ছেঁড়া definitions

Bangla-Tangla Dictionary
ছেঁড়া – to tear, to come off
Samsad Bangla Abhidhan
ছিঁড়া, ছেঁড়া [ chin̐ṛā, chēn̐ṛā ] ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। ☐ বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উৎপাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ~খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ~ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উৎকট বিপদ। ~নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ছেঁড়া, ছেঁড়াছিঁড়ি [ chēn̐ṛā, chēn̐ṛāchin̐ṛi ] যথাক্রমে ছিঁড়া ও ছিঁড়াছিঁড়ি -র চলিত রূপ।

Processing time: 0.38 s