চূড়ান্ত definitions

Bangla-Tangla Dictionary
চূড়ান্ত – extreme, final
Samsad Bengali-English Dictionary
চূড়া [ cūṛā ] n top, summit (বৃক্ষচূড়া, পর্বতচূড়া); a peak; a pinnacle (মন্দিরের চূড়া); a diadem, a crown, a coronet; the solemn ceremony of shaving one's head leaving a tuft of hair uncut; (cp.) tonsuring (also চূড়াকরণ, চূড়াকর্ম); a tuft of hair thus left out uncut (চূড়া বাঁধা). চূড়ান্ত n. the acme or extreme; conclusion, decision; finality. ☐ a. extreme; conclusive, decisive; final. ~মণি n. a jewel for a diadem or crown; a title awarded to some scholars; (fig.) the best or chief man. ~মণিযোগ n. a conjunction of planets regarded as holy by Hindus.
Samsad Bangla Abhidhan
চূড়া [ cūṛā ] বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ~করণ, ~কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ~ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। ☐ বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ~মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ~মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ।

Processing time: 0.42 s