. to get sober. মুখ ছোটা v. to vituperate; to be vociferous. ছুটাছুটি, ছোটাছুটি n. act or spell of running about; bustle. ছুটানো v. to cause to run or to flow speedily; to cause to flow out profusely or rapidly; to expel; to cause to come off flying; to remove the influence of; to break (ঘুম ছুটানো); to cause to stream out (মুখ ছুটানো).
Samsad Bangla Abhidhan
ছোট, ছোটো [ chōṭa, chōṭō ] বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড < সং. ক্ষুদ্র]। ~খাট, ~খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ~বেলা ছেলেবেলা -র অনুরূপ। ~মোটো ছোটখাটো -র অনুরূপ। ~লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি হাজরি দ্র 2nd person ordinary present imperative tense of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ~ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ~নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
টোকা definitions

Bangla-Tangla Dictionary
টোকা – tap (eg, with a finger) (+ মারা = to tap)
Samsad Bengali-English Dictionary
টোকা2 [ ṭōkā2 ] n a flip, a fillip; a tap. টোকা মারা, টোকা দেওয়া v. to flip, to fillip; to tap. টোকা3 [ ṭōkā3 ] n a farmer's field-hat, a large straw-made covering for the head to protect it from the sun and rain, a covering for the head made of palm leaves or straw and shaped like a slouch-hat.
Samsad Bangla Abhidhan
টুকা1, টোকা1 [ ṭukā1, ṭōkā1 ] ক্রি. 1 দোষের উল্লেখ করা; 2 তিরস্কার করা (কথায় কথায় লোককে টোকে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ টোক]। টুকা2, টোকা2 [ ṭukā2, ṭōkā2 ] ক্রি. 1 লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); 2 নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); 3 অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~টুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]। টোকা2 [ ṭōkā2 ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। টোকা3 [ ṭōkā3 ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।
Off by 5 letters:
কার definitions

Bangla-Tangla Dictionary
কার
1. a vowel symbol in its abbreviated form (eg, ই-কার means ি, এ-কার means ে) [suffix]
2. whose [interrogative]
Samsad Bengali-English Dictionary
কার2 [ kāra2 ] n a cord (esp. one made of silk). কার3 [ kāra3 ] n trouble, difficulty; a fix. কারে পড়া, কারে আটকানো v. to get into trouble, to be in the soup; to be in a fix. কারে পড়ে সাধুতা দেখানো to make a virtue of necessity. কার4 [ kāra4 ] in comp used as a sfx. indicating: a doer, a maker, a performer, an author, an artist, an artisan etc. (কুম্ভকার, সূপকার, গ্রন্থকার, রূপকার, স্বর্ণকার); utterance (জয়জয়কার, ধিক্কার); an act (নমস্কার, বহিস্কার) any of the post-consonantal symbols (আ-কার, এ-কার); indicative of the genitive case (অদ্যকার, বৎসরকার).
Samsad Bangla Abhidhan
কার1 [ kāra1 ] কাহার -এর চলিত রূপ। কার2 [ kāra2 ] বি. পাকানো সরু সুতো। [ইং. cord]। কার3 [ kāra3 ] বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)। [ফা. কার্]। কার4 [ kāra4 ] বি. 1 যে করে; নির্মাতা, রচনাকারী;শিল্পী (স্বর্ণকার, মালাকার, রূপকার); 2 উক্তি, উচ্চারণ (জয়জয়কার, হুংকার); 3 কার্য, ক্রিয়া (নমস্কার, আবিষ্কার); 4 অক্ষর বা তার চিহ্ন (অ-কার, ও-কার)। [সং. √ কৃ + অ]। কার [ kāra ] 5 -কের সম্বন্ধার্থ বাংলা প্রত্যয়বিশেষ (আজিকার, আজকের, আগেকার, ভিতরকার)
খোদ-কার definitions

Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
খোদকারি definitions

Samsad Bengali-English Dictionary
খোদকার [ khōdakāra ] n an engraver; a carver. খোদকারি n. engraving; carving; interference in other's work.
Samsad Bangla Abhidhan
খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।
খোর definitions

Samsad Bengali-English Dictionary
খোর [ khōra ] sfx indicating: one who eats (মছলিখোর); one who is addicted to (গাঁজাখোর, নেশাখোর).
Samsad Bangla Abhidhan
-খোর [ -khōra ] বিণ. 1 (নিন্দার্থে) যে খায় বা ভোগ করে (সুদখোর, ঘুষখোর); 2 আসক্ত (নেশাখোর)। [ফা. খোর্]।
খোয়ার definitions

