Off by 2 letters:
কিনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of কেনা: কেনা – to buy
চিনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of চেনা: চেনা – to know (a person), to recognize
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of চেনা: চিনা, চেনা [ cinā, cēnā ] বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। ☐ বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন > বাং. চিন + আ]। ~চিনি বি. পরস্পর পরিচয়। ~নো ক্রি. বি. পরিচিত করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~পরিচয়, ~শুনা, (কথ্য) ~শোনা বি. আলাপপরিচয়।
ছন definitions

Samsad Bangla Abhidhan
ছন [ chana ] বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ। [তু. সং. শণ]।
ছি definitions

Bangla-Tangla Dictionary
ছি [interjection] expression of chiding, disgust, etc
Samsad Bengali-English Dictionary
ছি [ chi ] int fie. ছি-ছি n. reproach, upbraiding, abuse, condemnation. ছি-ছি করা v. to reproach, to upbraid, to look down upon, to condemn.
Samsad Bangla Abhidhan
ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। ছিছিক্কার [ chichikkāra ] দ্র ছি ছ্যা [ chyā ] দ্র ছি
ছিটানো definitions

Bangla-Tangla Dictionary
shadhu verbal noun of ছেটানো: ছেটানো – to sprinkle (liquid)
Samsad Bangla Abhidhan
ছিটা, (কথ্য) ছিটে [ chiṭā, (kathya) chiṭē ] বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ~ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ~নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ~ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ~বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ~বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা।
ছিনা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
ছিনতাই [ chinatāi ] দ্র ছিনা3 ছিনা1 [ chinā1 ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ~জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক। ছিনা2 [ chinā2 ] বি. 1 বুক, বক্ষঃস্থল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]। ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)। 2nd person intimate present imperative tense of ছিনানো: ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনানো definitions

Bangla-Tangla Dictionary
ছিনানো – to snatch
Samsad Bengali-English Dictionary
ছিনানো [ chinānō ] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or seizure.
Samsad Bangla Abhidhan
ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনে definitions

Samsad Bangla Abhidhan
ছিনা1 [ chinā1 ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ~জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক।
ছিপানো definitions

Samsad Bengali-English Dictionary
ছিপানো [ chipānō ] v to slip, to give (one) the slip, to hide; to keep in hiding, to lie concealed. ☐ a. slipped away, hidden; concealed.
Samsad Bangla Abhidhan
ছিপা [ chipā ] ক্রি. লুকানো, গোপন করা। [হি. ছিপ্না]। ~নো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছো definitions

Samsad Bangla Abhidhan
ছৌ, ছো [ chau, chō ] বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ। [দেশি]।
নো definitions

Samsad Bangla Abhidhan
গুমরা [ gumarā ] ক্রি. মনে চেপে রাখা শোক, দুঃখ, অভিমান, ঈর্ষা প্রভৃতিতে কষ্ট পাওয়া; মনে মনে দুঃখকষ্ট ভোগ করা (নিজের মনে গুমরে মরছে, বেদনা গুমরে উঠছে)। [তু. ফা. গুম্সুম=মৌনী, নিস্তব্ধ]। নো ক্রি. গুমরা। ☐ বি. উক্ত অর্থে। পাছড়া2 [ pāchaṛā2 ] ক্রি. পাছড়ানো। [পাছাড় দ্র]।~নো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।
Off by 3 letters:
অছি definitions

Samsad Bengali-English Dictionary
অছি [ achi ] n a guardian, a custodian; a trustee; an administrator.
Samsad Bangla Abhidhan
অছি [ achi ] বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ~পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্থাবিশেষ, Trusteeship Council.
আছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of আছ-: আছ- – to be
Samsad Bengali-English Dictionary
আছি [ āchi ] v (sing.) am; (pl.) are.
আছিনু definitions

Samsad Bengali-English Dictionary
আছিনু [ āchinu ] v (poet.) 1st per. (sing.) was; (pl.) were.
আছো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of আছ-: আছ- – to be
আনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
আন2 [ āna2 ] ক্রি আনো (অর্থাৎ আনয়ন করো)-র বর্জি. রূপ। 2nd person ordinary present imperative tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
এনো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of আনা: আনা – to bring
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of আনা: আনা2 [ ānā2 ] v to fetch, to bring.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of আনা: আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ~নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।
ঐছন definitions

Samsad Bengali-English Dictionary
ঐছন [ aichana ] alt spell. of অইছন ।
Samsad Bangla Abhidhan
তৈছন [ taichana ] বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]। তু. ঐছন, কৈছন, জৈছনতৈছে ক্রি-বিণ. সেইভাবে, সেইরূপে। তু. ঐছে, কৈছে, জৈছে
কিন definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary present simple tense of কেনা: কেনা – to buy

shadhu 2nd person ordinary present imperative tense of কেনা:
কেনা – to buy

গছানো definitions

Samsad Bengali-English Dictionary
গছানো [ gachānō ] v to cause to accept a thing or a responsibility (esp. craftily), to persuade to accept. ☐ a. that has been caused to be accepted (esp. craftily.) গছিয়ে দেওয়া same as গছানো (v.).

Processing time: 1.81 s