ছোঁড়া definitions

Bangla-Tangla Dictionary
ছোঁড়া [variant of ছোড়া]; to throw
Samsad Bengali-English Dictionary
ছোঁড়া2 [ chōn̐ṛā2 ] n (dero.) a young man, a lad.
Samsad Bangla Abhidhan
ছুঁড়ি [ chun̐ṛi ] বি. (সচ. তুচ্ছার্থে) 1 নবযুবতী; 2 কিশোরী; 3 বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়াওঠ ছুঁড়ি তোর বিয়ে যথোচিত প্রস্তুতির আগেই হঠাৎ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান। ছোঁড়া1 [ chōn̐ṛā1 ] বি. (অনাদরে) ছোকরা, বালক; কিশোর। [বাং. ছেমড়া < সং. ছমণ্ডা। স্ত্রী. ছুঁড়ি]। ছোঁড়া2, ছুড়া, ছোড়া [ chōn̐ṛā2, chuṛā, chōṛā ] ক্রি. 1 নিক্ষেপ করা (ঢিল ছুড়ছে); 2 সঞ্চালন করা (হাত-পা ছোড়া); 3 দাগা (বন্দুক ছোড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. নিক্ষিপ্ত। [সং. √ ক্ষিপ্]। ~ছুঁড়ি, ~ছুড়ি বি. ক্রমাগত ছোড়া; পরস্পরের প্রতি ছোড়া। ~নো ক্রি. নিক্ষেপ করানো; দাগানো। ☐ বি. উক্ত দুই অর্থে।

Processing time: 0.37 s