Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 2 letters:
চুলচেরা definitions
Samsad Bengali-English Dictionary
চুল [ cula ] n hair (of the head). চুল এলানোv. to dishevel hair. চুল খোলাv. to undo or undress hair. চুল বাঁধাv. to dress hair; to do up or put up hair. চুলের গোছা a tuft of hair. চুলের গোড়া the root of hair. একচুলa. amounting to the turning of a hair; hair's breadth. ☐ adv. by a hair's breadth. ~চেরাa. hair-splitting. চুল-চেরা বিচারে by judgement resting on subtle arguments and fine distinctions. চুল চেরা বিচার করা বা প্রভেদ করাv. to split hair. ~পরিমাণa. hair-breadth.
Samsad Bangla Abhidhan
চুল [ cula ] বি. কেশ, মানুষের মাথায় গজানো সাধারণত কালো রঙের রোমরাজি। [সং. চুল]। ~চেরা বিণ. অতি সূক্ষ্ম (চুলচেরা বিচার, চুলচেরা হিসাব)। চুল বাঁধা ক্রি. বি. স্ত্রীলোকের চুলের খোঁপা বা বেণি বাঁধা।
Off by 3 letters:
ঘেরা definitions
Bangla-Tangla Dictionary
ঘেরা – to enclose, to surround
Samsad Bengali-English Dictionary
ঘিরা, ঘেরা [ ghirā, ghērā ] v to enclose; to shut in; to surround; to overcast or pervade ('আকাশ ঘিরে মেঘ জমেছে'); to besiege. ☐ n. an enclosed place or an enclosing device, an enclosure. ☐ a. enclosed; shut in; surrounded; besieged. ঘিরে ফেলাv. to encircle; to besiege.
Samsad Bangla Abhidhan
ঘিরা [ ghirā ] দ্র ঘেরা।ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। ☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্থান; ঘের। ☐ বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ~ও বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। ☐ বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ~টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ~নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
চুরা definitions
Bangla-Tangla Dictionary
shadhu 2nd person intimate present imperative tense of চোরানো:চোরানো – to steal
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person intimate present imperative tense of চোরানো:চোরা3, চোরানো [ cōrā3, cōrānō ] ক্রি. (প্রা. বাং.) চুরি করা। [বাং. চুরি + আ, আনো]।
চিরা, চেরা [ cirā, cērā ] v to cleave, to split; to hew, to saw (কাঠি চেরা); to slice; to scratch (আমার গা চিরেছে); to incise, to gash, to cut; to cut open, to operate (পেট চিরে বার করা). ☐ a. cloven, cleft, split; sliced; scratched; incised, gashed; cut open, operated.
2nd person ordinary present simple tense of ঘেরা:ঘেরা – to enclose, to surround
Samsad Bengali-English Dictionary
ঘের [ ghēra ] n perimeter, circumference; girth (শায়ার ঘের); an enclosing frame or an enclosed place, an enclosure. ঘের দেওয়াv. to enclose.2nd person ordinary present simple tense of ঘেরা:ঘিরা, ঘেরা [ ghirā, ghērā ] v to enclose; to shut in; to surround; to overcast or pervade ('আকাশ ঘিরে মেঘ জমেছে'); to besiege. ☐ n. an enclosed place or an enclosing device, an enclosure. ☐ a. enclosed; shut in; surrounded; besieged. ঘিরে ফেলাv. to encircle; to besiege.
ঘেরাও – surrounding someone and not allowing them to leave
Samsad Bengali-English Dictionary
ঘেরাও [ ghērāō ] n act of enclosing or shutting in or surrounding; gherao, encircling employers or authorities to coerce them to accept demands; besiegement. ☐ a. enclosed; shut in; surrounded; gheraoed; besieged.
Samsad Bangla Abhidhan
ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। ☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্থান; ঘের। ☐ বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ~ও বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। ☐ বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ~টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ~নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
চটুলা definitions
Samsad Bengali-English Dictionary
চটুল [ caṭula ] a moving frequently or swiftly, not calm, restless, nimble, brisk, swift moving (চটুল চাহনি, চটুল চরণ); fascinating, captivating (চটুল ভঙ্গি). fem. চটুলা । ~তাn. restlessness, nimbleness, briskness; (rare) fascination, grace. ~নয়নাa. having swift-moving eyes, possessing eyes capable of quick glances; having charming or fascinating eyes.
চরা – [verb]2nd person intimate present imperative tense of চরানো:চরানো – [verb]
Samsad Bengali-English Dictionary
চরা [ carā ] v to wander, to rove, to travel; (of cattle) to graze; (of other beasts, birds, anthropophagies etc.) to go about for food; (sarcas.) to go about one's business; (of fish) to nibble at bait. চরে খাওয়াv. to graze; to go about for food; (sarcas.) to shift or fend for oneself.2nd person intimate present imperative tense of চরানো:চরানো [ carānō ] v to cause to graze, to tend or feed (cattle); (derog.) to direct or govern, to make a person do everything one wishes him to do, to lead a person by the nose; (derog.) to teach (ছেলে চরানো).
চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসাv. to come; to come away from; to come quickly. চলা যাওয়াv. to go away. কথামতো চলাv. to act or behave in obedience to; to obey. ~চলn. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করাv. to travel; to move; to circulate. ~নোv. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরাn. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
চল [ cala ] বিণ. চঞ্চল; অস্থির (চলচিত্ত)। ☐ বি. প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চল নেই)। [সং. √চল্ + অ]। ~চিত্ত বিণ. চিত্তের স্থিরতা নেই এমন, অস্থিরমতি। চলা বি. (স্ত্রী.) লক্ষ্মী।চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী।চলাফেরা [ calāphērā ] দ্র চলা।হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চলাফেরা definitions
Bangla-Tangla Dictionary
চলাফেরা – movement (+ করা = to move)
Samsad Bengali-English Dictionary
চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসাv. to come; to come away from; to come quickly. চলা যাওয়াv. to go away. কথামতো চলাv. to act or behave in obedience to; to obey. ~চলn. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করাv. to travel; to move; to circulate. ~নোv. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরাn. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী।চলাফেরা [ calāphērā ] দ্র চলা।
চলে definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of চলা:চলা – to come alongperfective participle of চলা:চলা – to come along
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of চলা:চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসাv. to come; to come away from; to come quickly. চলা যাওয়াv. to go away. কথামতো চলাv. to act or behave in obedience to; to obey. ~চলn. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করাv. to travel; to move; to circulate. ~নোv. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরাn. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.perfective participle of চলা:চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসাv. to come; to come away from; to come quickly. চলা যাওয়াv. to go away. কথামতো চলাv. to act or behave in obedience to; to obey. ~চলn. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করাv. to travel; to move; to circulate. ~নোv. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরাn. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of চলা:চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী।3rd person ordinary present simple tense of চলা:হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।perfective participle of চলা:চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী।perfective participle of চলা:হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চুইলে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of চোয়া:চোয়া – [verb]
চুকলে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of চোকা:চোকা – to be resolved
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of চোকা:চুকা2, চোকা [ cukā2, cōkā ] v to be finished, to end, to terminate (কাজ চোকা); to be decided or settled (মামলা চুকেছে); to be solved (সমস্যা চুকে যাবে); to be repaid (দেনা চোকা).
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of চোকা:চুকা2, চোকা [ cukā2, cōkā ] ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ~নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
চুদলে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of চোদা:চোদা – to fuck [vulgar]