ছায়ার definitions

Bangla-Tangla Dictionary
genitive of ছায়া: ছায়া – shade, shadow
Samsad Bengali-English Dictionary
genitive of ছায়া: ছায়া [ chāẏā ] n a reflection, a shadow; shade, umbra (ছায়ায় বসা); semblance, resemblance, likeness (ছেলেটি বাপেরই ছায়া); slight influence (এ কবিতায় রবীন্দ্রনাথের ছায়া আছে); a faint shadow (এ উৎসবে আনন্দের ছায়াও নেই); a constant companion (ছায়া হয়ে সঙ্গে থাকা); a spectre, an apparition, a ghost (ছায়াশরীর); darkness (রাতের ছায়া, সন্ধ্যার ছায়া); glow, shine, lustre (রত্নচ্ছায়া); shelter or protection ('দেহ পদচ্ছায়া'); the name of the wife of the Hindu sungod. ছায়া না মাড়ানো to keep one's distance, to stand or keep aloof. ~চিত্র n. a cinemato graphic film; a cinema. ~তরু n. a large tree giving shade. ~ত্মজ, ~সুত n. Sat urn, the son of the sungod. ~দেহ, ~শরীর n. a spectre, an apparition, a phantom, a ghost. ~নট n. an Indian musical mode. ~পথ n. galaxy, the Milky Way. ~বাজি n. magic; magic lantern. ~ভিনয় n. shadow-play. ~মণ্ডপ n. a canopied place in the open (esp. where a Hindu wedding-ceremony is held). ~ময় a. shady, umbrageous, shadowy, bowery (ছায়াময় স্থান); spectral, apparitional, ghostly (ছায়াময় দেহ). ~মুর্তি n. an apparition, a phantom, a spectre, a ghost.
Samsad Bangla Abhidhan
genitive of ছায়া: ছায়া [ chāẏā ] বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উৎপন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ~চিত্র বি. সিনেমার ছবি। ~চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ~তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ~ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাৎ শনিদেব। ~দেহ, ~শরীর বি. অশরীরী মূর্তি। ~নট বি. রাগবিশেষ। ~পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ~বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ~মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্থান; ছাঁদনাতলা। ~ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাৎ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ~মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ~সুত বি. শনি।

Processing time: 0.39 s