ছাঁটা definitions

Bangla-Tangla Dictionary
ছাঁটা – to trim, to clip
Samsad Bengali-English Dictionary
ছাঁটা [ chān̐ṭā ] v to cut, to cut off, to clip, to trim, to crop, to lop, to prune; (rare) to husk; to exclude (দল থেকে ছাঁটা); to retrench; to cut short, to reduce (খরচ ছাঁটা, গল্প ছাঁটা). ☐ a. clipped, trimmed, cropped, lopped, pruned; husked, husking; excluded; retrenched; reduced. ~ n. cut ting off or clipping or trimming or cropping or pruning; exclusion; retrenchment; reduction; scrap. ছাঁটাই করা v. to cut off, to clip, to trim, to prune; to exclude; to retrench; to reduce. ~প্রস্তাব n. a cut motion. ~নো v. to cause to cut off or clip or trim or prune; to cause to be cut off or clipped or trimmed or pruned. ছেঁটে ফেলা v. to cut off, to clip, to trim, to lop; to exclude.
Samsad Bangla Abhidhan
ছাঁট1 [ chān̐ṭa1 ] বি. 1 কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); 2 ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। ☐ বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ~কাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য। ছাঁটা [ chān̐ṭā ] ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ~ বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ~নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ছেঁটে দেওয়া [ chēn̐ṭē dēōẏā ] দ্র ছাঁটা

Processing time: 0.4 s