Samsad Bengali-English Dictionary
খোয়ার [ khōẏāra ] n misery; distress; harm; humiliation; insult; punishment; condemnation; reproof; blame. খোয়ার হওয়া v. to be stricken with misery or distress; to suffer harm or humiliation or insult; to be punished or condemned or reproved or blamed.
Samsad Bangla Abhidhan
খোয়ার [ khōẏāra ] বি. স্বপ্ন (তুমি কি খোয়াব দেখছ নাকি?)। [ফা. খ্বাব্]।
ঘটকার definitions

Samsad Bengali-English Dictionary
ঘটকার [ ghaṭakāra ] n a potter.
Samsad Bangla Abhidhan
ঘট [ ghaṭa ] বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ~কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ~কার বি. কুম্ভকার, কুমোর। ঘটকার [ ghaṭakāra ] দ্র ঘট
ছকা definitions

Samsad Bengali-English Dictionary
ছকা [ chakā ] v to sketch or draft; to roughcast; to make a preliminary or draft plan; to chalk out, to draw.
Samsad Bangla Abhidhan
ছক [ chaka ] বি. 1 দাবা পাশা ইত্যাদি খেলার ঘর; 2 নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল। [দেশি]। ছক কাটা ক্রি. বি. 1 রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; 2 (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)। ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়। ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)। ছকা [ chakā ] দ্র ছক
ছটা definitions

Samsad Bengali-English Dictionary
ছটা [ chaṭā ] n glow, shine, lustre; light; beauty, glamour, splendour (রূপের ছটা); sequence, serial, succession (শ্লোকের ছটা); a series.
Samsad Bangla Abhidhan
ছটা [ chaṭā ] বি. 1 দীপ্তি (সূর্যের রঙের ছটা); 2 আভা, আলোক; 3 সৌন্দর্য, শোভা (রূপের ছটা); 4 জাঁকজমক, ঘটা (বাক্যের ছটা); 5 সমূহ; পরম্পরা (শ্লোকের ছটা)। [সং. √ ছো + অট + আ]।
ছার definitions

Samsad Bengali-English Dictionary
ছার [ chāra ] n ashes; (fig.) a contemptible thing, rubbish (কী ছার বলছ); (fig.) a contemptible person (সে কোন ছার); (fig.) the mortal body ('রাগ দ্বেষ মোহ লইয়া ছার'). ☐ a. base; contemptible. ~কপালে n. (vul. in abuses) an unfortunate or ill starred man. ☐ a. unfortunate or ill starred. fem. ~কপালী । ~খার n. ruin, downfall (ছারখারে যাওয়া). ☐ a. ruined, downfallen (ছারখার হওয়া). আমি কোন ছার not to speak of a humble man like me.
Samsad Bangla Abhidhan
ছার [ chāra ] বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। ☐ বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ~কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ~কপালি। ~খার বি. সর্বনাশ; অধঃপাত। ☐ বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উৎসন্ন (ছারখার হওয়া)।
ছিটকা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ছিটকানো: ছিটকানো – to splatter, to be thrown off
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ছিটকানো: ছিটকানো [ chiṭakānō ] v to spatter (both t. & i.); to re bound, to fly off (only i). ☐ a. spattered; rebounded, flown off.
Samsad Bangla Abhidhan
ছিটকা [ chiṭakā ] ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ~নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ছিটকানি1 [ chiṭakāni1 ] বি. ছিটকে-পড়া তরল পদার্থ। [ছিটকা দ্র]। 2nd person intimate present imperative tense of ছিটকানো: ছিটকা [ chiṭakā ] ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ~নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছোঁকা definitions

Samsad Bangla Abhidhan
ছোঁকা [ chōn̐kā ] বি. ছক্কা, ঘিয়ে বা তেলে সাঁতলানো কুমড়ো ইত্যাদি নানারকম সবজির ব্যঞ্জনবিশেষ। [ছেঁকা2 দ্র]।
ছোকরা definitions

Bangla-Tangla Dictionary
ছোকরা [noun] young inexperienced man
Samsad Bengali-English Dictionary
ছোকরা [ chōkarā ] n (usu. dero.) a young man; a lad; a boy; a greenhorn; a boy servant; a serving-boy; a page; an underage employee. ☐ a. tender-aged, young; young and inexperienced.
Samsad Bangla Abhidhan
ছুকরি [ chukari ] বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা ছোকরা [ chōkarā ] বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য। ☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি

Processing time: 0.7 s