ছুটানো definitions

Bangla-Tangla Dictionary
ছুটানো – to cause to run, to cause to rapidly flow down
Samsad Bengali-English Dictionary
ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] v to run; to flow speedily (স্রোত ছোটা); to flow out profusely or rapidly (ঘাম ছোটা); to come or go out (আগুন ছুটছে); to pour down profusely or rap idly ('বাদল ছুটেছে'); to fly, to go off (তির ছোটা); to come off flying (খিল ছোটা); to release from influence, to re lax influence (নেশা ছোটা); to come off, to fade (রং ছোটা); to break (ঘুম ছোটা). to stream out (মুখ ছোটা); ঘুম ছোটা v. to awake. নেশা ছোটা v. to get sober. মুখ ছোটা v. to vituperate; to be vociferous. ছুটাছুটি, ছোটাছুটি n. act or spell of running about; bustle. ছুটানো v. to cause to run or to flow speedily; to cause to flow out profusely or rapidly; to expel; to cause to come off flying; to remove the influence of; to break (ঘুম ছুটানো); to cause to stream out (মুখ ছুটানো).
Samsad Bangla Abhidhan
ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ~ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ~নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.4 s